ETV Bharat / bharat

মহামারিতে জ্বালানির দাম বাড়িয়ে 8 লাখ কোটি আয় কেন্দ্রের, অভিযোগ প্রিয়াঙ্কার - জ্বালানির দাম

প্রিয়াঙ্কা নিজের পোস্টে লেখেন, "2021-এ প্রতি লিটার পেট্রল ও ডিজ়েল পিছু 33 ও 32 টাকা কর ধার্য করেছে বিজেপি সরকার ৷ বর্তমান সরকার আবাগারি কর বাড়িয়েছে বারো গুণ ৷ এর ফলে 2020-21 অর্থবর্ষে 8 লাখ কোটি টাকার কর আদায় করা হয়েছে ৷ যা 2014 সালের সরকারের এই খাত থেকে আয়ের 300 শতাংশ বেশি ৷ "

priyanka gandhi vadra slams-centre-over-fuel-prices
priyanka gandhi vadra slams-centre-over-fuel-prices
author img

By

Published : Jun 27, 2021, 10:02 PM IST

নয়া দিল্লি, 27 জুন : জ্বালানির মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া ৷ তাঁর মতে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে কর আয় করা সাধারণ মানুষকে 'লুট' করার সমান ৷

একটি ফেসবুক পোস্টে প্রিয়াঙ্কা উল্লেখ করেন, 2013 সালে যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ছিল ব্যারেল পিছু 101 ডলার ৷ তখন সাধারণ মানুষ 66 টাকা প্রতি লিটারে পেট্রল পেয়েছে, অন্যদিকে ডিজ়লের দাম ছিল 51 টাকা প্রতি লিটার ৷ তৎকালীন কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রল ও ডিজ়েল পিছু 9 ও 3 টাকা কর ধার্য করেছিল ৷

প্রিয়াঙ্কা নিজের পোস্টে লেখেন, "2021-এ প্রতি লিটার পেট্রল ও ডিজ়েল পিছু 33 ও 32 টাকা কর ধার্য করেছে বিজেপি সরকার ৷ বর্তমান সরকার আবাগারি কর বাড়িয়েছে বারো গুণ ৷ এর ফলে 2020-21 অর্থবর্ষে 8 লাখ কোটি টাকার কর আদায় করা হয়েছে ৷ যা 2014 সালের সরকারের এই খাত থেকে আয়ের 300 শতাংশ বেশি ৷ "

বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, "2020 সালে এপ্রিল মাসে ব্যারেল প্রতি 19 ডলার দাম ছিল ক্রুড ওয়েলের ৷ যদিও কেন্দ্রীয় সরকার সেই সুবিধা দেয়নি সাধারণ মানুষকে ৷ বরং নিজেদের ও জ্বালানি সংস্থাগুলির পকেট ভরেছে ৷"

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগরে বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, "আজকেও যখন আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম 2014 সালের থেকে কম, তখন পেট্রল, ডিজ়লের দাম 50 গুণ বাড়ানো হয়েছে ৷ যখন মহামারির কারণে আমার-আপনার পকেটে পয়সা নেই, তখন কেন্দ্রীয় সরকার আমাদের থেকে 8 লাখ কোটি টাকা কামিয়ে নিয়েছে ৷ "

নয়া দিল্লি, 27 জুন : জ্বালানির মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া ৷ তাঁর মতে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে কর আয় করা সাধারণ মানুষকে 'লুট' করার সমান ৷

একটি ফেসবুক পোস্টে প্রিয়াঙ্কা উল্লেখ করেন, 2013 সালে যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ছিল ব্যারেল পিছু 101 ডলার ৷ তখন সাধারণ মানুষ 66 টাকা প্রতি লিটারে পেট্রল পেয়েছে, অন্যদিকে ডিজ়লের দাম ছিল 51 টাকা প্রতি লিটার ৷ তৎকালীন কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রল ও ডিজ়েল পিছু 9 ও 3 টাকা কর ধার্য করেছিল ৷

প্রিয়াঙ্কা নিজের পোস্টে লেখেন, "2021-এ প্রতি লিটার পেট্রল ও ডিজ়েল পিছু 33 ও 32 টাকা কর ধার্য করেছে বিজেপি সরকার ৷ বর্তমান সরকার আবাগারি কর বাড়িয়েছে বারো গুণ ৷ এর ফলে 2020-21 অর্থবর্ষে 8 লাখ কোটি টাকার কর আদায় করা হয়েছে ৷ যা 2014 সালের সরকারের এই খাত থেকে আয়ের 300 শতাংশ বেশি ৷ "

বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, "2020 সালে এপ্রিল মাসে ব্যারেল প্রতি 19 ডলার দাম ছিল ক্রুড ওয়েলের ৷ যদিও কেন্দ্রীয় সরকার সেই সুবিধা দেয়নি সাধারণ মানুষকে ৷ বরং নিজেদের ও জ্বালানি সংস্থাগুলির পকেট ভরেছে ৷"

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগরে বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, "আজকেও যখন আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম 2014 সালের থেকে কম, তখন পেট্রল, ডিজ়লের দাম 50 গুণ বাড়ানো হয়েছে ৷ যখন মহামারির কারণে আমার-আপনার পকেটে পয়সা নেই, তখন কেন্দ্রীয় সরকার আমাদের থেকে 8 লাখ কোটি টাকা কামিয়ে নিয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.