ETV Bharat / bharat

Stay on WFI Elections: ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে স্থগিতাদেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের

Punjab and Haryana HC Stays WFI Elections: শনিবার হতে চলা রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে স্থগিতাদেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে নির্বাচনে ভোট দেওয়ার অনুমতির বিরোধিতায় মামলা দায়ের করেছে হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশন ৷ সেই মামলার প্রেক্ষিতে নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
author img

By

Published : Aug 11, 2023, 5:50 PM IST

Updated : Aug 11, 2023, 6:25 PM IST

চণ্ডীগড়, 11 অগস্ট: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে স্থগিতাদেশ জারি করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ জারি করেছে আদালত ৷ 12 অগস্ট অর্থাৎ আগামিকাল বহু প্রতিক্ষীত এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে ডব্লিউএফআই নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশন আদালতে মামলা দায়ের করে ৷

হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আইনজীবী রবিন্দর মালিক তাঁর সওয়ালে জানান, সাংসদ দীপিন্দর হুডার নেতত্বাধীন হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশন রাজ্যের রেজিস্ট্রার্ড এবং রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার অনুমোদিত সংস্থা ৷ তিনি এও বলেন, ‘‘ডব্লিউএফআই-এর নিয়ম এবং তার সংবিধান অনুযায়ী, একটি অনুমোদিত রাজ্য সংস্থা তাদের দু’জন প্রতিনিধিকে ফেডেরেশনের নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাঠাতে পারে ৷’’

কিন্তু, আইনজীবী রবিন্দর মালিক পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জানিয়েছেন, অপেশাদার হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন নির্বাচনে তাদের ভোটাধিকার রয়েছে বলে দাবি করেছে ৷ এমনকি সেই সংস্থা নাকি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত ৷ এমনকি হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের নাকি কোনও অনুমোদন নেই বলে দাবি করেছে অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ৷ আর সেই দাবি মতো, ডব্লিউএফআই নির্বাচনে হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের কোনও ভোটাধিকার নেই ৷

আর আগামিকাল যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনের রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনের ভোটাধিকার গ্রাহ্য করেছে বলে আদালতে অভিযোগ করেছে মামলাকারীরা ৷ রিটার্নিং অফিসার জানিয়েছেন, হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের মতো হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ডব্লিউএফআই-এর অনুমোদন পাওয়ার সবরকম মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে ৷ এমনকি হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সব নিয়মনীতিতে পাশ করেছে ৷ এই যুক্তিতে হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে আগামিকালের নির্বাচনে ভোটাধিকার দিয়েছেন রিটার্নিং অফিসার ৷

আরও পড়ুন: ওড়ালেন অন্তর্ঘাতের তত্ত্ব, ইডেনেরকোনও ক্ষতি হয়নি বলে দাবি স্নেহাশিসের

হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ‘‘আমরা হাইকোর্টে রিটার্নিং অফিসারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছি ৷ আমরা বলেছি হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ডব্লিউএফআই-এর অনুমোদিত হতে পারে ৷ তবে এটি হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত কখনই নয় ৷ তাই নির্বাচনে ভোটাধিকার এই সংস্থার থাকতে পারে না ৷’’

আরও পড়ুন: গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন, পুড়ে গেল খেলোয়াড়দের জিনিসপত্র

আর তা সত্ত্বেও যদি হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে ভোটাধিকার দেওয়া হয়, তাহলে ডব্লিউএফআই-এর নির্বাচন পুরোপুরি বেআইনি হবে ৷ আর এই যুক্তিকে মান্যতা দিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 12 অগস্টের নির্বাচনে পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ৷

চণ্ডীগড়, 11 অগস্ট: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে স্থগিতাদেশ জারি করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ জারি করেছে আদালত ৷ 12 অগস্ট অর্থাৎ আগামিকাল বহু প্রতিক্ষীত এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে ডব্লিউএফআই নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশন আদালতে মামলা দায়ের করে ৷

হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আইনজীবী রবিন্দর মালিক তাঁর সওয়ালে জানান, সাংসদ দীপিন্দর হুডার নেতত্বাধীন হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশন রাজ্যের রেজিস্ট্রার্ড এবং রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার অনুমোদিত সংস্থা ৷ তিনি এও বলেন, ‘‘ডব্লিউএফআই-এর নিয়ম এবং তার সংবিধান অনুযায়ী, একটি অনুমোদিত রাজ্য সংস্থা তাদের দু’জন প্রতিনিধিকে ফেডেরেশনের নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাঠাতে পারে ৷’’

কিন্তু, আইনজীবী রবিন্দর মালিক পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জানিয়েছেন, অপেশাদার হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন নির্বাচনে তাদের ভোটাধিকার রয়েছে বলে দাবি করেছে ৷ এমনকি সেই সংস্থা নাকি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত ৷ এমনকি হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের নাকি কোনও অনুমোদন নেই বলে দাবি করেছে অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ৷ আর সেই দাবি মতো, ডব্লিউএফআই নির্বাচনে হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের কোনও ভোটাধিকার নেই ৷

আর আগামিকাল যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনের রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনের ভোটাধিকার গ্রাহ্য করেছে বলে আদালতে অভিযোগ করেছে মামলাকারীরা ৷ রিটার্নিং অফিসার জানিয়েছেন, হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের মতো হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ডব্লিউএফআই-এর অনুমোদন পাওয়ার সবরকম মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে ৷ এমনকি হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সব নিয়মনীতিতে পাশ করেছে ৷ এই যুক্তিতে হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে আগামিকালের নির্বাচনে ভোটাধিকার দিয়েছেন রিটার্নিং অফিসার ৷

আরও পড়ুন: ওড়ালেন অন্তর্ঘাতের তত্ত্ব, ইডেনেরকোনও ক্ষতি হয়নি বলে দাবি স্নেহাশিসের

হরিয়ানা রেসলিং অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ‘‘আমরা হাইকোর্টে রিটার্নিং অফিসারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছি ৷ আমরা বলেছি হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন ডব্লিউএফআই-এর অনুমোদিত হতে পারে ৷ তবে এটি হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত কখনই নয় ৷ তাই নির্বাচনে ভোটাধিকার এই সংস্থার থাকতে পারে না ৷’’

আরও পড়ুন: গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন, পুড়ে গেল খেলোয়াড়দের জিনিসপত্র

আর তা সত্ত্বেও যদি হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশনকে ভোটাধিকার দেওয়া হয়, তাহলে ডব্লিউএফআই-এর নির্বাচন পুরোপুরি বেআইনি হবে ৷ আর এই যুক্তিকে মান্যতা দিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 12 অগস্টের নির্বাচনে পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ৷

Last Updated : Aug 11, 2023, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.