বেঙ্গালুরু, 18 অক্টোবর: বেঙ্গালুরুর একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা কর্মীরা ৷ জীবন বাঁচাতে বিল্ডিং থেকে ঝাঁপ দেন এক যুবক ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে ৷ পানশালার রান্নাঘর থেকে আগুনটি লেগেছে বলে সূত্রের খবর ৷
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কোরমঙ্গলার কাছে মাড পাইপ বিল্ডিংয়ে এদিন সকালে আগুন লাগে ৷ তাতে ভবনের উপরের তলা সম্পূর্ণ পুড়ে যায় । আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা কর্মীরা ৷ সঙ্গে সঙ্গে তাঁরা পানশালা থেকে বেরিয়ে আসেন । তবে তাঁদের মধ্যে একজন পানশালার উপর তলা থেকে আতঙ্কে নীচে ঝাঁপ দেন ৷ রান্নাঘরে প্রথমে আগুন লাগে ৷ এরপর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র পানশালায়। অগ্নিকাণ্ডের জেরে পানশালার সমস্ত আসবাবপত্রে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে । রান্নার সময় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়ার আশংকা ছিল এবং তবে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন: ফতেপুর রান্নার গ্যসের পাইপ লিক করে আগুন, পুড়ে মৃত্যু মা ও দুই শিশুর
প্রসঙ্গত, দু'দিন আগে উত্তরপ্রদেশের ফতেপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয় ৷ রান্নার গ্যাসের পাইপ লিক হয়ে ওই গৃহস্থ বাড়িতে আগুন লেগে যায় ৷ ওই সময় মহিলা রান্না করছিলেন বলে জানা গিয়েছিল ৷ সন্তান দু'জন মায়ের সঙ্গেই রান্নাঘরেই ছিল ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা সেখান থেকে পালাতে ব্যর্থ হয় ৷ ফলে ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় তিনজনের ৷ ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে ৷