ETV Bharat / bharat

Rahul-Priyanka lakhimpur : লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা - priyanka gandhi

সীতাপুর গেস্ট হাউস থেকে ছাড়া পেয়েই দাদা রাহুল গান্ধির সঙ্গে লখিমপুর পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷

rahul-priyanka reaches lakhimpur
লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
author img

By

Published : Oct 6, 2021, 8:21 PM IST

Updated : Oct 6, 2021, 9:10 PM IST

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 6 অক্টোবর : বুধবার রাতে লখিমপুর পৌঁছলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেস নেতৃত্ব ৷ প্রায় আড়াই দিন পর বুধবার বিকেলেই ছাড়া পান প্রিয়াঙ্কা গান্ধি ৷ আর এদিন সীতাপুর গেস্ট হাউস থেকে ছাড়া পেয়েই দাদা রাহুল গান্ধির সঙ্গে লখিমপুর পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷

লখিমপুর যাওয়ার চেষ্টা করায় সোমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ সেদিন থেকেই সীতাপুরে পুলিশের এক গেস্ট হাউসে বন্দি ছিলেন তিনি ৷ বুধবার বিকেলের পর ছাড়া পান তিনি ৷ আর তারপরেই রাহুল গান্ধি-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রওনা হন লখিমপুরের দিকে ৷ লখিমপুরকাণ্ডে মৃত কৃষকদের পরিবারবর্গের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস প্রতিনিধি দলের ৷ রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি, কেসি বেনুগোপাল প্রমুখ ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সে সময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷এই ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি ৷ রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু পুলিশ তাঁকে সেখানে পৌঁছতে বাধা দেয় ৷ সোমবার সকালে প্রথমে তাঁকে আটক করা হয় সীতাপুরের গেস্ট হাউসে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই দিন থেকে টানা প্রায় আড়াই দিন সীতাপুর গেস্ট হাউসে 'বন্দি' ছিলেন প্রিয়াঙ্কা ৷ বুধবার দুপুরের দিকে লখনউ পৌঁছন রাহুল গান্ধি ৷ তিনি আগেই জানিয়েছিলেন লখিমপুর যাবেন ৷ কিন্তু লখনউ পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুলকেও ৷ পরে রাহুল-সহ কংগ্রেসের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ সীতাপুর থেকে ছাড়া পেয়ে রাহুলের সঙ্গেই এদিন লখিমপুর যান প্রিয়াঙ্কা ৷

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 6 অক্টোবর : বুধবার রাতে লখিমপুর পৌঁছলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেস নেতৃত্ব ৷ প্রায় আড়াই দিন পর বুধবার বিকেলেই ছাড়া পান প্রিয়াঙ্কা গান্ধি ৷ আর এদিন সীতাপুর গেস্ট হাউস থেকে ছাড়া পেয়েই দাদা রাহুল গান্ধির সঙ্গে লখিমপুর পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷

লখিমপুর যাওয়ার চেষ্টা করায় সোমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ সেদিন থেকেই সীতাপুরে পুলিশের এক গেস্ট হাউসে বন্দি ছিলেন তিনি ৷ বুধবার বিকেলের পর ছাড়া পান তিনি ৷ আর তারপরেই রাহুল গান্ধি-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রওনা হন লখিমপুরের দিকে ৷ লখিমপুরকাণ্ডে মৃত কৃষকদের পরিবারবর্গের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস প্রতিনিধি দলের ৷ রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি, কেসি বেনুগোপাল প্রমুখ ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সে সময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷এই ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি ৷ রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু পুলিশ তাঁকে সেখানে পৌঁছতে বাধা দেয় ৷ সোমবার সকালে প্রথমে তাঁকে আটক করা হয় সীতাপুরের গেস্ট হাউসে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই দিন থেকে টানা প্রায় আড়াই দিন সীতাপুর গেস্ট হাউসে 'বন্দি' ছিলেন প্রিয়াঙ্কা ৷ বুধবার দুপুরের দিকে লখনউ পৌঁছন রাহুল গান্ধি ৷ তিনি আগেই জানিয়েছিলেন লখিমপুর যাবেন ৷ কিন্তু লখনউ পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুলকেও ৷ পরে রাহুল-সহ কংগ্রেসের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ সীতাপুর থেকে ছাড়া পেয়ে রাহুলের সঙ্গেই এদিন লখিমপুর যান প্রিয়াঙ্কা ৷

Last Updated : Oct 6, 2021, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.