পুরী, 9 জানুয়ারি : করোনা আবহে এবার বন্ধ হতে চলেছে পুরীর মন্দির ৷ পুরীর কালেক্টর সমর্থ ভার্মা জানান, রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য 10 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) ৷
শনিবার সন্ধ্যায় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) তরফে একটি বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । জানা গিয়েছে, দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ থাকলেও জগন্নাথদেবের নিত্য পূজার্চনা নিয়মমাফিক চলবে ৷
কোভিড সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, যেমন কোভিড কেয়ার সেন্টার, অ্যাম্বুলেন্স, র্যাপিড রেসপন্স টিম এবং মেডিক্যাল চেকআপের মতো পরিষেবা দেওয়ার কথাও বৈঠকে আলোচনা করা হয়েছে বলে মন্দির কমিটি সূত্রে খবর ৷
31 জানুয়ারির পর করোনা পরিস্থিতি বিবেচনা করে পুনরায় মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ মন্দিরের ভেতরে কয়েকজন করোনা আক্রান্ত হওয়াতেই মন্দির বন্ধের সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি ৷ জগন্নাথ মন্দিরের বেশ কয়েকজন কর্মচারী ও পরিচারক করোনা পজিটিভ বলে আগেই জানিয়েছিলেন মন্দিরের কালেক্টর ৷
আরও পড়ুন : শ্রী জগন্নাথকে সুস্থ করতে ব্যবহার হয়েছিল ফুলারি তেল