ETV Bharat / bharat

Queen Elizabeth II Funeral: রানির শেষকৃত্যে অংশ নিতে তিনদিনের সফরে ব্রিটেন যাবেন রাষ্ট্রপতি - রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্য়ে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷

President Droupadi Murmu will attend State Funeral of Queen Elizabeth II
Queen Elizabeth II Funeral: রানির শেষকৃত্যে অংশ নিতে তিনদিনের সফরে ব্রিটেন যাবেন রাষ্ট্রপতি
author img

By

Published : Sep 14, 2022, 4:14 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: ভারত সরকারের (Governmet of India) প্রতিনিধি হিসাবে প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্য়ে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ বুধবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে একথা ঘোষণা করা হয় ৷ তারা জানিয়েছে, আগামী 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের সফরে ব্রিটেনে থাকবেন রাষ্ট্রপতি মুর্মু ৷ উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ তাঁকে সমাধিস্থ করা হবে আগামী 19 সেপ্টেম্বর ৷

রানির মৃত্যুর পর ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় শোকপ্রকাশ করেছেন ৷ এমনকী, এর জেরে গত 11 সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের জাতীয় শোকও পালন করা হয় ৷ পরের দিন, অর্থাৎ গত 12 সেপ্টেম্বর দিল্লির ব্রিটিশ দূতাবাসে যান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ৷ সরকারের তরফে রানির প্রয়াণে শোকজ্ঞাপন করেন তিনিও ৷

আরও পড়ুন: যুবরাজ থেকে রাজা হলেন তৃতীয় চার্লস ! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্রিটেনের

প্রসঙ্গত, ব্রিটেনের সিংহাসনে দ্বিতীয় এলিজাবেথ আসীন ছিলেন টানা সাত দশক ৷ তাঁর আমলে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে লক্ষ্যণীয় উন্নতি হয় ৷ এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, কমনওয়েলথের আওতাভুক্ত দেশগুলির মানুষের উন্নয়নে রানি দ্বিতীয় এলিজাবেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷

ব্রিটিশ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী 19 সেপ্টেম্বর যাবতীয় রীতি মেনেই প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞীকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ৷ সেই অনুষ্ঠান সারা হবে উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলে ৷ উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী যুবরাজ ফিলিপ (Prince Philip) ৷ তাঁকেও উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলেই সমাধিস্থ করা হয়েছিল ৷ সেখানেই রানিকে সমাধি দেওয়া হবে ৷ ব্রিটিশ রাজ পরিবারের বক্তব্য হল, সাত দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে সংসার করেছিলেন এলিজাবেথ ও ফিলিপ ৷ মৃত্যুর পরও যাতে তাঁদের নশ্বর দেহ পরস্পরের পাশেই থাকতে পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: ভারত সরকারের (Governmet of India) প্রতিনিধি হিসাবে প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্য়ে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ বুধবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে একথা ঘোষণা করা হয় ৷ তারা জানিয়েছে, আগামী 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের সফরে ব্রিটেনে থাকবেন রাষ্ট্রপতি মুর্মু ৷ উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ তাঁকে সমাধিস্থ করা হবে আগামী 19 সেপ্টেম্বর ৷

রানির মৃত্যুর পর ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় শোকপ্রকাশ করেছেন ৷ এমনকী, এর জেরে গত 11 সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের জাতীয় শোকও পালন করা হয় ৷ পরের দিন, অর্থাৎ গত 12 সেপ্টেম্বর দিল্লির ব্রিটিশ দূতাবাসে যান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ৷ সরকারের তরফে রানির প্রয়াণে শোকজ্ঞাপন করেন তিনিও ৷

আরও পড়ুন: যুবরাজ থেকে রাজা হলেন তৃতীয় চার্লস ! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্রিটেনের

প্রসঙ্গত, ব্রিটেনের সিংহাসনে দ্বিতীয় এলিজাবেথ আসীন ছিলেন টানা সাত দশক ৷ তাঁর আমলে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে লক্ষ্যণীয় উন্নতি হয় ৷ এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, কমনওয়েলথের আওতাভুক্ত দেশগুলির মানুষের উন্নয়নে রানি দ্বিতীয় এলিজাবেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷

ব্রিটিশ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী 19 সেপ্টেম্বর যাবতীয় রীতি মেনেই প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞীকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ৷ সেই অনুষ্ঠান সারা হবে উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলে ৷ উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী যুবরাজ ফিলিপ (Prince Philip) ৷ তাঁকেও উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলেই সমাধিস্থ করা হয়েছিল ৷ সেখানেই রানিকে সমাধি দেওয়া হবে ৷ ব্রিটিশ রাজ পরিবারের বক্তব্য হল, সাত দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে সংসার করেছিলেন এলিজাবেথ ও ফিলিপ ৷ মৃত্যুর পরও যাতে তাঁদের নশ্বর দেহ পরস্পরের পাশেই থাকতে পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.