ETV Bharat / bharat

Rahul Attacks Modi Government : পেগাসাস কিনে দেশদ্রোহ করেছে মোদি সরকার, আক্রমণ রাহুলের - Latest News on Rahul Gandhi

পেগাসাস বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে ৷ নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, মোদি সরকার পেগাসাস কিনেছিল ৷ সেই রিপোর্টকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Attacks Modi Government) ৷

rahul gandhi claims modi govt committed treason by purchasing pegasus spyware
Rahul Attacks Modi Government : পেগাসাস কিনে দেশদ্রোহ করেছে মোদি সরকার, আক্রমণ রাহুলের
author img

By

Published : Jan 29, 2022, 3:41 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : পেগাসাস কিনেছে ভারত সরকার (India Bought Pegasus) ৷ সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ৷ সেই প্রতিবেদনকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Attacks Modi Government) ৷

তাঁর দাবি, মোদি সরকার দেশদ্রোহ করেছে (Rahul Gandhi claims Modi govt committed treason by purchasing Pegasus Spyware) ৷ শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে মোদি সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের উপর নজরদারি চালিয়েছে বলে আবারও অভিযোগ করেছেন ৷

তাঁর আরও দাবি, বিজেপি বিরোধী রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর সদস্য, বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতদের উপর নজরদারি চালাতে এই স্পাইওয়্যার কিনেছে মোদি সরকার ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ৷ তখন রাহুল গান্ধির দল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছিল ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয় ৷ দেশের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় সরকার এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে চায়নি ৷ পরে সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি এই নিয়ে ৷

  • Modi Govt bought Pegasus to spy on our primary democratic institutions, politicians and public. Govt functionaries, opposition leaders, armed forces, judiciary all were targeted by these phone tappings. This is treason.

    Modi Govt has committed treason.

    — Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু শনিবার প্রকাশ্যে আসে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পেগাসাস কিনেছিল ভারত (India Bought Pegasus) ৷ 2017 সালে প্রতিরক্ষা চুক্তির অঙ্গ হিসেবেই ইজরায়েলের কাছ থেকে ওই সফটওয়্যার কেনা হয় ৷ যার জন্য খরচ করা হয়েছিল 2 বিলিয়ন মার্কিন ডলার ৷

2017 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফরে গিয়েছিলেন ৷ মোদির ওই সফরের সময়ই একটি প্রতিরক্ষা চুক্তি হয় ভারত ও ইজরায়েলের মধ্যে ৷ সেই চুক্তিতেই পেগাসাস স্পাইওয়্যার কেনার বিষয়টি ছিল ৷

আরও পড়ুন : India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে

কলকাতা, 29 জানুয়ারি : পেগাসাস কিনেছে ভারত সরকার (India Bought Pegasus) ৷ সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ৷ সেই প্রতিবেদনকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Attacks Modi Government) ৷

তাঁর দাবি, মোদি সরকার দেশদ্রোহ করেছে (Rahul Gandhi claims Modi govt committed treason by purchasing Pegasus Spyware) ৷ শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে মোদি সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের উপর নজরদারি চালিয়েছে বলে আবারও অভিযোগ করেছেন ৷

তাঁর আরও দাবি, বিজেপি বিরোধী রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর সদস্য, বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতদের উপর নজরদারি চালাতে এই স্পাইওয়্যার কিনেছে মোদি সরকার ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ৷ তখন রাহুল গান্ধির দল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছিল ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয় ৷ দেশের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় সরকার এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে চায়নি ৷ পরে সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি এই নিয়ে ৷

  • Modi Govt bought Pegasus to spy on our primary democratic institutions, politicians and public. Govt functionaries, opposition leaders, armed forces, judiciary all were targeted by these phone tappings. This is treason.

    Modi Govt has committed treason.

    — Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু শনিবার প্রকাশ্যে আসে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পেগাসাস কিনেছিল ভারত (India Bought Pegasus) ৷ 2017 সালে প্রতিরক্ষা চুক্তির অঙ্গ হিসেবেই ইজরায়েলের কাছ থেকে ওই সফটওয়্যার কেনা হয় ৷ যার জন্য খরচ করা হয়েছিল 2 বিলিয়ন মার্কিন ডলার ৷

2017 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফরে গিয়েছিলেন ৷ মোদির ওই সফরের সময়ই একটি প্রতিরক্ষা চুক্তি হয় ভারত ও ইজরায়েলের মধ্যে ৷ সেই চুক্তিতেই পেগাসাস স্পাইওয়্যার কেনার বিষয়টি ছিল ৷

আরও পড়ুন : India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.