ETV Bharat / bharat

Compensation for Dog Bites: কুকুর কামড়ালে মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, নির্দেশ হাইকোর্টের - পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

কুকুর কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে ৷ পঞ্জাব, হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷

ETV Bharat
কুকুড় কামড়ালেই মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:16 PM IST

চণ্ডীগড়, 14 নভেম্বর: কুকুর কামড়ালেই এবার মিলবে ক্ষতিপূরণ ৷ সেই ক্ষতিপূরণের অংকও অনেক, নূন্যতম দশ হাজার টাকা ৷ সরকারকেই দিতে হবে এই ক্ষতিপূরণ ! শুনতে অবাক লাগলেও, বাস্তব এটাই ৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ পঞ্জাব ও হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এমনকী কুকুরদের হত্যা করার ঘটনা বেড়ে চলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট ৷ এই সংক্রান্ত 193টি মামলার শুনানি শেষে মঙ্গলবার এই রায় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷

হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, কমিটি গড়তে হবে পঞ্জাব, হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে ৷ সেই কমিটিই ঠিক করবে পথকুকুর কামড়ালে তার ক্ষতিপূরণ কত হবে ৷ প্রতিটি জেলার ডেপুটি কমিশনারের নেতৃত্বে গড়তে হবে এই কমিটিগুলি ৷ হাইকোর্টের নির্দেশ, আবেদন জমা পড়ার চার মাসের মধ্যে তা খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ওই কমিটিকে ৷ তবে ক্ষতিপূরণের অঙ্ক কমপক্ষে 10 হাজার টাকা হবে বলে জানিয়েছে আদালত ৷ যদি কুকুড়ের আঁচড়ে বা কামড়ে ক্ষতস্থান গভীর হয় তবে ক্ষতিপূরণের অঙ্ক আরও বাড়বে ৷ প্রতি 0.2 সেন্টিমিটার ক্ষতের জন্য দিতে হবে 20 হাজার টাকা ৷ যদি কোনও পোষ্য কুকুর কাউকে কামড়ায় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে পোষ্যের মালিককে ৷

একইসঙ্গে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গরু, ষাঁড়, গাধা, নীলগাই, কুকুরের কারণে কোনও পথ দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে ৷ এর জন্য একটি কমিটি গড়তে হবে এই দুই রাজ্যের সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে ৷

আরও পড়ুন:

  1. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো
  2. মালিকের মৃতদেহ মর্গের ভিতরে নিয়ে যেতে দেখেছে, তাই হাসপাতালেই থাকে পোষ্য

চণ্ডীগড়, 14 নভেম্বর: কুকুর কামড়ালেই এবার মিলবে ক্ষতিপূরণ ৷ সেই ক্ষতিপূরণের অংকও অনেক, নূন্যতম দশ হাজার টাকা ৷ সরকারকেই দিতে হবে এই ক্ষতিপূরণ ! শুনতে অবাক লাগলেও, বাস্তব এটাই ৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ পঞ্জাব ও হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এমনকী কুকুরদের হত্যা করার ঘটনা বেড়ে চলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট ৷ এই সংক্রান্ত 193টি মামলার শুনানি শেষে মঙ্গলবার এই রায় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷

হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, কমিটি গড়তে হবে পঞ্জাব, হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে ৷ সেই কমিটিই ঠিক করবে পথকুকুর কামড়ালে তার ক্ষতিপূরণ কত হবে ৷ প্রতিটি জেলার ডেপুটি কমিশনারের নেতৃত্বে গড়তে হবে এই কমিটিগুলি ৷ হাইকোর্টের নির্দেশ, আবেদন জমা পড়ার চার মাসের মধ্যে তা খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ওই কমিটিকে ৷ তবে ক্ষতিপূরণের অঙ্ক কমপক্ষে 10 হাজার টাকা হবে বলে জানিয়েছে আদালত ৷ যদি কুকুড়ের আঁচড়ে বা কামড়ে ক্ষতস্থান গভীর হয় তবে ক্ষতিপূরণের অঙ্ক আরও বাড়বে ৷ প্রতি 0.2 সেন্টিমিটার ক্ষতের জন্য দিতে হবে 20 হাজার টাকা ৷ যদি কোনও পোষ্য কুকুর কাউকে কামড়ায় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে পোষ্যের মালিককে ৷

একইসঙ্গে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গরু, ষাঁড়, গাধা, নীলগাই, কুকুরের কারণে কোনও পথ দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে ৷ এর জন্য একটি কমিটি গড়তে হবে এই দুই রাজ্যের সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে ৷

আরও পড়ুন:

  1. কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো
  2. মালিকের মৃতদেহ মর্গের ভিতরে নিয়ে যেতে দেখেছে, তাই হাসপাতালেই থাকে পোষ্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.