দিল্লি, 2 মে : যথেষ্ট হয়েছে ৷ আট-নবছর ধরে এই কাজ করে যাচ্ছি ৷ এবার অন্য কিছু করতে চাই, একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের ভোট-কৌশলী হিসেবে নিজের দায়িত্ব ছাড়ার কথা প্রকাশ্যে জানালেন পিকে মানে প্রশান্ত কিশোর ৷
রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস ৷ আর তার পিছনে অবদান এই রণনীতিকারের ৷ দলকে জিতিয়ে নিজের ক্ষমতা ছাড়ার ভাবনা কেন?
প্রশান্তের ইচ্ছে-
আমি যথেষ্ট করেছি ৷ আট-ন'বছর ধরে যথেষ্ট করেছি ৷ এবার আমি জীবনে অন্য কিছু করতে চাই ৷ সারা জীবন ধরে এই একই কাজ করে যাব না, প্রত্যেকটা ইন্টারভিউতে এটা বলেছি বার বার৷
প্রসঙ্গ আইপ্যাক-
আইপ্যাকের মধ্যে আরো অনেক যোগ্য কর্মী আছেন, যাঁরা এখানে শো-টা করছেন ৷ আমি শুধুমাত্র তার ক্রেডিটটা নিই ৷ এবার সময় এসেছে তাঁদের দায়িত্ব নেওয়ার ৷ তাঁরা দায়িত্ব নিন ৷ আইপ্যাক ব্র্যান্ডের অধীনে যেটা ভাল মনে হয় করুন ৷
তা হলে কি আবার রাজনীতিতে পিকে ?
না, সেটা বলছি না ৷ শুধু এটা বলতে চাই যে, আমি এখন যা করছি, সেই কাজটা আর করে যেতে চাইছি না ৷ ভাল, বাজে, কুৎসিত যা যা করার ছিল, সব করে ফেলেছি ৷ এবার আইপ্যাকে আমার সহকর্মীদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে ৷ আর আমি একটু ব্রেক চাইছি ৷ আর জীবনে অন্য কিছু করতে চাই ৷
রাজনীতিতে আসার বিষয়ে আমি কিছুই "রুলিং ইন" বা "রুলিং আউট" করছি না ৷ আমি বলতে চাই যে, আমি এই জায়গাটা ছাড়তে চাই ৷ আইপ্যাকের সবাই না জানলেও আমার সিনিয়র সহকর্মীরা এই সিদ্ধান্তের কথা জানেন ৷ আমি কী ভাবছি, কী করতে চাই সেটা জানার মতো যথেষ্ট সময় তাঁরা আমার সঙ্গে কাটিয়েছেন ৷ তাই আমার সিদ্ধান্তে তাঁরা চমকে যাবেন না ৷