ETV Bharat / bharat

প্রত্যর্পণের সম্ভাবনা, চোক্সিকে অ্যান্টিগায় ফেরাতে নারাজ সে দেশের প্রধানমন্ত্রী - অ্যান্টিগা

সম্প্রতি অ্যান্টিগা থেকে নাটকীয়ভাবে নিখোঁজ হন হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ যদিও এদিন কিউবায় পালানোর পথে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে আটক করা হয়েছে তাঁকে ৷ এই অবস্থায় অ্যান্টিগা ও বারবুডা, ডমিনিকা ও ভারত সরকার চোক্সির প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে ৷

prime-minister-gaston-browne-is-reluctant-to-return-choksi-to-antigua
prime-minister-gaston-browne-is-reluctant-to-return-choksi-to-antigua
author img

By

Published : May 27, 2021, 3:43 AM IST

অ্যান্টিগা, 27 মে : 14 হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে ভারতে প্রত্যার্পণ করা হবে ৷ জানালেন অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন ৷ তিনি বলেন, এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে সংযোগ রাখছে ডমিনিকা প্রশাসন ৷ যেখান থেকে তাঁকে আটক করা হয়েছে ৷

সম্প্রতি অ্যান্টিগা থেকে নাটকীয়ভাবে নিখোঁজ হন হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ যদিও এদিন কিউবায় পালানোর পথে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে আটক করা হয়েছে তাঁকে ৷ এই অবস্থায় অ্যান্টিগা ও বারবুডা, ডমিনিকা ও ভারত সরকার চোক্সির প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পলাতক চোক্সি এবার নিখোঁজ অ্যান্টিগায়, খোঁজ নিচ্ছে সিবিআই

এই বিষয়ে অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন বলেন, "তাঁকে (মেহুল চোক্সি) ডমিনিকায় দেখা গিয়েছে ৷ সম্ভবত বেআইনিভাবে ডমিনিকায় পৌঁছেছেন তিনি ৷ আমরা মেহুল চোক্সিকে অ্যান্টিগায় ফেরাতে চাই না ৷ ডমিনিকা থেকে চোক্সিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ইতিমধ্যে এই বিষয়ে ডমিনিকা সরকারকে অনুরোধ করেছি ৷"

অ্যান্টিগা, 27 মে : 14 হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে ভারতে প্রত্যার্পণ করা হবে ৷ জানালেন অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন ৷ তিনি বলেন, এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে সংযোগ রাখছে ডমিনিকা প্রশাসন ৷ যেখান থেকে তাঁকে আটক করা হয়েছে ৷

সম্প্রতি অ্যান্টিগা থেকে নাটকীয়ভাবে নিখোঁজ হন হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ যদিও এদিন কিউবায় পালানোর পথে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে আটক করা হয়েছে তাঁকে ৷ এই অবস্থায় অ্যান্টিগা ও বারবুডা, ডমিনিকা ও ভারত সরকার চোক্সির প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পলাতক চোক্সি এবার নিখোঁজ অ্যান্টিগায়, খোঁজ নিচ্ছে সিবিআই

এই বিষয়ে অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন বলেন, "তাঁকে (মেহুল চোক্সি) ডমিনিকায় দেখা গিয়েছে ৷ সম্ভবত বেআইনিভাবে ডমিনিকায় পৌঁছেছেন তিনি ৷ আমরা মেহুল চোক্সিকে অ্যান্টিগায় ফেরাতে চাই না ৷ ডমিনিকা থেকে চোক্সিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ইতিমধ্যে এই বিষয়ে ডমিনিকা সরকারকে অনুরোধ করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.