লেপচা (হিমাচল প্রদেশে), 12 নভেম্বর: সীমান্ত ততক্ষণ নিরাপদ যতক্ষণ সেখানে সাহসী ভারতীয় সৈন্যরা পাহারায় রয়েছেন ৷ হিমাচলের লেপচায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিবার বলেন, "ভারত প্রতিরক্ষা খাতে বিশ্বের কাছে বড় খেলোয়াড় হিসাবে পরিচিত হচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ক্রমাগত বাড়ছে ৷ বিশ্বের পরিস্থিতি এমন যে ভারতের প্রতি ক্রমাগত সকলের প্রত্যাশা বাড়ছে । এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ভারতের সীমানা সুরক্ষিত করা প্রয়োজন ৷ দেশে শান্তির পরিবেশ রয়েছে ৷ আর এই পরিবেশ বজায় থাকার জন্য সৈন্যদের একটি বড় ভূমিকা রয়েছে ৷"
-
#WATCH | Lepcha, Himachal Pradesh: Prime Minister Narendra Modi says, "I come and celebrate Diwali every year with our security forces. It is said that Ayodhya is where Lord Ram is, but for me, the festival is where our security forces are...I have not celebrated any Diwali for… pic.twitter.com/ebXl08V4Mi
— ANI (@ANI) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Lepcha, Himachal Pradesh: Prime Minister Narendra Modi says, "I come and celebrate Diwali every year with our security forces. It is said that Ayodhya is where Lord Ram is, but for me, the festival is where our security forces are...I have not celebrated any Diwali for… pic.twitter.com/ebXl08V4Mi
— ANI (@ANI) November 12, 2023#WATCH | Lepcha, Himachal Pradesh: Prime Minister Narendra Modi says, "I come and celebrate Diwali every year with our security forces. It is said that Ayodhya is where Lord Ram is, but for me, the festival is where our security forces are...I have not celebrated any Diwali for… pic.twitter.com/ebXl08V4Mi
— ANI (@ANI) November 12, 2023
প্রধানমন্ত্রী প্রত্যেক বছর সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন ৷ এর জন্য তিনি বিভিন্ন সীমান্ত এলাকায় যান ৷ এবারও তার অন্যথা হয়নি, নরেন্দ্র মোদি সেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে রবিবার সকালে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছন । সেখানে তিনি সেনাদের সঙ্গে আলাপচারিতা করেন ৷ এরপর তাঁকে সেনা জওয়ানদের মিষ্টি মুখ করাতেও দেখা যায় ৷ সেই ছবি প্রধানমন্ত্রী মোদি খোদ তাঁর এক্স পেজে শেয়ার করেছেন ।
-
The courage of our security forces is unwavering. Stationed in the toughest terrains, away from their loved ones, their sacrifice and dedication keep us safe and secure. India will always be grateful to these heroes who are the perfect embodiment of bravery and resilience. pic.twitter.com/Ve1OuQuZXY
— Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The courage of our security forces is unwavering. Stationed in the toughest terrains, away from their loved ones, their sacrifice and dedication keep us safe and secure. India will always be grateful to these heroes who are the perfect embodiment of bravery and resilience. pic.twitter.com/Ve1OuQuZXY
— Narendra Modi (@narendramodi) November 12, 2023The courage of our security forces is unwavering. Stationed in the toughest terrains, away from their loved ones, their sacrifice and dedication keep us safe and secure. India will always be grateful to these heroes who are the perfect embodiment of bravery and resilience. pic.twitter.com/Ve1OuQuZXY
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, "হিমাচল প্রদেশের লেপচাতে আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানো গর্বের বিষয় । পরিবার থেকে দূরে থেকে নিজেদের জীবনকে উৎসর্গ করে জাতির এই অভিভাবকরা আমাদের জীবনকে আলোকিত করে চলেছে ৷ আমাদের সেনা বাহিনীর সাহস অটুট । কঠিন পরিস্থিতর মধ্যে থেকেও তাঁরা আমাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখে ৷ ভারত সর্বদা এই বীরেদের প্রতি কৃতজ্ঞ থাকবে, যারা সাহসিকতা এবং সহনশীলতার প্রতীক ।"
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) পোশাকে এদিন লেপচাতে মোদিকে দেখা গিয়েছে ৷ মোদি সৈন্যদের বলেন, "স্বাধীনতার পরেও এই সেনা জওয়ানরা অনেক যুদ্ধে লড়েছে এবং দেশের হৃদয় জয় করেছে... ৷ আমাদের জওয়ানরা চ্যালেঞ্জের মুখোনুখি হয়েও জয় ছিনিয়ে নিয়ে এসেছে ৷ এটা বলা হয় যে 'পার্বন'সেখানে হয় যেখানে 'পরিবার' আছে । তবে পরিবার থেকে উৎসবের দিনে দূরে সীমান্তে কর্তব্য পালন করায় দেশ আপনাদের কাছে ঋণী ৷"
প্রধানমন্ত্রী জানান, বিগত 30-35 বছর ধরে তিনি এমন কোনও দীপাবলি নেই যা সেনা জওয়ানদের সঙ্গে উদযাপন করেননি । তাঁর কথায়, "আমি যখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলাম না তখনও আমি সীমান্ত এলাকায় এসে আপনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছি ৷ ভারতের সৈন্যরা সর্বদা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়েছে এবং সর্বদা প্রমাণ করেছে যে তারা সীমান্তে সবচেয়ে শক্তিশালী প্রাচীর ৷" প্রধানমন্ত্রী এ দিন ভূমিকম্প কবলিত এলাকায় এবং অন্যান্য দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন ।
আরও পড়ুন: