চেন্নাই, 26 নভেম্বর: সফল উৎক্ষেপণ হল পিএসএলভি-সি54 রকেটের (PSLV C54) ৷ শনিবার সকালে এই রকেটটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় ৷ ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে যে ওই রকেটে পাঠানো ওসিয়ানেট (Oceansat) এবং অন্য 8টি উপগ্রহ (Satellite) নিজস্ব কক্ষপথে পৌঁছেও গিয়েছে ৷
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চপ্যাড থেকে এই উৎক্ষেপণ শনিবার বেলা 11টা 56 মিনিটে হয় ৷ এটা পিএসএলভি-র 56তম উৎক্ষেপণ ৷ এবার উপগ্রহ পাঠানো হয়েছে পিএসএলভির নয়া সংস্করণ এক্সএল-এর মাধ্যমে ৷ পিএসএলভি-এক্সএল এর এটা আবার 26তম উৎক্ষেপণ ৷
এই ওসিয়ানেট উপগ্রহটি আসলে আর্থ অবজারভেশন স্যাটেলাইট (Earth Observation Satellite) ৷ এই উপগ্রহ কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হওয়ায় খুশি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ এদিন ইসরোর মিশন কন্ট্রোল সেন্টারে দেওয়া ভাষণে তিনি এই কথা জানিয়েছেন ৷ এদিন একসঙ্গে ন‘টি উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে ৷ প্রতিটিই সফলভাবে নিজস্ব কক্ষপথে স্থাপিত হওয়ায় পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: 10টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ISRO