ETV Bharat / bharat

Ganesh Idol Stolen চুরি গেল এক কোটির গণেশ মূর্তি, হাত বাঁধা অবস্থায় পুরোহিতকে উদ্ধার করল গ্রামবাসীরা

মন্দিরের পুরোহিত মহেশ কেওয়াতকে বন্দি করে চুরি করে দুষ্কৃতীরা (Ganesh Idol Stolen) । স্থানীয়দের মতে, এই প্রতিমার দাম এক কোটি টাকা । শুধু তাই নয়, মন্দির এবং বিগ্রহ অত্যন্ত জাগ্রত (Priceless Bhanwar Ganesh Idol Stolen from Temple) ।

Etv Bharat
Ganesh Idol
author img

By

Published : Aug 26, 2022, 8:36 PM IST

পালি (বিলাসপুর), 26 অগস্ট: দিনকয়েক পরেই গণেশ চতুর্থী ৷ তার আগেই মন্দির থেকে খোয়া গেল কয়েক কোটি টাকার বিগ্রহ (Ganesh Idol Stolen) ৷ বৃহস্পতিবার চুরির ঘটনাটি ঘটেছে বিলাসপুরের ইটাওয়া পালিতে অবস্থিত গণেশ মন্দিরে (Idol stolen from temple in Pali of Bilaspur) । মন্দিরের পুরোহিত মহেশ কেওয়াতকে বন্দি করে চুরি করে দুষ্কৃতীরা । শুক্রবার সকালে গ্রামবাসীরা মন্দিরে পৌঁছলে দেখতে পান, পুরোহিত হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন । বিগ্রহের জায়গা খালি পড়ে রয়েছে । এরপর পুলিশকে খবর দেন গ্রামবাসীরা ।

জানা গিয়েছে, প্রতিমাটি 3 ফুট উঁচু এবং ওজন 65 কেজি । এটি একটি প্রাচীন এবং মূল্যবাণ মূর্তি (Hundred years old priceless Bhanwar Ganesh idol) । স্থানীয়দের মতে, এই প্রতিমার দাম এক কোটি টাকা । শুধু তাই নয়, মন্দির এবং বিগ্রহ অত্যন্ত জাগ্রত । ফলে চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ।

আরও পড়ুন : তামিলনাড়ু থেকে নিউ ইয়র্কের নিলামঘর ! 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর

যদিও এই এলাকায় প্রতিমা চুরির ঘটনা নতুন নয় । এর আগেও 2003 সালে একই মূর্তি চুরি হয় । এরপর 2007 সালে আবারও একই মূর্তি চুরি বয় । যদিও কিছুদিন পর চোরেরা নিজেরাই মন্দিরে তা ফেরত দিয়ে যায় ৷ 2016 সালে ফের একবার চুরির চেষ্টা হয়, যদিও গ্রামবাসীদের সতর্কতায় তা ব্যর্থ হয়।

পালি (বিলাসপুর), 26 অগস্ট: দিনকয়েক পরেই গণেশ চতুর্থী ৷ তার আগেই মন্দির থেকে খোয়া গেল কয়েক কোটি টাকার বিগ্রহ (Ganesh Idol Stolen) ৷ বৃহস্পতিবার চুরির ঘটনাটি ঘটেছে বিলাসপুরের ইটাওয়া পালিতে অবস্থিত গণেশ মন্দিরে (Idol stolen from temple in Pali of Bilaspur) । মন্দিরের পুরোহিত মহেশ কেওয়াতকে বন্দি করে চুরি করে দুষ্কৃতীরা । শুক্রবার সকালে গ্রামবাসীরা মন্দিরে পৌঁছলে দেখতে পান, পুরোহিত হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন । বিগ্রহের জায়গা খালি পড়ে রয়েছে । এরপর পুলিশকে খবর দেন গ্রামবাসীরা ।

জানা গিয়েছে, প্রতিমাটি 3 ফুট উঁচু এবং ওজন 65 কেজি । এটি একটি প্রাচীন এবং মূল্যবাণ মূর্তি (Hundred years old priceless Bhanwar Ganesh idol) । স্থানীয়দের মতে, এই প্রতিমার দাম এক কোটি টাকা । শুধু তাই নয়, মন্দির এবং বিগ্রহ অত্যন্ত জাগ্রত । ফলে চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ।

আরও পড়ুন : তামিলনাড়ু থেকে নিউ ইয়র্কের নিলামঘর ! 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর

যদিও এই এলাকায় প্রতিমা চুরির ঘটনা নতুন নয় । এর আগেও 2003 সালে একই মূর্তি চুরি হয় । এরপর 2007 সালে আবারও একই মূর্তি চুরি বয় । যদিও কিছুদিন পর চোরেরা নিজেরাই মন্দিরে তা ফেরত দিয়ে যায় ৷ 2016 সালে ফের একবার চুরির চেষ্টা হয়, যদিও গ্রামবাসীদের সতর্কতায় তা ব্যর্থ হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.