ETV Bharat / bharat

Ravi Shankar on Rahul: আদালত ছেড়ে কৌশলে আদানি ইস্য়ুকে সামনে এনেছেন রাহুল: রবিশঙ্কর - Adani Group

রাহুল গান্ধি (Rahul case) আদালতের বিষয়টি এড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ৷ আসল বিতর্ককে চাপা দিতে চাইছেন রাহুল ৷ সে কারণেই তিনি কৌশলে আদানি গ্রুপের (Adani Group) ইস্যুটি সামনে এনেছেন ৷

Etv Bharat
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
author img

By

Published : Mar 25, 2023, 10:55 PM IST

পটনা, 25 মার্চ: আদানির সঙ্গে রাহুল গান্ধির মামলার কোনও সম্পর্ক না-থাকলেও, নিজের মুখ বাঁচাতে সেই ইস্য়ুকেই তুলে আনলেন কংগ্রেস নেতা ৷ আদালতের বিষয়টি এড়িয়ে ফের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন রাহুল ৷ শনিবার এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ সরাসরি রাহুল গান্ধিকে (Rahul case) আক্রমণ করে তিনি অভিযোগ করেন, আসল বিতর্ককে চাপা দিতে চাইছেন রাহুল ৷ আর সেকারণেই ঘুরিয়ে তিনি কৌশলে আদানি গ্রুপের (Adani Group) ইস্যুটি উত্থাপন করেছেন ৷

'মোদি' পদবি নিয়ে অপমানজনক মন্তব্য়ের জন্য় বৃহস্পতিবার সুরাত আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্য়স্ত করে ৷ পাশাপাশি তাঁকে দু'বছরের কারাদণ্ডেরও নির্দেশ দেন বিচারক ৷ এরপরই শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার অধ্য়ক্ষ ৷ লোকসভার সচিবালয়ের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়, আইন মেনে দোষী সাব্য়স্ত হওয়ার জেরে রাহুল গান্ধির সংসদ সদস্য় পদ খারিজ করা হচ্ছে ৷ পাশাপাশি আগামী আট বছর অর্থাৎ, 2031 পর্যন্ত আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ৷ এরপর অবশ্য় ছোট দু'লাইনের একটি টুইট ছাড়া ওইদিন আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাহুলের তরফে ৷ শনিবার অবশ্য় বেশ দৃঢ় মনোভেব নিয়ে সাংবাদিক বৈঠকে দেখা যায় তাঁকে ৷ সেখানে অবশ্য় আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য় করতে না-চাইলেও আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর (Prime Minister of India) উদ্দেশে তোপ দেগেছেন রাহুল গান্ধি ৷ যার পালটা কংগ্রেস নেতাকে কার্যত ধুয়ে দিল বিজেপি ৷

এদিন দিল্লিতে রাহুলের সাংবাদিক বৈঠকের পরই পটনায় রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, রাহুল গান্ধি 2019 সালে আদতেই মানহানিকর মন্তব্য করেছিলেন ৷ তিনি বলেন, "তিনি (রাহুল গান্ধি) দিল্লিতে সংবাদ সম্মেলনে 2019 সালের মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে কিছুই বলেননি ৷ তিনি আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷" বিজেপি নেতার অভিযোগ, "আপনার সমালোচনা করার অবশ্য়ই অধিকার আছে। কিন্তু গালাগালি বা অপমান করার অধিকার আপনার নেই। তিনি (রাহুল গান্ধি) জনসভায় একটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে রীতিমতো কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন ৷ তবুও আদালত তাঁকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিল। তিনি বলেছেন, ক্ষমা চাইবেন না ৷"

আরও পড়ুন: মোদি ভয় পেয়েছেন বলেই সাংসদ পদ খারিজ হয়েছে, অভিযোগ রাহুলের

এদিন কড়া ভাষায় বিজেপি নেতা জানান, কংগ্রেস নেতা ওবিসিদের অপমান করেছেন ৷ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 'মোদি' উপাধি সম্পর্কে রাহুলের বক্তব্য়কে "অপমানজনক, সমালোচনামূলক নয়" বলেন ৷ যার জেরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল বলেও জানান তিনি ৷ অন্য়দিকে, নিম্ন আদালত রাহুল গান্ধিকে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ারও পরামর্শ দিয়েছিল ৷ রবিশঙ্কর প্রসাদের দাবি, নিম্ন আদালতের রায়ের উপর অবিলম্বে স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুল গান্ধি উচ্চ আদালতে যাননি ৷ কারণ, কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই ইস্য়ুতে সহানুভূতি আদায় করবে বলেও দাবি করেন বিজেপি নেতা।

