ETV Bharat / bharat

আগামী সোমবার আস্থাভোট পুদুচেরিতে - লেফটেন্য়ান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন

আগামী সোমবার আস্থাভোট পুদুচেরিতে ৷ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারকে ৷ বৃহস্পতিবার একথা জানান লেফটেন্য়ান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন ৷

Puducherry Floor Test Monday, Says Lieutenant Governor, Amid Congress Crisis
আগামী সোমবার আস্থাভোট পুদুচেরিতে
author img

By

Published : Feb 18, 2021, 9:50 PM IST

পুদুচেরি, 18 ফেব্রুয়ারি: আগামী সোমবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে পুদুচেরির কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ৷ জিততে হবে আস্থাভোটে ৷ বৃহস্পতিবার একথা জানান লেফটেন্য়ান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন ৷ বিজেপির দাবি, পুদুচেরিতে কংগ্রেস সরকারের হাতে আর সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ সেই দাবি অনুসারেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন লেফটেন্য়ান্ট গভর্নর ৷

প্রসঙ্গত, সরকার ও বিরোধীপক্ষ, কারও হাতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই রাষ্ট্রপতি শাসন জারির অবস্থা তৈরি হয় পুদুচেরিতে ৷

বুধবারই পুদুচেরির রাজ্য়পালের পদ থেকে অপসারিত করা হয় কিরণ বেদীকে ৷ লেফটেন্য়ান্ট গভর্নরের দায়িত্ব নেন সৌন্দরারাজন ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে বৈঠকে ডাকেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেন লেফটেন্য়ান্ট গভর্নর ৷ সাফ জানিয়ে দেন, আগামী সোমবারই আস্থাভোটে সরকারকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷ ভোটাভুটি হবে ওইদিন বিকেল পাঁচটায় ৷

একটি বিবৃতি মোতাবেক, লেফটেন্য়ান্ট গভর্নর মুখ্য়মন্ত্রীকে জানিয়েছেন, শুধুমাত্র একটি কারণেই অধিবেশন বসবে ৷ সরকারের এখনও ক্ষমতায় থাকার অধিকার আছে কি না, সেটাই প্রমাণ করতে হবে ৷

আরও পড়ুন: ''পবিত্র কর্তব্য পালন করেছি'', বিদায়ি বার্তা কিরণ বেদীর

প্রসঙ্গত, মোট 33 আসনের পুদুচেরি বিধানসভায় কংগ্রেসের সাংসদ ছিলেন 15 জন ৷ তাঁদের সঙ্গেই ছিলেন ডিএমকে-র তিন এবং এক নির্দল বিধায়ক ৷ সব মিলিয়ে সরকারের হাতে ছিলেন 19 জন বিধায়ক ৷ যা ম্য়াজিক ফিগার 16-এর থেকে সামান্য় বেশি ৷

ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চার কংগ্রেস বিধায়ক ৷ ফলে সরকারের হাতে রয়েছেন মাত্র 15 জন ৷ যা ম্য়াজিক ফিগারের থেকে এক কম ৷ এদিকে, চলতি বছরের মে মাসেই পড়শি তামিলনাড়ুর সঙ্গে ভোট হবে পুদুচেরিতেও ৷

পুদুচেরি, 18 ফেব্রুয়ারি: আগামী সোমবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে পুদুচেরির কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ৷ জিততে হবে আস্থাভোটে ৷ বৃহস্পতিবার একথা জানান লেফটেন্য়ান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন ৷ বিজেপির দাবি, পুদুচেরিতে কংগ্রেস সরকারের হাতে আর সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ সেই দাবি অনুসারেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন লেফটেন্য়ান্ট গভর্নর ৷

প্রসঙ্গত, সরকার ও বিরোধীপক্ষ, কারও হাতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই রাষ্ট্রপতি শাসন জারির অবস্থা তৈরি হয় পুদুচেরিতে ৷

বুধবারই পুদুচেরির রাজ্য়পালের পদ থেকে অপসারিত করা হয় কিরণ বেদীকে ৷ লেফটেন্য়ান্ট গভর্নরের দায়িত্ব নেন সৌন্দরারাজন ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে বৈঠকে ডাকেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেন লেফটেন্য়ান্ট গভর্নর ৷ সাফ জানিয়ে দেন, আগামী সোমবারই আস্থাভোটে সরকারকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷ ভোটাভুটি হবে ওইদিন বিকেল পাঁচটায় ৷

একটি বিবৃতি মোতাবেক, লেফটেন্য়ান্ট গভর্নর মুখ্য়মন্ত্রীকে জানিয়েছেন, শুধুমাত্র একটি কারণেই অধিবেশন বসবে ৷ সরকারের এখনও ক্ষমতায় থাকার অধিকার আছে কি না, সেটাই প্রমাণ করতে হবে ৷

আরও পড়ুন: ''পবিত্র কর্তব্য পালন করেছি'', বিদায়ি বার্তা কিরণ বেদীর

প্রসঙ্গত, মোট 33 আসনের পুদুচেরি বিধানসভায় কংগ্রেসের সাংসদ ছিলেন 15 জন ৷ তাঁদের সঙ্গেই ছিলেন ডিএমকে-র তিন এবং এক নির্দল বিধায়ক ৷ সব মিলিয়ে সরকারের হাতে ছিলেন 19 জন বিধায়ক ৷ যা ম্য়াজিক ফিগার 16-এর থেকে সামান্য় বেশি ৷

ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চার কংগ্রেস বিধায়ক ৷ ফলে সরকারের হাতে রয়েছেন মাত্র 15 জন ৷ যা ম্য়াজিক ফিগারের থেকে এক কম ৷ এদিকে, চলতি বছরের মে মাসেই পড়শি তামিলনাড়ুর সঙ্গে ভোট হবে পুদুচেরিতেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.