নয়াদিল্লি, 14 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসের (75th Independence Day) প্রাক্কালে নিজের ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারতীয় খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন ৷ এবারের প্রতিযোগিতায় ভারতীয় মহিলা খেলোয়াড়রা যেভাবে সাফল্য লাভ করেছেন, তার কথা বিশেষ করে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি (President of India) ৷
তাঁর কথায়, এই ভাবে সমাজের সর্বক্ষেত্রে যদি ভারতের মেয়েরা সাফল্য পেতে থাকেন, তাহলে দেশের অগ্রগতিও দ্রুত হবে ৷ তাই তিনি সমস্ত ভারতীয় মা-বাবার কাছে দেশের মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার আবেদন জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, মেয়েদেরও জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে ৷
আরও পড়ুন : ITBP-Gallantry medals : লাদাখে চিনের চোখে চোখ লড়াইয়ের পুরস্কার পাচ্ছেন 23 আইটিবিপি জওয়ান
আগামিকাল 75তম স্বাধীনতা দিবস ৷ 74 বছর পেরিয়ে 75-এ পা রাখছে স্বাধীন ভারত ৷ শনিবার সেই উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁর ভাষণে উঠে এসেছে, নানা দিক ৷ স্বাধীনতার এই স্বপ্নপূরণের জন্য স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন নিজের ভাষণে ৷
করোনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি ৷ পাশাপাশি করোনায় মৃতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা ৷ একই সঙ্গে দেশের বাসিন্দাদের কাছে তিনি করোনার ভ্যাকসিন নেওয়ার আবেদন করেছেন ৷ পাশাপাশি সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন ৷ সংসদ সুষ্ঠুভাবে চালানোর পরামর্শ দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Neeraj Chopra : নীরজের জ্বর, করোনা রিপোর্ট নেগেটিভ
অন্যদিকে এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এবারের টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের আলাপচারিতায় অংশ নেন রামনাথ কোবিন্দ ৷ সেখানে অলিম্পিক গেমসে সোনাজয়ী নীরজ চোপড়া থেকে রুপো-ব্রোঞ্জ পদকজয়ীরাও উপস্থিত ছিলেন ৷