ETV Bharat / bharat

'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের - Narendra Modi

Puri Shankaracharya on Ram Mandir consecration: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পুরীর শঙ্করাচার্য ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদি রামমন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে কৃতিত্ব নিতে চাইছেন ৷

ETV Bharat
পুরীর পীঠাধিশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 11:17 AM IST

Updated : Jan 5, 2024, 11:35 AM IST

রাতলাম, 5 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পুরীর পীঠাধিশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর সেই অনুষ্ঠান শুধুমাত্র দেখতে এবং হাততালি দিতে আমি উপস্থিত থাকতে পারব না ৷" তিনি মধ্যপ্রদেশের রাতলামে হিন্দু রাষ্ট্র ধর্মসভার একটি অনুষ্ঠান থেকে এই বার্তা দেন ৷

বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "আমি ওই অনুষ্ঠানে যাব না ৷" তিনি উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ৷ শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "আমন্ত্রণে জানানো হয়েছে আমি এবং শুধুমাত্র আমিই ওই অনুষ্ঠানে যেতে পারব ৷ এছাড়া আমাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি ৷ এ জন্য আমি যাব না ৷"

পুরীর শঙ্করাচার্য উল্লেখ করেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে কোনও কিছুই ঠিক হচ্ছে না ৷ এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি ৷ ধর্মগুরু দাবি করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উৎস হিন্দু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন পুরীর শঙ্করাচার্য ৷ রামমন্দির উদ্বোধন নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে কৃতিত্ব নিতে চাইছেন ৷"

তিনি বলেন, "আমি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাব না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর তা দেখে আমায় হাততালি দিতে হবে ৷ আমি এরকম কোনও অনুষ্ঠানের অংশ হতে চাই না ৷ কেন আমি হাততালি দিতে দিতে জয়ধ্বনি দেব ?"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. 'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি
  3. মন্দির নয় যেন আস্ত নগর! দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ?

রাতলাম, 5 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পুরীর পীঠাধিশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর সেই অনুষ্ঠান শুধুমাত্র দেখতে এবং হাততালি দিতে আমি উপস্থিত থাকতে পারব না ৷" তিনি মধ্যপ্রদেশের রাতলামে হিন্দু রাষ্ট্র ধর্মসভার একটি অনুষ্ঠান থেকে এই বার্তা দেন ৷

বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "আমি ওই অনুষ্ঠানে যাব না ৷" তিনি উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ৷ শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "আমন্ত্রণে জানানো হয়েছে আমি এবং শুধুমাত্র আমিই ওই অনুষ্ঠানে যেতে পারব ৷ এছাড়া আমাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি ৷ এ জন্য আমি যাব না ৷"

পুরীর শঙ্করাচার্য উল্লেখ করেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে কোনও কিছুই ঠিক হচ্ছে না ৷ এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি ৷ ধর্মগুরু দাবি করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উৎস হিন্দু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন পুরীর শঙ্করাচার্য ৷ রামমন্দির উদ্বোধন নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে কৃতিত্ব নিতে চাইছেন ৷"

তিনি বলেন, "আমি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাব না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর তা দেখে আমায় হাততালি দিতে হবে ৷ আমি এরকম কোনও অনুষ্ঠানের অংশ হতে চাই না ৷ কেন আমি হাততালি দিতে দিতে জয়ধ্বনি দেব ?"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. 'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি
  3. মন্দির নয় যেন আস্ত নগর! দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ?
Last Updated : Jan 5, 2024, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.