ETV Bharat / bharat

Ujjain Shocker: ধর্ষিতা-বিবস্ত্র বালিকাকে 50-100 দিয়ে দায় সারেন মানুষ, কাপড় দিয়ে হাসপাতালে নেন পুরোহিত - পুরোহিত

Ujjain Minor Rape Case: উজ্জয়িনীর ধর্ষিতা ও প্রায় নগ্ন অসহায় বালিকা যখন একটু আশ্রয়, একটু নিরাপত্তার জন্য আকুতি জানিয়েছিল, তখন তাকে 50-100 হাতে দিয়ে মনুষ্যত্বের দায় সারেন মানুষজন ৷ একজন পুরোহিত ওই নাবালিকাকে একটি কাপড় দেন লজ্জা নিবারণের জন্য ৷ নিয়ে যান হাসপাতালে ৷

Ujjain Shocker
উজ্জয়িনীর নাবালিকা ধর্ষণ কাণ্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 7:13 PM IST

Updated : Sep 28, 2023, 11:02 PM IST

ভোপাল, 28 সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মর্মান্তিক ঘটনা মাথা হেঁট করে দিয়েছে গোটা দেশের নাগরিক সমাজের ৷ রক্তাক্ত ও প্রায় নগ্ন অবস্থায় একটু সাহায্যের জন্য আকুতি জানিয়েছিল অসহায় ধর্ষিতা বালিকা ৷ কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি ৷ জানলে তাজ্জব হয়ে যাবেন, দু-একজন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ৷ কিন্তু জামাকাপড় দিয়ে নয়, ওই কন্যার হাতে 50-100 টাকা দিয়ে মনুষ্যত্বের দায় সারতে চেয়েছিলেন তাঁরা ৷ অবশেষে এক পুরোহিত এগিয়ে এসে একটি কাপড় দিয়ে ঢেকে দেন বালিকার শরীর ৷ তাকে কিছু খাইয়ে নিয়ে যান হাসপাতালে ৷ খবর দেন পুলিশে ৷

ভাইরাল হওয়া সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে রক্তাক্ত অবস্থায় ওই বালিকা এক টুকরো কাপড়ে কোনও রকমে শরীরের একাংশ ঢেকে একটু সাহায্যের জন্য মিনতি করছে ৷ তবে কেউ তাকে সাহায্য করেনি ৷ জানতে চায়নি কেন তার এই অবস্থা ৷ সে সাহায্য চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে । একটু পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে ভিক্ষে চেয়েছে ৷ কিন্তু দু-একজন তার হাতে 50-100 টাকা গুঁজে দেওয়া ছাড়া আর কিছু করেনি ৷

এই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, তার কাছ থেকে যে 120 টাকা পাওয়া গিয়েছিল, তা জনগণের দেওয়া ভিক্ষে থেকে প্রাপ্ত ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রক্তে ভেজা মেয়েটি ধীরে ধীরে কলোনির দিকে আসছে । সে সেখানে একটি বাড়িতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কিছু একটা বলে । বোঝাই যাচ্ছে যে, ওই নাবালিকা সাহায্য চাইছিল ৷ কিন্তু ওই ব্যক্তি মেয়েটিকে বলে এগিয়ে যেতে ৷

আরও পড়ুন: উজ্জয়িনীতে আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরেও সাহায্য পেল না ধর্ষিতা নাবালিকা ! তদন্তে পুলিশ

150টিরও বেশি ক্যামেরায় তল্লাশি চালিয়ে ওই ভিডিয়োটি সামনে এসেছে । মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে সেই ভিডিয়ো ৷ অসহায় মেয়েটির তখন একটা কাপড়ের দরকার ছিল, নিরাপত্তার দরকার ছিল ৷ প্রয়োজন ছিল চিকিৎসার ৷ পুলিশ বলছে, মেয়েটিকে সেই সাহায্য কেউ করেনি ৷ বালিকা একটি টোল বুথের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে টাকা দেন ৷ এ রকম আরও কয়েকজন দিয়েছেন ৷ কিন্তু তখন টাকার দরকার ছিল না ওই কন্যার ৷ পুলিশ এই বালিকার কাছ থেকে 120 টাকা পেয়েছে ৷

পুলিশের রেকর্ড করা সাধারণ মানুষের জবানবন্দিতে দেখা যাচ্ছে যে, মেয়েটি ক্রমাগত বলছিল কেউ তাকে অনুসরণ করছে । সে বিপদে পড়েছে । কেউ তার পিছু নিয়েছে ৷ কোনও একটি বাড়িতে আশ্রয় চেয়েছিল মেয়েটি ৷ কিন্তু কেউ তাকে সেই নিরাপত্তা বা আশ্রয় দেয়নি ৷

