ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিংয়ের নয়া সিদ্ধান্ত, সরকারি স্কুলে ওয়াইফাই পরিষেবা; বেঞ্চে বসবে পড়ুয়ারা - সরকারি স্কুল

Punjab Government reforms schools: কেজরিওয়াল সরকারের দিল্লি মডেল অনুসরণ করে সরকারি স্কুলগুলিকে ঢেলে সাজাচ্ছে পঞ্জাব ৷ এবার স্কুলে মিলবে ওয়াইফাই পরিষেবা ৷ স্কুলে না-এলেও পড়ুয়াদের অসুবিধে হবে না ৷

ETV Bharat
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 4:42 PM IST

চণ্ডিগড়, 27 ডিসেম্বর: রাজ্যের স্কুলগুলিকে দিল্লি মডেলের মতো করে গড়ে তোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ এবার তা বাস্তবায়িত করল পঞ্জাব সরকার ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোত বাইনস জানিয়েছেন, এবার থেকে স্কুলগুলিতে ওয়াইফাই সংযোগ মিলবে ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 2024 সালের 31 মার্চের মধ্যে প্রতিটি স্কুলে ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে ৷ তিনি আরও জানান, এই সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান নিজে ৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব স্কুলগুলিতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ হচ্ছে ৷

ইন্টারনেট সংযোগ অনেক সময়ই স্লো থাকে এবং কখনও হয়তো সিগন্যাল পাওয়া যায় না ৷ এই পরিস্থিতিতে ওয়াইফাই থাকলে অনেকটাই সুবিধেজনক হবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ৷ পড়ুয়ারা অসুস্থ হলে বা অন্য অনেক কারণে স্কুলে আসতে পারে না ৷ সেই দিনগুলিতে তারা বাড়িতে থেকে ক্লাসে যোগ দিতে পারবে ৷ হোমওয়ার্ক করে অনলাইনে স্কুলে পাঠাতে পারবে ৷ এই বিষয়গুলি মাথায় রেখে কাজ শুরু করেছে শিক্ষা দফতর ৷ পাশাপাশি পঞ্জাবের শিক্ষা দফতরের সঙ্গে বিএসএনএল এবং আইবিএমের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে ৷ এর ফলে স্কুলে ভালো ইন্টারনেট সংযোগ এবং ওয়াইফাই যোগাযোগ পাওয়া যাবে ৷ শিক্ষামন্ত্রী হরজোত বাইনস জানান, সরকারি স্কুলগুলিতে যাতে উচ্চমানের পাঠ দেওয়া যায়, সরকার সেই চেষ্টা করছে ৷

এর সঙ্গে ভোল বদলাবে সরকারি স্কুলগুলির ৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের আর মেঝেতে বসতে হবে না ৷ তাদের জন্য বেঞ্চের বন্দোবস্ত করছে পঞ্জাব সরকার ৷ এই কাজ শেষের সময়সীমা 31 মার্চ ৷ পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগ করবে সরকার, ঘোষণা করেছেন বাইনস ৷

আরও পড়ুন:

  1. স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির, শোরগোল বারাসতে
  2. শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র
  3. হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের সীমা 1 লাখ থেকে অনেকটাই বাড়াল আরবিআই

চণ্ডিগড়, 27 ডিসেম্বর: রাজ্যের স্কুলগুলিকে দিল্লি মডেলের মতো করে গড়ে তোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ এবার তা বাস্তবায়িত করল পঞ্জাব সরকার ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোত বাইনস জানিয়েছেন, এবার থেকে স্কুলগুলিতে ওয়াইফাই সংযোগ মিলবে ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 2024 সালের 31 মার্চের মধ্যে প্রতিটি স্কুলে ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে ৷ তিনি আরও জানান, এই সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান নিজে ৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব স্কুলগুলিতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ হচ্ছে ৷

ইন্টারনেট সংযোগ অনেক সময়ই স্লো থাকে এবং কখনও হয়তো সিগন্যাল পাওয়া যায় না ৷ এই পরিস্থিতিতে ওয়াইফাই থাকলে অনেকটাই সুবিধেজনক হবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ৷ পড়ুয়ারা অসুস্থ হলে বা অন্য অনেক কারণে স্কুলে আসতে পারে না ৷ সেই দিনগুলিতে তারা বাড়িতে থেকে ক্লাসে যোগ দিতে পারবে ৷ হোমওয়ার্ক করে অনলাইনে স্কুলে পাঠাতে পারবে ৷ এই বিষয়গুলি মাথায় রেখে কাজ শুরু করেছে শিক্ষা দফতর ৷ পাশাপাশি পঞ্জাবের শিক্ষা দফতরের সঙ্গে বিএসএনএল এবং আইবিএমের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে ৷ এর ফলে স্কুলে ভালো ইন্টারনেট সংযোগ এবং ওয়াইফাই যোগাযোগ পাওয়া যাবে ৷ শিক্ষামন্ত্রী হরজোত বাইনস জানান, সরকারি স্কুলগুলিতে যাতে উচ্চমানের পাঠ দেওয়া যায়, সরকার সেই চেষ্টা করছে ৷

এর সঙ্গে ভোল বদলাবে সরকারি স্কুলগুলির ৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের আর মেঝেতে বসতে হবে না ৷ তাদের জন্য বেঞ্চের বন্দোবস্ত করছে পঞ্জাব সরকার ৷ এই কাজ শেষের সময়সীমা 31 মার্চ ৷ পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগ করবে সরকার, ঘোষণা করেছেন বাইনস ৷

আরও পড়ুন:

  1. স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির, শোরগোল বারাসতে
  2. শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র
  3. হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের সীমা 1 লাখ থেকে অনেকটাই বাড়াল আরবিআই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.