দিল্লি, 19 জানুয়ারি : সীমান্ত পেরিয়ে অরুণাচল প্রদেশে ঢুকে গ্রাম বানাচ্ছে পিপলস লিবারেশন আর্মি ৷ সম্প্রতি প্রকাশ হওয়া উপগ্রহ চিত্রে এমনটাই দেখা গিয়েছে ৷ আর এই খবর সামনে আসতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেপে ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ যেখানে নরেন্দ্র মোদিকে উল্লেখ করে রাহুলের টুইট, ‘‘মনে আছে তাঁর প্রতিজ্ঞা-?????’’ এমন অসংখ্য় প্রশ্নচিহ্ন রাহুলের সেই টুইটে ৷ সঙ্গে ব্র্য়াকেটে উল্লেখ করা, ‘‘দেশকে কখনও ঝুঁকতে দেব না ৷’’
প্রসঙ্গত, 2019-এ বালাকোটে এয়ার স্ট্রাইকের পর প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন, তিনি দেশের মাথা কখনও ঝুঁকতে দেবেন না ৷ সেই কথাই এদিন স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি ৷ এদিন নিজের টুইটের সঙ্গে একটি লিঙ্কও পোস্ট করেন রাহুল গান্ধি ৷ যেখানে অরুণাচল প্রদেশে লালফৌজের দখল নেওয়ার খবর প্রকাশ করা হয়েছে ৷ তবে, শুধু রাহুল নন, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও প্রধানমন্ত্রীর সাহস নিয়ে কটাক্ষ করে সমালোচনা করেন ৷ তিনি প্রশ্ন করেন, ‘‘মোদিজি কোথায় গেল আপনার 56 ইঞ্চির ছাতি ?’’
আরও পড়ুন : অরুণাচলপ্রদেশে গ্রাম তৈরি চিনের, ধরা পড়ল স্যাটেলাইটে
এই তথ্য় প্রকাশ্য়ে আসতেই, কেন্দ্র খুবই সাবধানে পদক্ষেপ করতে শুরু করেছে বলে জানা গিয়েছে ৷ সোমবার এ নিয়ে কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, পুরো পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে ৷ দেশের নিরাপত্তারস্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ৷ এ-নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বিজেপি সাংসদ তাপির গাও-র করা অভিযোগের ভিত্তিতে, কেন্দ্রের কাছ থেকে এই ইস্য়ুতে জবাব তলব করেন ৷ প্রসঙ্গত, তাপির গাও অভিযোগ করেন, পিপলস লিবারেশন আর্মি অরুণাচলের অনেকটা ভিতরে ঢুকে এসে অন্তত 100টি মতো বাড়ি বানিয়ে ফেলেছে ৷