ETV Bharat / bharat

করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার - প্রিয়াঙ্কা গান্ধি

উত্তর প্রদেশে করোনার পরীক্ষা কম হচ্ছে ও ওই রাজ্যে হাসপাতালগুলিতে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ বেডের সংখ্যাও কম বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি ৷ তাই যোগী আদিত্যনাথ চিঠির মাধ্যমে 10টি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷

করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার
করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার
author img

By

Published : Apr 27, 2021, 5:33 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল : করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় উদ্বিগ্ন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি দলের উত্তর প্রদেশের দায়িত্বে ৷ তাই উত্তর প্রদেশে করোনা সংক্রমণ নিয়ে চিন্তা ব্যক্ত করে তিনি চিঠি লিখেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷

উত্তর প্রদেশে করোনার পরীক্ষা কম হচ্ছে ও ওই রাজ্যে হাসপাতালগুলিতে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ বেডের সংখ্যাও কম বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি ৷ তাই যোগী আদিত্যনাথ চিঠির মাধ্যমে 10টি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷

চিঠিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘মানবিকতার খাতিরে করোনার বিরুদ্ধে লড়াই মানুষকে একা ছেড়ে দিলে চলবে না ৷ আপনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত ৷ এই সংকটের সময়ে সরকারি সমস্ত ব্যবস্থাকে ব্যবহার করুন ৷ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না ৷’’

সম্প্রতি উত্তর প্রদেশ সরকার জানিয়েছে যে করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ালে শাস্তি দেওয়া হবে ৷ যোগী সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা ৷ এর বদলে সংক্রমণ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন : নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের

উত্তর প্রদেশে করোনা পরীক্ষার হার অনেক কম বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন ৷ উত্তর প্রদেশের জনসংখ্যা 23 কোটি ৷ কংগ্রেসের ওই নেত্রীর দাবি, সেখানে সরকারি করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 126 ৷ আর 115টি বেসরকারি কেন্দ্র থেকে করোনার পরীক্ষা করা হচ্ছে ৷ একই সঙ্গে উত্তর প্রদেশে করোনার টিকা দেওয়ার কাজের গতি কম বলেও অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

নয়াদিল্লি, 27 এপ্রিল : করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় উদ্বিগ্ন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি দলের উত্তর প্রদেশের দায়িত্বে ৷ তাই উত্তর প্রদেশে করোনা সংক্রমণ নিয়ে চিন্তা ব্যক্ত করে তিনি চিঠি লিখেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷

উত্তর প্রদেশে করোনার পরীক্ষা কম হচ্ছে ও ওই রাজ্যে হাসপাতালগুলিতে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ বেডের সংখ্যাও কম বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি ৷ তাই যোগী আদিত্যনাথ চিঠির মাধ্যমে 10টি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷

চিঠিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘মানবিকতার খাতিরে করোনার বিরুদ্ধে লড়াই মানুষকে একা ছেড়ে দিলে চলবে না ৷ আপনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত ৷ এই সংকটের সময়ে সরকারি সমস্ত ব্যবস্থাকে ব্যবহার করুন ৷ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না ৷’’

সম্প্রতি উত্তর প্রদেশ সরকার জানিয়েছে যে করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ালে শাস্তি দেওয়া হবে ৷ যোগী সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা ৷ এর বদলে সংক্রমণ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন : নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের

উত্তর প্রদেশে করোনা পরীক্ষার হার অনেক কম বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন ৷ উত্তর প্রদেশের জনসংখ্যা 23 কোটি ৷ কংগ্রেসের ওই নেত্রীর দাবি, সেখানে সরকারি করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 126 ৷ আর 115টি বেসরকারি কেন্দ্র থেকে করোনার পরীক্ষা করা হচ্ছে ৷ একই সঙ্গে উত্তর প্রদেশে করোনার টিকা দেওয়ার কাজের গতি কম বলেও অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.