ETV Bharat / bharat

Radhika Merchant : 'টক অফ দ্য টাউন' রাধিকা মার্চেন্ট, প্রথম একক পারফরম্যান্সে নজরকাড়া আম্বানি পরিবারের হবু পুত্রবধূ - মুকেশ আম্বানির হবু পুত্রবধূর ভরতনাট্যম

মঞ্চে আম্বানি পরিবারের হবু বউ রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) ৷ এই প্রথম একক ভরতনাট্যম নৃত্যশৈলী প্রদর্শন করলেন তিনি ৷ তাঁর দক্ষতায় প্রশংসায় ভরালেন সকলে ৷

Radhika Merchant
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্ট
author img

By

Published : Jun 6, 2022, 8:13 AM IST

Updated : Jun 6, 2022, 1:05 PM IST

মুম্বই, 6 জুন : প্রথমবার একক আবির্ভাব মঞ্চে । তবু সাবলীল এবং দুরন্ত শৈলীতে মুম্বইবাসীর মন জিতলেন মুকেশ আম্বানির হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট ৷ ভরতনাট্যম শিল্পী রাধিকাকে তাঁর প্রথম একক উপস্থাপনার জন্য উৎসাহ এবং সমর্থন জোগাতে রবিবার বান্দ্রার জিও ওয়ার্ল্ড সেন্টারের গ্র্যান্ড থিয়েটারে উপস্থিত ছিলেন সস্ত্রীক মুকেশ আম্বানি (Radhika Merchant, bride to be of Anant Ambani, fascinates everyone with Bharatnatyam skills at Arangetram) ৷ ছিল মার্চেন্ট পরিবার এবং তাঁদের ব্যবসায়িক জগতের বন্ধুরাও ৷ ভাইরাসের প্রকোপ না-কমায় করোনা বিধিনিষেধের মধ্যে দিয়েই বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় 'অ্যাসেন্ট টু দ্য স্টেজ' ৷ যার মধ্যমণি ছিলেন আম্বানি-পুত্র অনন্তের বাগদত্তা রাধিকা মার্চেন্ট ।

Radhika Merchant
রাধিকা মার্চেন্ট মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির হবু বউ

আরও পড়ুন : 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব ETV ভারতের

নার্ভাস থাকলেও জীবনের প্রথম মঞ্চ উপস্থাপনায় নিরাশ করেননি তবে শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় মেয়ে রাধিকা ৷ গুরু ভাবনা ঠাকরের কাছে 8 বছরেরও বেশি সময় ধরে রাধিকা তালিম নিয়েছেন রবিবার আরঙ্গেত্রমে একক অনুষ্ঠানের জন্য ৷ প্রসঙ্গত, শাশুড়ি নীতা আম্বানির পর রাধিকা অভিজাত আম্বানি পরিবারের দ্বিতীয় সদস্য, যিনি ভরতনাট্যমকে যাপন করেছেন ৷

Radhika Merchant
রাধিকার মুদ্রা ও অভিব্যক্তি মুগ্ধ করে সকলকে

তিনটি গল্পের অনুকরণে এদিন রাধিকার ভরতনাট্যম নৃত্যশৈলীর উপস্থাপিত হয় মঞ্চে ৷ ভগবান রামের প্রতি শবরীর আকাঙ্খা, গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের নৃত্য ও মা যশোদার সঙ্গে শিশু কৃষ্ণ ৷ নৃত্যের মধ্যে দিয়ে রাধিকা 'অস্তরসা' বা নাট্যশাস্ত্রে বর্ণিত একজন মানুষের অন্তর্নিহিত আটটি মৌলিক আবেগের অভিনয় করেন ৷ এর মধ্যে রয়েছে প্রেম, হাসি, দুঃখ, ভয়, বীরত্ব, ক্রোধ, বিতৃষ্ণা ও বিস্ময় ৷

Radhika Merchant
নীতা আম্বানির পর রাধিকাই হলেন আম্বানি পরিবারে দ্বিতীয় ভরতনাট্যম শিল্পী

মঞ্চে রাধিকার অভিব্যক্তি ও নৃত্যের বিভিন্ন মুদ্রা এবং তাঁর আবেগ প্রকাশের ক্ষমতা দেখে মুগ্ধ হন দর্শকরা ৷ যার শেষটা ছিল তিল্লানা অর্থাৎ, পায়ের জটিল কাজ, হাতের নড়াচড়া ও মূর্তিময় ভঙ্গি-সহ একটি নাচ ৷ অনুষ্ঠান শেষে স্বভাবতই করতালিতে রাধিকাকে অভিনন্দন জানান দর্শকেরা । আম্বানি পরিবারের জন্য যা নিঃসন্দেহে একটি সন্তুষ্টির মুহূর্ত ।

