ETV Bharat / bharat

Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

চিনা দখলদারি নিয়ে মুখ খুলুক কেন্দ্র সরকার ৷ প্রকাশ্যে আনুক প্রকৃত তথ্য ৷ শনিবার ফের একবার এই দাবি করেন রাহুল গান্ধি ৷ এদিন হিন্দিতে একটি টুইট করেন তিনি ৷ লেখেন, ‘‘এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত ৷’’ এভাবে আসলে বিতর্কিত কৃষি আইন বাতিলের প্রেক্ষাপটে কেন্দ্রের উপর চাপের কৌশল নিলেন রাহুল ৷ এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল ৷

Rahul Gandhi asks centre to admit 'Chinese occupation'
Rahul Gandhi : এবার চিনা দখলদারির সত্যতাও মানা উচিত, টুইটে দাবি রাহুল গান্ধির
author img

By

Published : Nov 20, 2021, 10:20 PM IST

নয়াদিল্লি, 20 নভেম্বর : বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করেছেন ৷ এবার ভারতীয় ভূখণ্ডে ‘চিনা দখলদারি’ নিয়েও সত্যিটা সামনে আনুন ৷ শনিবার ঠিক এভাবেই কেন্দ্রের সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Chinese occupation) ৷ রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার যেভাবে চিনের সঙ্গে তৈরি হওয়া সীমান্ত সমস্যাকে বাগে আনার চেষ্টা করছে, তা একেবারেই ভুল ৷ এর ফলে দেশের আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হচ্ছে ৷ অথচ কেন্দ্র এই ঘটনার সত্যতা স্বীকার করতেই রাজি নয় ৷

আরও পড়ুন : India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর

এদিন হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তাতে তিনি লেখেন, ‘‘এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত ৷’’ প্রসঙ্গত, শুক্রবারই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, সংসদের শীতকালীন অধিবেশনেই এই তিনটি আইন বাতিলের প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷ মোদি সরকারের এই পদক্ষেপ যে নাছোড় কৃষক আন্দোলনেরই ফসল, তা বলা বাহুল্য ৷ তবুও অবিজেপি দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করেই নিজের নিজের মতো করে এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে ৷ যার ব্যতিক্রম নয় কংগ্রেসও ৷ রাহুল গান্ধিও এই প্রেক্ষাপটেই আবারও একবার চিনা দখলদারি নিয়ে সরব হলেন ৷

  • अब चीनी क़ब्ज़े का सत्य भी मान लेना चाहिए।

    — Rahul Gandhi (@RahulGandhi) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত বছর থেকেই পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এমনকী, দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী ও প্রাণঘাতী সংঘর্ষও হয়েছে ৷ যদিও কেন্দ্রের দাবি, তারা চিনা আগ্রাসনকে আয়ত্তের মধ্যেই রেখেছে ৷ আর এটাই মানতে নারাজ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, চিনের দখলদারি নিয়ে তথ্য গোপন করছে কেন্দ্রীয় সরকার ৷ বস্তুত, বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসা নানা ছবিতেও রাহুলের অভিযোগের স্বপক্ষে প্রমাণ মিলেছে ৷

আরও পড়ুন : Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের অবস্থান ঠিক কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ৷ এদিকে, গত বৃহস্পতিবারই ভারত ও চিন ঠিক করেছে তারা সেনা স্তরে 14 দফার বৈঠকে বসবে ৷ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বাকি কাজ নিয়ে সেখানে আলোচনা করা হবে ৷ সূত্রের দাবি, এই মুহূর্তে স্পর্শকাতর এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু’ধারেই 50 হাজার থেকে 60 হাজার সেনা রয়েছে ৷

নয়াদিল্লি, 20 নভেম্বর : বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করেছেন ৷ এবার ভারতীয় ভূখণ্ডে ‘চিনা দখলদারি’ নিয়েও সত্যিটা সামনে আনুন ৷ শনিবার ঠিক এভাবেই কেন্দ্রের সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Chinese occupation) ৷ রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার যেভাবে চিনের সঙ্গে তৈরি হওয়া সীমান্ত সমস্যাকে বাগে আনার চেষ্টা করছে, তা একেবারেই ভুল ৷ এর ফলে দেশের আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হচ্ছে ৷ অথচ কেন্দ্র এই ঘটনার সত্যতা স্বীকার করতেই রাজি নয় ৷

আরও পড়ুন : India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর

এদিন হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তাতে তিনি লেখেন, ‘‘এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত ৷’’ প্রসঙ্গত, শুক্রবারই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, সংসদের শীতকালীন অধিবেশনেই এই তিনটি আইন বাতিলের প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷ মোদি সরকারের এই পদক্ষেপ যে নাছোড় কৃষক আন্দোলনেরই ফসল, তা বলা বাহুল্য ৷ তবুও অবিজেপি দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করেই নিজের নিজের মতো করে এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে ৷ যার ব্যতিক্রম নয় কংগ্রেসও ৷ রাহুল গান্ধিও এই প্রেক্ষাপটেই আবারও একবার চিনা দখলদারি নিয়ে সরব হলেন ৷

  • अब चीनी क़ब्ज़े का सत्य भी मान लेना चाहिए।

    — Rahul Gandhi (@RahulGandhi) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত বছর থেকেই পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এমনকী, দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী ও প্রাণঘাতী সংঘর্ষও হয়েছে ৷ যদিও কেন্দ্রের দাবি, তারা চিনা আগ্রাসনকে আয়ত্তের মধ্যেই রেখেছে ৷ আর এটাই মানতে নারাজ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, চিনের দখলদারি নিয়ে তথ্য গোপন করছে কেন্দ্রীয় সরকার ৷ বস্তুত, বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসা নানা ছবিতেও রাহুলের অভিযোগের স্বপক্ষে প্রমাণ মিলেছে ৷

আরও পড়ুন : Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের অবস্থান ঠিক কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ৷ এদিকে, গত বৃহস্পতিবারই ভারত ও চিন ঠিক করেছে তারা সেনা স্তরে 14 দফার বৈঠকে বসবে ৷ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বাকি কাজ নিয়ে সেখানে আলোচনা করা হবে ৷ সূত্রের দাবি, এই মুহূর্তে স্পর্শকাতর এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু’ধারেই 50 হাজার থেকে 60 হাজার সেনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.