ETV Bharat / bharat

Presidential Poll 2022: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল দেশ, দ্রৌপদীকে অভিনন্দন যশবন্তের - রাইসিনা হিলসের কুর্সি কার

Presidential Poll
Presidential Poll
author img

By

Published : Jul 21, 2022, 11:03 AM IST

Updated : Jul 21, 2022, 8:13 PM IST

20:04 July 21

ভারত পেল প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷ দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানলেন যশবন্ত সিনহা ৷

18:04 July 21

24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷ তাঁর উত্তরসূরি বেছে নিয়েছেন 4809 জন সাংসদ-বিধায়ক ৷ আজ সকাল 11টায় শুরু হয়েছে ভোটগণনা । এরপরেই জানা যাবে, রাইসিনা হিলসের বাসিন্দা কে হতে চলেছেন ৷

তৃতীয় রাউন্ডের শেষে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আরও অনেকটা এগিয়ে গেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ বৈধ ভোটের 50 শতাংশেরও বেশি তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বলে খবর ৷ অতএব তাঁর রাষ্ট্রপতি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এদিকে সংবাদসংস্থা এএনআইয়ের দাবি 17 জন বিরোধী সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন ৷

18:03 July 21

যশবন্তকে পিছনে ফেলে রাইসিনার কুর্সির দিকে আরও একধাপ এগিয়ে গেলেন দ্রৌপদী ৷ দ্বিতীয় রাউন্ডে 10টি রাজ্যের ভোট গোনা হয় ৷ এখানে 1138 জন জনপ্রতিনিধির ভোটমূল্য ছিল 1 লাখ 49 হাজার 575 ৷ এর মধ্যে 1 লাখ 5 হাজার 299টি ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী ৷ যশবন্ত পেয়েছেন 44 হাজার 276 ৷

15:08 July 21

রাষ্ট্রপতি নির্বাচনের গণনার শুরু থেকে প্রত্যাশামতোই অনেকটা এগিয়ে আছেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ প্রথম রাউন্ডে সাংসদদের ভোট গোনা হয় ৷ দেখা যায় প্রদত্ত ভোটের মধ্যে 748টি বৈধ ৷ এর মধ্যে 540টি পেয়েছেন দ্রৌপদী ৷ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন 204টি ভোট ৷

13:44 July 21

  • ভোটগণনা চলছে ।

12:14 July 21

  • গণনা চলছে । তারমধ্যেই টুইট করে সোনিয়া গান্ধিকে ইডির তলব করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন যশবন্ত সিনহা ।

12:08 July 21

  • প্রথম আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে পেতে চলেছে দেশ । দ্রৌপদী মুর্মুর জন্য শুধু আদিবাসী সম্প্রদায়ই নয়, সমগ্র দেশ গর্বিত । জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু ।

11:45 July 21

  • সংসদের স্ট্রং রুম থেকে বের করে আনা হল ব্যালট বক্স ।

11:34 July 21

  • শুরু হল ভোটগণনা । বিকেলের মধ্যেই ফলাফল সামনে আসবে ।

10:16 July 21

  • রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট । দেশের ইতিহাসে এই প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন ৷
  • শুধু পদপ্রার্থীই নন, 'বিরোধী' যশবন্ত সিনহার তুলনায় কয়েক যোজন এগিয়েও রয়েছেন তিনি । বড় অঘটন না ঘটলে তাঁর রাইসিনা হিলে যাওয়া একপ্রকার নিশ্চিত ।

20:04 July 21

ভারত পেল প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷ দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানলেন যশবন্ত সিনহা ৷

18:04 July 21

24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷ তাঁর উত্তরসূরি বেছে নিয়েছেন 4809 জন সাংসদ-বিধায়ক ৷ আজ সকাল 11টায় শুরু হয়েছে ভোটগণনা । এরপরেই জানা যাবে, রাইসিনা হিলসের বাসিন্দা কে হতে চলেছেন ৷

তৃতীয় রাউন্ডের শেষে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আরও অনেকটা এগিয়ে গেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ বৈধ ভোটের 50 শতাংশেরও বেশি তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বলে খবর ৷ অতএব তাঁর রাষ্ট্রপতি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এদিকে সংবাদসংস্থা এএনআইয়ের দাবি 17 জন বিরোধী সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন ৷

18:03 July 21

যশবন্তকে পিছনে ফেলে রাইসিনার কুর্সির দিকে আরও একধাপ এগিয়ে গেলেন দ্রৌপদী ৷ দ্বিতীয় রাউন্ডে 10টি রাজ্যের ভোট গোনা হয় ৷ এখানে 1138 জন জনপ্রতিনিধির ভোটমূল্য ছিল 1 লাখ 49 হাজার 575 ৷ এর মধ্যে 1 লাখ 5 হাজার 299টি ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী ৷ যশবন্ত পেয়েছেন 44 হাজার 276 ৷

15:08 July 21

রাষ্ট্রপতি নির্বাচনের গণনার শুরু থেকে প্রত্যাশামতোই অনেকটা এগিয়ে আছেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ প্রথম রাউন্ডে সাংসদদের ভোট গোনা হয় ৷ দেখা যায় প্রদত্ত ভোটের মধ্যে 748টি বৈধ ৷ এর মধ্যে 540টি পেয়েছেন দ্রৌপদী ৷ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন 204টি ভোট ৷

13:44 July 21

  • ভোটগণনা চলছে ।

12:14 July 21

  • গণনা চলছে । তারমধ্যেই টুইট করে সোনিয়া গান্ধিকে ইডির তলব করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন যশবন্ত সিনহা ।

12:08 July 21

  • প্রথম আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে পেতে চলেছে দেশ । দ্রৌপদী মুর্মুর জন্য শুধু আদিবাসী সম্প্রদায়ই নয়, সমগ্র দেশ গর্বিত । জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু ।

11:45 July 21

  • সংসদের স্ট্রং রুম থেকে বের করে আনা হল ব্যালট বক্স ।

11:34 July 21

  • শুরু হল ভোটগণনা । বিকেলের মধ্যেই ফলাফল সামনে আসবে ।

10:16 July 21

  • রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট । দেশের ইতিহাসে এই প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন ৷
  • শুধু পদপ্রার্থীই নন, 'বিরোধী' যশবন্ত সিনহার তুলনায় কয়েক যোজন এগিয়েও রয়েছেন তিনি । বড় অঘটন না ঘটলে তাঁর রাইসিনা হিলে যাওয়া একপ্রকার নিশ্চিত ।
Last Updated : Jul 21, 2022, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.