ETV Bharat / bharat

Noida Airport : উত্তরপ্রদেশে ভোটের আগে নয়ডা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর - নরেন্দ্র মোদি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর

2024 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই চালু হয়ে যাবে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (Noida International Airport) ৷ বৃহস্পতিবার সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi at Uttar Pradesh) ৷ তুলে ধরেন যোগী জমানায় উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান ৷

prime minister narendra modi lays foundation stone for noida international airport
Noida International Airport : উত্তরপ্রদেশে ভোটের আগে নয়ডা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 25, 2021, 7:15 PM IST

Updated : Nov 25, 2021, 7:34 PM IST

জেবর, 25 নভেম্বর : পূর্বতন বিভিন্ন সরকারের আমলে অন্ধকারে ডুবে ছিল উত্তরপ্রদেশ ৷ চিরকালই বঞ্চিত হতে হয়েছে ৷ তবে এখন সময় বদলেছে ৷ উত্তরপ্রদেশ সেটাই পাচ্ছে, যেটা তার পাওয়া উচিত ৷ ‘ডাবল ইঞ্জিন’-এর বিজেপি সরকারের আমলে আন্তর্জাতিকস্তরে খ্যাতি লাভ করছে এই রাজ্য ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on Uttar Pradesh Development) ৷

আরও পড়ুন : Yamuna Expressway To Be Renamed: ‘রামরাজ্যে’ ব্রাহ্মণ ভোট টানতে নাম বদলে যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে বাজপেয়ীর নামে

এদিন উত্তরপ্রদেশের জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (Noida International Airport) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ যা এশিয়া মহাদেশের অন্যতম বড় বিমানবন্দর হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে যোগী জমানায় উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ তাঁর দাবি, আগামিদিনে এই বিমানবন্দর দেশের অন্যতম প্রধান রফতানি কেন্দ্রে পরিণত হবে ৷ এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরাও সরাসরি বিদেশের বাজারে তাঁদের পণ্য বিক্রি করার সুযোগ পাবেন ৷

মোদি জানিয়েছেন, 2024 সালের মধ্যেই নয়ডা বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়ে যাবে এবং এই বিমানবন্দর উত্তর ভারতের প্রবেশদ্বারে পরিণত হবে ৷ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট আসন্ন ৷ তার ঠিক আগেই নয়ডায় বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন ৷ যদিও এই প্রসঙ্গে মোদির বক্তব্য হল, ‘‘পরিকাঠামো তৈরি আমাদের কাছে রাজনীতি নয়, তা আসলে জাতীয় নীতির অঙ্গ ৷ কোনও প্রকল্পই যাতে মাঝপথে আটকে না যায়, ঝুলে না থাকে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ৷ আমরা আপ্রাণ চেষ্টা করব, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়ে যায় ৷’’

বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে বিরোধীদেরও একহাত নেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল আছে, যারা সবসময়েই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে ৷ তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির কথা, নিজেদের উন্নতির কথা এবং নিজেদের পরিবারের কথা ভাবে ৷ কিন্তু, আমাদের কাছে রাষ্ট্রের স্বার্থই প্রধান এবং প্রাথমিক লক্ষ্য ৷ সকলের সঙ্গ, সকলের উন্নতি, সকলের বিশ্বাস এবং সকলের প্রচেষ্টাই হল আমাদের মন্ত্র ৷’’

আরও পড়ুন : Narendra Modi : মাহোবায় 3240 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদির

সূত্রের দাবি, 2024 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই নয়ডা বিমানবন্দর চালু হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে বছরে 1 কোটি 20 লক্ষ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করবেন ৷ 1 হাজার 330 একর জমিতে এই বিমানবন্দর গড়ে তোলা হবে ৷

জেবর, 25 নভেম্বর : পূর্বতন বিভিন্ন সরকারের আমলে অন্ধকারে ডুবে ছিল উত্তরপ্রদেশ ৷ চিরকালই বঞ্চিত হতে হয়েছে ৷ তবে এখন সময় বদলেছে ৷ উত্তরপ্রদেশ সেটাই পাচ্ছে, যেটা তার পাওয়া উচিত ৷ ‘ডাবল ইঞ্জিন’-এর বিজেপি সরকারের আমলে আন্তর্জাতিকস্তরে খ্যাতি লাভ করছে এই রাজ্য ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on Uttar Pradesh Development) ৷

আরও পড়ুন : Yamuna Expressway To Be Renamed: ‘রামরাজ্যে’ ব্রাহ্মণ ভোট টানতে নাম বদলে যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে বাজপেয়ীর নামে

এদিন উত্তরপ্রদেশের জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (Noida International Airport) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ যা এশিয়া মহাদেশের অন্যতম বড় বিমানবন্দর হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে যোগী জমানায় উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ তাঁর দাবি, আগামিদিনে এই বিমানবন্দর দেশের অন্যতম প্রধান রফতানি কেন্দ্রে পরিণত হবে ৷ এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরাও সরাসরি বিদেশের বাজারে তাঁদের পণ্য বিক্রি করার সুযোগ পাবেন ৷

মোদি জানিয়েছেন, 2024 সালের মধ্যেই নয়ডা বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়ে যাবে এবং এই বিমানবন্দর উত্তর ভারতের প্রবেশদ্বারে পরিণত হবে ৷ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট আসন্ন ৷ তার ঠিক আগেই নয়ডায় বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন ৷ যদিও এই প্রসঙ্গে মোদির বক্তব্য হল, ‘‘পরিকাঠামো তৈরি আমাদের কাছে রাজনীতি নয়, তা আসলে জাতীয় নীতির অঙ্গ ৷ কোনও প্রকল্পই যাতে মাঝপথে আটকে না যায়, ঝুলে না থাকে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ৷ আমরা আপ্রাণ চেষ্টা করব, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়ে যায় ৷’’

বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে বিরোধীদেরও একহাত নেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল আছে, যারা সবসময়েই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে ৷ তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির কথা, নিজেদের উন্নতির কথা এবং নিজেদের পরিবারের কথা ভাবে ৷ কিন্তু, আমাদের কাছে রাষ্ট্রের স্বার্থই প্রধান এবং প্রাথমিক লক্ষ্য ৷ সকলের সঙ্গ, সকলের উন্নতি, সকলের বিশ্বাস এবং সকলের প্রচেষ্টাই হল আমাদের মন্ত্র ৷’’

আরও পড়ুন : Narendra Modi : মাহোবায় 3240 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদির

সূত্রের দাবি, 2024 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই নয়ডা বিমানবন্দর চালু হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে বছরে 1 কোটি 20 লক্ষ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করবেন ৷ 1 হাজার 330 একর জমিতে এই বিমানবন্দর গড়ে তোলা হবে ৷

Last Updated : Nov 25, 2021, 7:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.