নয়াদিল্লি, 22 জুলাই: কমতে চলেছে 'মহামূল্যবান' টমেটোর দাম ৷ বিগত বেশ কয়েকদিন ধরেই হেঁশেল থেকে উধাও হয়েছে গৃহিণীদের পছন্দের লাল টুকটুকে সবজিটি ৷ শুক্রবার রাজ্যসভার তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের নাসিক, নারায়ণগাও ও ঔরঙ্গবাদ থেকে খুব শীঘ্রই টমেটো বাজারে চলে আসবে ৷ কিছু টমেটো আসবে মধ্যপ্রদেশ থেকেও ৷ যার ফলে মনে করা হচ্ছে, বাজারে টমেটোর চাহিদা পূরণ হলেই কমবে দাম ৷
খাদ্য ও গণবন্টনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে একটি লিখিত বিবৃতি দিয়েছেন রাজ্যসভায় ৷ টমেটোর মৃল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় বিরোধীরা সরব হলে অশ্বিনী কুমার জানিয়েছেন, টমেটো কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় ঢুকে যাবে ৷ তবে শুধু টমেটো নয়, অতিপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মধ্যে আরও 21টি পণ্যের দামের উপরে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷
বিগত বেশ কয়েকদিন ধরে টমেটোর দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার ক্ষেত্রে বারবার সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সেই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের তরফে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ খুব শীঘ্রই টমেটোর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ৷ ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন এবং ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন প্রতিনিয়ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে টমেটো সংগ্রহের কাজ করে চলেছে ৷
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে 400 কেজি টমেটো বিতরণ করলেন এক ব্যক্তি
তিনি আরও জানিয়েছেন, 16 জুলাই থেকে টমেটোর দাম প্রতি কেজি 90 টাকা থেকে কমে 80 টাকা প্রতি কেজি হয়েছে ৷ সেই দাম প্রতি কেজি 70 টাকায় নেমেছে 20 জুলাইয়ের পর থেকে ৷ উল্লেখ্য, টমেটো মূল্যবৃদ্ধির কারণ হয়ে উঠেছিল আলোচনার হট টপিক ৷ রেস্টুরেন্ট থেকে বাড়ির রান্না, সব জায়গা থেকেই বাদ পড়েছিল এই সবজির ব্যবহার ৷ এমনকী, টমেটোর গাড়ি চুরি করা বা ক্ষেত থেকে ফসল চুরি করার মতো ঘটনাও সামনে এসেছে ৷ শুধু তাই নয়, টমেটো বিক্রি করেই অনেকে কোটিপতি হয়েও গিয়েছেন ৷