পটনা, 25 মার্চ: আদানির সঙ্গে রাহুল গান্ধির মামলার কোনও সম্পর্ক না-থাকলেও, নিজের মুখ বাঁচাতে সেই ইস্য়ুকেই তুলে আনলেন কংগ্রেস নেতা ৷ আদালতের বিষয়টি এড়িয়ে ফের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন রাহুল ৷ শনিবার এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ সরাসরি রাহুল গান্ধিকে (Rahul case) আক্রমণ করে তিনি অভিযোগ করেন, আসল বিতর্ককে চাপা দিতে চাইছেন রাহুল ৷ আর সেকারণেই ঘুরিয়ে তিনি কৌশলে আদানি গ্রুপের (Adani Group) ইস্যুটি উত্থাপন করেছেন ৷

'মোদি' পদবি নিয়ে অপমানজনক মন্তব্য়ের জন্য় বৃহস্পতিবার সুরাত আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্য়স্ত করে ৷ পাশাপাশি তাঁকে দু'বছরের কারাদণ্ডেরও নির্দেশ দেন বিচারক ৷ এরপরই শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার অধ্য়ক্ষ ৷ লোকসভার সচিবালয়ের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়, আইন মেনে দোষী সাব্য়স্ত হওয়ার জেরে রাহুল গান্ধির সংসদ সদস্য় পদ খারিজ করা হচ্ছে ৷ পাশাপাশি আগামী আট বছর অর্থাৎ, 2031 পর্যন্ত আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ৷ এরপর অবশ্য় ছোট দু'লাইনের একটি টুইট ছাড়া ওইদিন আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাহুলের তরফে ৷ শনিবার অবশ্য় বেশ দৃঢ় মনোভেব নিয়ে সাংবাদিক বৈঠকে দেখা যায় তাঁকে ৷ সেখানে অবশ্য় আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য় করতে না-চাইলেও আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর (Prime Minister of India) উদ্দেশে তোপ দেগেছেন রাহুল গান্ধি ৷ যার পালটা কংগ্রেস নেতাকে কার্যত ধুয়ে দিল বিজেপি ৷

এদিন দিল্লিতে রাহুলের সাংবাদিক বৈঠকের পরই পটনায় রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, রাহুল গান্ধি 2019 সালে আদতেই মানহানিকর মন্তব্য করেছিলেন ৷ তিনি বলেন, "তিনি (রাহুল গান্ধি) দিল্লিতে সংবাদ সম্মেলনে 2019 সালের মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে কিছুই বলেননি ৷ তিনি আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷" বিজেপি নেতার অভিযোগ, "আপনার সমালোচনা করার অবশ্য়ই অধিকার আছে। কিন্তু গালাগালি বা অপমান করার অধিকার আপনার নেই। তিনি (রাহুল গান্ধি) জনসভায় একটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে রীতিমতো কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন ৷ তবুও আদালত তাঁকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিল। তিনি বলেছেন, ক্ষমা চাইবেন না ৷"

আরও পড়ুন: মোদি ভয় পেয়েছেন বলেই সাংসদ পদ খারিজ হয়েছে, অভিযোগ রাহুলের

এদিন কড়া ভাষায় বিজেপি নেতা জানান, কংগ্রেস নেতা ওবিসিদের অপমান করেছেন ৷ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 'মোদি' উপাধি সম্পর্কে রাহুলের বক্তব্য়কে "অপমানজনক, সমালোচনামূলক নয়" বলেন ৷ যার জেরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল বলেও জানান তিনি ৷ অন্য়দিকে, নিম্ন আদালত রাহুল গান্ধিকে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ারও পরামর্শ দিয়েছিল ৷ রবিশঙ্কর প্রসাদের দাবি, নিম্ন আদালতের রায়ের উপর অবিলম্বে স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুল গান্ধি উচ্চ আদালতে যাননি ৷ কারণ, কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই ইস্য়ুতে সহানুভূতি আদায় করবে বলেও দাবি করেন বিজেপি নেতা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.