উজ্জয়িনীর পুলিশসুপার শচীন শর্মা বলেন যে, "আসলে মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া ছিল । কেউ কেউ আর্থিক সাহায্য করেছেন । কিন্তু আমাদের রেকর্ড করা জবানবন্দি থেকে জানা গিয়েছে যে, মেয়েটি ক্রমাগত বলছিল যে সে বিপদে পড়েছে । সে সময় কী হয়েছিল তা সে বলতে পারেনি । পরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় ।" এসপি শচীন শর্মা বলেন যে, ভিডিয়োটি দেখার পাশাপাশি তাঁরা ওই ভিডিয়োতে যে লোকেদের দেখা গিয়েছে, তাঁদের বিষয়েও তদন্ত করছেন ৷

ভোপাল, 28 সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মর্মান্তিক ঘটনা মাথা হেঁট করে দিয়েছে গোটা দেশের নাগরিক সমাজের ৷ রক্তাক্ত ও প্রায় নগ্ন অবস্থায় একটু সাহায্যের জন্য আকুতি জানিয়েছিল অসহায় ধর্ষিতা বালিকা ৷ কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি ৷ জানলে তাজ্জব হয়ে যাবেন, দু-একজন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ৷ কিন্তু জামাকাপড় দিয়ে নয়, ওই কন্যার হাতে 50-100 টাকা দিয়ে মনুষ্যত্বের দায় সারতে চেয়েছিলেন তাঁরা ৷ অবশেষে এক পুরোহিত এগিয়ে এসে একটি কাপড় দিয়ে ঢেকে দেন বালিকার শরীর ৷ তাকে কিছু খাইয়ে নিয়ে যান হাসপাতালে ৷ খবর দেন পুলিশে ৷

ভাইরাল হওয়া সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে রক্তাক্ত অবস্থায় ওই বালিকা এক টুকরো কাপড়ে কোনও রকমে শরীরের একাংশ ঢেকে একটু সাহায্যের জন্য মিনতি করছে ৷ তবে কেউ তাকে সাহায্য করেনি ৷ জানতে চায়নি কেন তার এই অবস্থা ৷ সে সাহায্য চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে । একটু পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে ভিক্ষে চেয়েছে ৷ কিন্তু দু-একজন তার হাতে 50-100 টাকা গুঁজে দেওয়া ছাড়া আর কিছু করেনি ৷

এই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, তার কাছ থেকে যে 120 টাকা পাওয়া গিয়েছিল, তা জনগণের দেওয়া ভিক্ষে থেকে প্রাপ্ত ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রক্তে ভেজা মেয়েটি ধীরে ধীরে কলোনির দিকে আসছে । সে সেখানে একটি বাড়িতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কিছু একটা বলে । বোঝাই যাচ্ছে যে, ওই নাবালিকা সাহায্য চাইছিল ৷ কিন্তু ওই ব্যক্তি মেয়েটিকে বলে এগিয়ে যেতে ৷

আরও পড়ুন: উজ্জয়িনীতে আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরেও সাহায্য পেল না ধর্ষিতা নাবালিকা ! তদন্তে পুলিশ

150টিরও বেশি ক্যামেরায় তল্লাশি চালিয়ে ওই ভিডিয়োটি সামনে এসেছে । মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে সেই ভিডিয়ো ৷ অসহায় মেয়েটির তখন একটা কাপড়ের দরকার ছিল, নিরাপত্তার দরকার ছিল ৷ প্রয়োজন ছিল চিকিৎসার ৷ পুলিশ বলছে, মেয়েটিকে সেই সাহায্য কেউ করেনি ৷ বালিকা একটি টোল বুথের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে টাকা দেন ৷ এ রকম আরও কয়েকজন দিয়েছেন ৷ কিন্তু তখন টাকার দরকার ছিল না ওই কন্যার ৷ পুলিশ এই বালিকার কাছ থেকে 120 টাকা পেয়েছে ৷

পুলিশের রেকর্ড করা সাধারণ মানুষের জবানবন্দিতে দেখা যাচ্ছে যে, মেয়েটি ক্রমাগত বলছিল কেউ তাকে অনুসরণ করছে । সে বিপদে পড়েছে । কেউ তার পিছু নিয়েছে ৷ কোনও একটি বাড়িতে আশ্রয় চেয়েছিল মেয়েটি ৷ কিন্তু কেউ তাকে সেই নিরাপত্তা বা আশ্রয় দেয়নি ৷

উজ্জয়িনীর পুলিশসুপার শচীন শর্মা বলেন যে, "আসলে মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া ছিল । কেউ কেউ আর্থিক সাহায্য করেছেন । কিন্তু আমাদের রেকর্ড করা জবানবন্দি থেকে জানা গিয়েছে যে, মেয়েটি ক্রমাগত বলছিল যে সে বিপদে পড়েছে । সে সময় কী হয়েছিল তা সে বলতে পারেনি । পরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় ।" এসপি শচীন শর্মা বলেন যে, ভিডিয়োটি দেখার পাশাপাশি তাঁরা ওই ভিডিয়োতে যে লোকেদের দেখা গিয়েছে, তাঁদের বিষয়েও তদন্ত করছেন ৷

Last Updated : Sep 28, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.