নয়াদিল্লি, 20 মে : রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত সম্প্রতি জাতীয় কংগ্রেসের তিনদিনব্যাপী চিন্তন শিবির সম্পূর্ণ ব্যর্থ প্রয়াস ৷ গান্ধি পরিবারের সদস্য এবং কংগ্রেসের হাই-কমান্ডদের উপস্থিতিতে চিন্তন শিবির থেকে ফলপ্রসূ কিছুই বেরিয়ে আসেনি, যা আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে এবং সর্বোপরি চব্বিশে কংগ্রেসকে বৈতরণী পার করতে সাহায্য করবে ৷ সাফ জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor slams Congress Chintan Shivir) ৷
ভোটকুশলীর সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধার বিষয়টি দিনের আলো না-দেখলেও কংগ্রেসের চিন্তন শিবির নিয়ে প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া জানতে উৎসুক ছিলেন অনেকেই ৷ তারই পরিপ্রেক্ষিতে এদিন টুইটে ভোটকুশলী লেখেন, "উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের নির্যাস নিয়ে আমার মতামত জানতে আগ্রহী ছিলেন অনেকেই ৷ তবে আমার মতে চিন্তন শিবির থেকে কংগ্রেসের জন্য ফলপ্রসূ কিছুই বেরিয়ে আসেনি ৷"
কটাক্ষের সুরে পিকে যোগ করেন, "কংগ্রেস নেতৃত্ব একে অপরকে সময় দেওয়া ছাড়া চিন্তন শিবির নিয়ে বলার মত কিছু নেই ৷ এই শিবির কংগ্রেসের স্থিতাবস্থাকে আরও দীর্ঘায়িত করবে বলেই মনে হয় আমার ৷ " সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভায় ধরাশায়ী হওয়ার পর প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস ৷ দশ জনপথে দলের হাই-কমান্ডের সঙ্গে কয়েকদফা আলোচনা, চব্বিশকে সামনে রেখে কংগ্রেসকে মূল্যবান মতামত প্রদান করেছিলেন পিকে ৷ যার ফলশ্রুতিতে ভোটকুশলীর 'হাত' ধরার বিষয়টি প্রায় পাকা হয়ে গিয়েও শেষ পর্যন্ত তা দিনের আলো দেখেনি ৷
আরও পড়ুন : এবার নিজের দল গড়বেন পিকে ! নয়া ইনিংস শুরু বিহার থেকেই ?
আর কংগ্রেসে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করে পিকে জানিয়েছিলেন, হাত শিবিরে সমস্যা শিকড়ে ৷ তা সমাধানে প্রয়োজন দলগত প্রচেষ্টা ৷ পাশাপাশি আগের অবস্থায় ফেরাতে কংগ্রেসের মধ্যেই কাউকে নেতৃত্ব নিতে হবে আসতে হবে ৷