ETV Bharat / bharat

এবার গর্ভবতী মহিলাদের টিকাকরণ, ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রক - কোভিড-19 ভ্যাকসিনেশন কেন্দ্র

করোনা সংক্রামিত হলে সন্তান সম্ভবা মহিলাদের ক্ষতির সম্ভাবনা বেশি, বিশেষত যাঁদের সময়ের আগে প্রসব হতে পারে ৷ বিশেষজ্ঞরা এমন প্রমাণ পেয়েছেন ৷ তাই এনটিএজিআই-এর অনুমোদনে ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রক ৷

গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের ছাড়পত্র
গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের ছাড়পত্র
author img

By

Published : Jul 3, 2021, 9:40 AM IST

নয়া দিল্লি, 3 জুলাই : অবশেষে গর্ভবতী মহিলাদের কোভিড-19 টিকাকরণের অনুমোদন দিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (National Technical Advisory Group on Immunization) বা এনটিএজিআই (NTAGI) ৷ তাদের অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রক দেশে গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের ছাড়পত্র দিয়েছে ৷

জানুয়ারিতে দেশে ভ্যাকসিনেশনে অগ্রাধিকার দেওয়া হয় ফ্রন্টলাইন ওয়ার্কার, কোমর্বিডিটি রোগী, 45-এর ঊর্ধ্বে নাগরিকদের ৷ কিন্তু সন্তানসম্ভবা মহিলাদের নিয়ে কিছুই জানানো হয়নি ৷ অথচ সন্তান ধারণ অবস্থায় তাঁদের মধ্য়েও করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট ৷ এবার দেশজুড়ে ভ্যাকসিনেশনের তালিকায় নাম উঠল তাঁদেরও ৷

আরও বেশি : Zydus Cadila: 3 ডোজের সূচবিহীন টিকার ছাড়পত্র চেয়ে আবেদন জাইডাস ক্যাডিলার

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভ্যাকসিন নিতে ইচ্ছুক গর্ভবতী মহিলারা গর্ভাবস্থা চলাকালীন যে কোনও সময় বাসস্থানের কাছাকাছি কোনও সরকারি বা প্রাইভেট কোভিড-19 ভ্যাকসিনেশন কেন্দ্রে (CVC)-তে গিয়ে টিকা নিতে পারেন ৷ তার আগে কোইউন (CoWIN) পোর্টালে বা ভ্য়াকসিনেশন কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে ৷

একবার করোনাভাইরাসে সংক্রামিত হলে সাধারণ মহিলাদের তুলনায় সন্তানসম্ভবা মহিলাদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ৷ এমন প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা ৷ তবে এই ক্ষতির আশঙ্কা সময়ের আগে সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে, এমন মহিলাদের ক্ষেত্রে আরও বেশি ৷ এমনকি নবজাতকের জন্মের পর গর্ভধারণ সংক্রান্ত নানা শারীরিক সমস্যা হতে পারে মায়ের, শিশুরও ক্ষেত্রেও, জানানো হয়েছে বিবৃতিতে ৷

এর সঙ্গে গর্ভবতী মহিলাদের করোনাসংক্রমণের ক্ষেত্রে আগে থেকে কোনও কো-মর্বিডিটি থাকা, মাতৃত্বকালীন বয়স, অত্যধিক ওজনের মতো বিষয়গুলিকেও গুরুতর বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷

এনটিএজিআই-এর (NTAGI) সঙ্গে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-19 (NEGVAC)-ও সর্বসম্মতিক্রমে এই অনুমোদনের পক্ষে মত দিয়েছে ৷

নয়া দিল্লি, 3 জুলাই : অবশেষে গর্ভবতী মহিলাদের কোভিড-19 টিকাকরণের অনুমোদন দিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (National Technical Advisory Group on Immunization) বা এনটিএজিআই (NTAGI) ৷ তাদের অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রক দেশে গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের ছাড়পত্র দিয়েছে ৷

জানুয়ারিতে দেশে ভ্যাকসিনেশনে অগ্রাধিকার দেওয়া হয় ফ্রন্টলাইন ওয়ার্কার, কোমর্বিডিটি রোগী, 45-এর ঊর্ধ্বে নাগরিকদের ৷ কিন্তু সন্তানসম্ভবা মহিলাদের নিয়ে কিছুই জানানো হয়নি ৷ অথচ সন্তান ধারণ অবস্থায় তাঁদের মধ্য়েও করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট ৷ এবার দেশজুড়ে ভ্যাকসিনেশনের তালিকায় নাম উঠল তাঁদেরও ৷

আরও বেশি : Zydus Cadila: 3 ডোজের সূচবিহীন টিকার ছাড়পত্র চেয়ে আবেদন জাইডাস ক্যাডিলার

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভ্যাকসিন নিতে ইচ্ছুক গর্ভবতী মহিলারা গর্ভাবস্থা চলাকালীন যে কোনও সময় বাসস্থানের কাছাকাছি কোনও সরকারি বা প্রাইভেট কোভিড-19 ভ্যাকসিনেশন কেন্দ্রে (CVC)-তে গিয়ে টিকা নিতে পারেন ৷ তার আগে কোইউন (CoWIN) পোর্টালে বা ভ্য়াকসিনেশন কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে ৷

একবার করোনাভাইরাসে সংক্রামিত হলে সাধারণ মহিলাদের তুলনায় সন্তানসম্ভবা মহিলাদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ৷ এমন প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা ৷ তবে এই ক্ষতির আশঙ্কা সময়ের আগে সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে, এমন মহিলাদের ক্ষেত্রে আরও বেশি ৷ এমনকি নবজাতকের জন্মের পর গর্ভধারণ সংক্রান্ত নানা শারীরিক সমস্যা হতে পারে মায়ের, শিশুরও ক্ষেত্রেও, জানানো হয়েছে বিবৃতিতে ৷

এর সঙ্গে গর্ভবতী মহিলাদের করোনাসংক্রমণের ক্ষেত্রে আগে থেকে কোনও কো-মর্বিডিটি থাকা, মাতৃত্বকালীন বয়স, অত্যধিক ওজনের মতো বিষয়গুলিকেও গুরুতর বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷

এনটিএজিআই-এর (NTAGI) সঙ্গে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-19 (NEGVAC)-ও সর্বসম্মতিক্রমে এই অনুমোদনের পক্ষে মত দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.