চণ্ডীগড় (পঞ্জাব), 9 এপ্রিল: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বৃহত্তর জনগণের স্বার্থে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন ৷ পরিবর্তনে করে ফেললেন সরকারি অফিসের কাজের সময় ৷ বিদ্যুৎ সাশ্রয় করতেই তাঁর এই নয়া উদ্যোগ বলে জানা গিয়েছে ৷ আগে পঞ্জাবের সব সরকারি অফিসে কাজের সময়সীমা ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ৷ এবার সেটা পরিবর্তন করে করা হল সকাল 7.30টা থেকে দুপুর 2টা পর্যন্ত ৷ এই সময়ে যত কাজকর্ম হবে সরকারি অফিসে ৷ 2 মে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত । আপাতত 15 জুলাই পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে ।
এই নতুন নিয়ম সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, গরম পড়ে গিয়েছে ৷ প্রচণ্ড গরমের যাতে সাধারণ মানুষ সরকারি অফিসে তাদের কাজ করাতে এসে কোনও অসুবিধার মুখে না পড়েন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সকল বিভাগের সঙ্গে পরামর্শ ও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও বিশদ তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতে সাধারণ মানুষোর দৈনন্দিন কাজে কোনও বাধা সৃষ্টি হবে না ৷ নিয়মিত কাজের মাঝে সকালে এসে তারা সরকারি অফিসে তাদের কাজ করাতে পারবেন । পাশাপাশি তিনি জানান, এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদেরও সুবিধা দেবে ৷ কারণ তারা অফিসের পর সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন বেশি করে । একইভাবে ভগবন্ত মান বলেছেন, "সরকারি কর্মীরা তাদের সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন ৷"
মুখ্যমন্ত্রীর কথায়, "এই সিদ্ধান্ত পঞ্জাব সরকারের সমস্ত দফতরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ।" তাঁর অনুমান, এটি একই সময়ে প্রায় 300-350 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে ৷ কারণ সরকারি অফিসগুলিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করা হয় । ভগবন্ত মান বলেন, "পিএসপিসিএল-এর তথ্য অনুযায়ী বিদ্যুতের সর্বোচ্চ লোড দিনে দুপুর 1টার পর থেকে শুরু হয় । তাই অফিসের সময় বদল করা হয়েছে। "
আরও পড়ুন: পঞ্জাবে শান্তি বিঘ্নিতকারীরা রেহাই পাবে না, হুঁশিয়ারি কেজরির