ETV Bharat / bharat

Principals Foreign Training: প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন পঞ্জাবের 36জন অধ্যক্ষ - পঞ্জাবের খবর

আগামী 6 ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন পঞ্জাবের 36 জন অধ্যক্ষ ৷ সেখানে স্কুল পরিচালনা ও পঠনপাঠন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ নেবেন তাঁরা ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM on Principals Foreign Training) ৷

Punjab CM Bhagwant Mann announces first batch of Principals will go Singapore for Foreign Training on 6th February
সিঙ্গাপুর যাচ্ছেন 36 জন অধ্যক্ষ
author img

By

Published : Feb 2, 2023, 3:44 PM IST

চণ্ডীগড়, 2 ফেব্রুয়ারি: বছরের শুরুতেই বড় ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Punjab CM on Principals Foreign Training) ৷ তিনি জানিয়েছেন, তাঁদের সরকার আরও একটি প্রতিশ্রুতি পালন করতে চলেছে ৷ কী সেটি? পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশি প্রশিক্ষণ নিতে প্রথম দফায় আগামী 4 ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের 36 জন অধ্যক্ষ ৷ উল্লেখ্য, আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পঞ্জাবে শিক্ষার মান আরও উন্নত করতে সরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অধ্যক্ষদের বিদেশে পাঠিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তারই প্রথম দফা শুরু হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি ৷

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 4 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন সংশ্লিষ্ট 36 জন অধ্যক্ষ ৷ সেদেশে তাঁদের প্রশিক্ষণ চলবে আগামী 6 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ অধ্যক্ষরা দেশে ফিরবেন আগামী 11 ফেব্রুয়ারি ৷ সিঙ্গাপুরের অত্যাধুনিক স্কুলগুলিতে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, তা হাতেকলমে শেখার সুযোগ পাবেন পঞ্জাবের প্রতিনিধিরা ৷ তারপর রাজ্য়ে ফিরে এখানকার সরকারি স্কুলে সেইসমস্ত প্রক্রিয়া প্রয়োগ করবেন তাঁরা ৷

আরও পড়ুন: চিনা মাঞ্জা নিষিদ্ধ করল পঞ্জাব সরকার

বৃহস্পতিবার এই প্রসঙ্গে নিজের টুইটার হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো বার্তা আপলোড করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই বার্তায় তিনি জানিয়েছেন, পঞ্জাবে যখন আম আদমি পার্টির সরকার গঠিত হয়েছিল, তখনই জনতাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্য়ের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ৷ ইতিমধ্য়েই সেই প্রতিশ্রুতি পালন করতে শুরু করে দিয়েছে সরকার ৷ সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে ৷ সেইসঙ্গে, শিক্ষক, অধ্যাপক ও অধ্যক্ষদের প্রশিক্ষণের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

  • एक और गारंटी होने जा रही है पूरी… ट्रेनिंग के लिए सिंगापुर भेज रहे हैं प्रिंसिपल्स का पहला बैच...Live https://t.co/2OSI0cWZNb

    — Bhagwant Mann (@BhagwantMann) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য সরকার চাইছে, উন্নত দেশগুলিতে যেভাবে স্কুলে পঠনপাঠন হয়, ঠিক সেইভাবেই পঞ্জাবেও শিক্ষার প্রসার ঘটুক ৷ এর আগে সরকারের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান অভিভাবকরা ৷ পড়ুয়াদের সামগ্রিক বিকাশের স্বার্থেই এই পদক্ষেপ করা হয় ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র পঠনপাঠনের মানোন্নয়ন নয়, পড়ুয়াদের সামগ্রিক বিকাশই তাঁদের সরকারের লক্ষ্য ৷ প্রসঙ্গত, দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানেও সরকারি স্কুলের পঠনপাঠন লক্ষ্যণীয়ভাবে উন্নত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের ৷ এবার পঞ্জাবেও সেই ছবি দেখা যাচ্ছে ৷

চণ্ডীগড়, 2 ফেব্রুয়ারি: বছরের শুরুতেই বড় ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Punjab CM on Principals Foreign Training) ৷ তিনি জানিয়েছেন, তাঁদের সরকার আরও একটি প্রতিশ্রুতি পালন করতে চলেছে ৷ কী সেটি? পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশি প্রশিক্ষণ নিতে প্রথম দফায় আগামী 4 ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের 36 জন অধ্যক্ষ ৷ উল্লেখ্য, আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পঞ্জাবে শিক্ষার মান আরও উন্নত করতে সরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অধ্যক্ষদের বিদেশে পাঠিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তারই প্রথম দফা শুরু হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি ৷

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 4 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন সংশ্লিষ্ট 36 জন অধ্যক্ষ ৷ সেদেশে তাঁদের প্রশিক্ষণ চলবে আগামী 6 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ অধ্যক্ষরা দেশে ফিরবেন আগামী 11 ফেব্রুয়ারি ৷ সিঙ্গাপুরের অত্যাধুনিক স্কুলগুলিতে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, তা হাতেকলমে শেখার সুযোগ পাবেন পঞ্জাবের প্রতিনিধিরা ৷ তারপর রাজ্য়ে ফিরে এখানকার সরকারি স্কুলে সেইসমস্ত প্রক্রিয়া প্রয়োগ করবেন তাঁরা ৷

আরও পড়ুন: চিনা মাঞ্জা নিষিদ্ধ করল পঞ্জাব সরকার

বৃহস্পতিবার এই প্রসঙ্গে নিজের টুইটার হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো বার্তা আপলোড করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই বার্তায় তিনি জানিয়েছেন, পঞ্জাবে যখন আম আদমি পার্টির সরকার গঠিত হয়েছিল, তখনই জনতাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্য়ের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ৷ ইতিমধ্য়েই সেই প্রতিশ্রুতি পালন করতে শুরু করে দিয়েছে সরকার ৷ সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে ৷ সেইসঙ্গে, শিক্ষক, অধ্যাপক ও অধ্যক্ষদের প্রশিক্ষণের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

  • एक और गारंटी होने जा रही है पूरी… ट्रेनिंग के लिए सिंगापुर भेज रहे हैं प्रिंसिपल्स का पहला बैच...Live https://t.co/2OSI0cWZNb

    — Bhagwant Mann (@BhagwantMann) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য সরকার চাইছে, উন্নত দেশগুলিতে যেভাবে স্কুলে পঠনপাঠন হয়, ঠিক সেইভাবেই পঞ্জাবেও শিক্ষার প্রসার ঘটুক ৷ এর আগে সরকারের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান অভিভাবকরা ৷ পড়ুয়াদের সামগ্রিক বিকাশের স্বার্থেই এই পদক্ষেপ করা হয় ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র পঠনপাঠনের মানোন্নয়ন নয়, পড়ুয়াদের সামগ্রিক বিকাশই তাঁদের সরকারের লক্ষ্য ৷ প্রসঙ্গত, দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানেও সরকারি স্কুলের পঠনপাঠন লক্ষ্যণীয়ভাবে উন্নত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের ৷ এবার পঞ্জাবেও সেই ছবি দেখা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.