Radhika Merchant
আম্বানি পরিবারের পুত্রবধূর মনোমুগ্ধকর নাচে আশ্চর্য হয়ে যান উপস্থিত দর্শক

আরও পড়ুন : Brihathi-Akshay Marriage : অক্ষয়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন রামোজি রাওয়ের নাতনি বৃহতি, উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ও উপরাষ্ট্রপতি

মুম্বই, 6 জুন : প্রথমবার একক আবির্ভাব মঞ্চে । তবু সাবলীল এবং দুরন্ত শৈলীতে মুম্বইবাসীর মন জিতলেন মুকেশ আম্বানির হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট ৷ ভরতনাট্যম শিল্পী রাধিকাকে তাঁর প্রথম একক উপস্থাপনার জন্য উৎসাহ এবং সমর্থন জোগাতে রবিবার বান্দ্রার জিও ওয়ার্ল্ড সেন্টারের গ্র্যান্ড থিয়েটারে উপস্থিত ছিলেন সস্ত্রীক মুকেশ আম্বানি (Radhika Merchant, bride to be of Anant Ambani, fascinates everyone with Bharatnatyam skills at Arangetram) ৷ ছিল মার্চেন্ট পরিবার এবং তাঁদের ব্যবসায়িক জগতের বন্ধুরাও ৷ ভাইরাসের প্রকোপ না-কমায় করোনা বিধিনিষেধের মধ্যে দিয়েই বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় 'অ্যাসেন্ট টু দ্য স্টেজ' ৷ যার মধ্যমণি ছিলেন আম্বানি-পুত্র অনন্তের বাগদত্তা রাধিকা মার্চেন্ট ।

Radhika Merchant
রাধিকা মার্চেন্ট মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির হবু বউ

আরও পড়ুন : 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব ETV ভারতের

নার্ভাস থাকলেও জীবনের প্রথম মঞ্চ উপস্থাপনায় নিরাশ করেননি তবে শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় মেয়ে রাধিকা ৷ গুরু ভাবনা ঠাকরের কাছে 8 বছরেরও বেশি সময় ধরে রাধিকা তালিম নিয়েছেন রবিবার আরঙ্গেত্রমে একক অনুষ্ঠানের জন্য ৷ প্রসঙ্গত, শাশুড়ি নীতা আম্বানির পর রাধিকা অভিজাত আম্বানি পরিবারের দ্বিতীয় সদস্য, যিনি ভরতনাট্যমকে যাপন করেছেন ৷

Radhika Merchant
রাধিকার মুদ্রা ও অভিব্যক্তি মুগ্ধ করে সকলকে

তিনটি গল্পের অনুকরণে এদিন রাধিকার ভরতনাট্যম নৃত্যশৈলীর উপস্থাপিত হয় মঞ্চে ৷ ভগবান রামের প্রতি শবরীর আকাঙ্খা, গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের নৃত্য ও মা যশোদার সঙ্গে শিশু কৃষ্ণ ৷ নৃত্যের মধ্যে দিয়ে রাধিকা 'অস্তরসা' বা নাট্যশাস্ত্রে বর্ণিত একজন মানুষের অন্তর্নিহিত আটটি মৌলিক আবেগের অভিনয় করেন ৷ এর মধ্যে রয়েছে প্রেম, হাসি, দুঃখ, ভয়, বীরত্ব, ক্রোধ, বিতৃষ্ণা ও বিস্ময় ৷

Radhika Merchant
নীতা আম্বানির পর রাধিকাই হলেন আম্বানি পরিবারে দ্বিতীয় ভরতনাট্যম শিল্পী

মঞ্চে রাধিকার অভিব্যক্তি ও নৃত্যের বিভিন্ন মুদ্রা এবং তাঁর আবেগ প্রকাশের ক্ষমতা দেখে মুগ্ধ হন দর্শকরা ৷ যার শেষটা ছিল তিল্লানা অর্থাৎ, পায়ের জটিল কাজ, হাতের নড়াচড়া ও মূর্তিময় ভঙ্গি-সহ একটি নাচ ৷ অনুষ্ঠান শেষে স্বভাবতই করতালিতে রাধিকাকে অভিনন্দন জানান দর্শকেরা । আম্বানি পরিবারের জন্য যা নিঃসন্দেহে একটি সন্তুষ্টির মুহূর্ত ।

Radhika Merchant
আম্বানি পরিবারের পুত্রবধূর মনোমুগ্ধকর নাচে আশ্চর্য হয়ে যান উপস্থিত দর্শক

আরও পড়ুন : Brihathi-Akshay Marriage : অক্ষয়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন রামোজি রাওয়ের নাতনি বৃহতি, উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ও উপরাষ্ট্রপতি

Last Updated : Jun 6, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.