ETV Bharat / bharat

New characters shares their Experience of Sreemoyee : শেষের পথে 'শ্রীময়ী', কী বললেন ধারাবাহিকের দুই নতুন চরিত্র ? - poushmita and sohini two new characters of sreemoyee shares their experiences

শেষ হতে চলেছে বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী'। ঘটনা যে সত্যি তা নিজেই জানিয়েছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ৷ স্বাভবিকভাবেই মন খারাপ গোটা দলের । মন খারাপ তাঁদেরও, যাঁদের যাত্রা শুরু হয়েছিল মাত্র সপ্তাহ দুই আগে । শ্রীময়ী সেনগুপ্তর বড় জা ও তার মেয়ে জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা (Poushmita Goswami and Sohini Banerjee shares their experience about Sreemoyee shares their experience about Sreemoyee)।

New characters shares their experience of Sreemoyee
শ্রীময়ী সেনগুপ্তর বড় জা ও তার মেয়ে জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা
author img

By

Published : Dec 11, 2021, 10:38 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: টিভির পর্দা থেকে নেটপাড়া, রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল 'শ্রীময়ী' বাংলা ধারাবাহিকটি । একদিকে যেমন তা হয়ে উঠতে পেরেছিল ড্রয়িং রুমের চর্চার বিষয়, তেমনি আবার অন্যদিকে নেটপাড়ার নানা মিমেও আকছাড় ব্যবহৃত হয়েছে ধারাবাহিকের নানান দৃশ্য ৷ মোটের ওপর ভাল হোক বা খারাপ সর্বদাই চর্চার হিটলিস্টে থেকেছে এই ধারাবাহিকটি ৷ তবে এবার শেষ হতে চলেছে 'শ্রীময়ী'-র পথ চলা ৷ চ্যানেলের তরফে সঠিক খবর সেটের প্রতিনিধিদের কাছে না-পৌঁছলেও ঘটনা যে সত্যি তা নিজেই জানিয়েছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ৷ স্বাভবিকভাবেই মন খারাপ গোটা দলের । মন খারাপ তাঁদেরও, যাঁদের যাত্রা শুরু হয়েছিল মাত্র সপ্তাহ দুই আগে । শ্রীময়ী সেনগুপ্তর বড় জা ও তার মেয়ে জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা (Poushmita Goswami and Sohini Banerjee shares their experience about Sreemoyee)।

সম্প্রতি তিনটি নতুন চরিত্রের আগমন ঘটেছে এই ধারাবাহিকে । অনিন্দ্য সেনগুপ্তর ভাই, ভাইয়ের বউ এবং তাদের মেয়ে এসে হাজির হয়েছে আনন্দ নিকেতনে । এই তিনজন পর্দায় অবতীর্ন এক লাফে টিআরপি বেড়ে গিয়েছিল 1 পয়েন্ট । তবে, বিদায় ঘণ্টা বেজেছে ধারাবাহিকের । মধুরেণ সমাপয়েৎ হতে চলেছে গল্প । পরমা অর্থাৎ পৌষমিতা গোস্বামী ইটিভি ভারত-কে জানান, "খুব কম দিনের জন্য কাজ করার সুযোগ পেলাম । এত ভাল একটা টিম, খুব মিস করব । দর্শক জানেন আমি শ্রীময়ীর ছোট জা পরমা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছি । খুব যুক্তিপূর্ণ একটা চরিত্র । খুব ভাল সময় কাটাই আমরা একসঙ্গে । সত্যিই মিস করব । আমাদের ট্র‍্যাক আসার পর টিআরপি'ও খানিকটা বেড়েছিল । এটাও একটা বড় পাওয়া কিংবা সন্তুষ্টি যা-ই বল না কেন । ইন্দ্রাণীদি, ঊষসীদি-সহ অন্যান্য সিনিয়র এবং দক্ষ অভিনেতাদের কাজ করার অভিজ্ঞতা ভোলার নয় । সুতরাং শ্রীময়ীকে মিস তো করবই ।"

কী বললেন 'শ্রীময়ী' ধারাবাহিকের দুই নতুন চরিত্র

আরও পড়ুন: জুন আন্টির খেলা শেষ, বন্ধ হচ্ছে 'শ্রীময়ী'

গল্পের আরেক নতুন মুখ সাক্ষী সেনগুপ্ত অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায় জানান, "কদিন আগেই কাজটা শুরু করেছিলাম । তারপরেই শুনছি শেষ হতে চলেছে শ্রীময়ী । মনটা বড় খারাপ । এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করলাম, কোনওদিন ভুলব না 'শ্রীময়ী'র অভিজ্ঞতা । দর্শক এই ক'দিনেই আমাকে যে ভালবাসা দিয়েছেন তাতে আমি ধন্য মনে করি নিজেকে।"

'শ্রীময়ী'র জায়গায় এবার ড্রয়িং রুমের নতুন সঙ্গী হতে আসছে 'গাঁটছড়া'। তিন নায়ক ও তিন নায়িকাকে নিয়ে স্নিগ্ধা বসুর প্রযোজনা সংস্থার তরফে আসছে এই নতুন ধারাবাহিক ।

কলকাতা, 11 ডিসেম্বর: টিভির পর্দা থেকে নেটপাড়া, রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল 'শ্রীময়ী' বাংলা ধারাবাহিকটি । একদিকে যেমন তা হয়ে উঠতে পেরেছিল ড্রয়িং রুমের চর্চার বিষয়, তেমনি আবার অন্যদিকে নেটপাড়ার নানা মিমেও আকছাড় ব্যবহৃত হয়েছে ধারাবাহিকের নানান দৃশ্য ৷ মোটের ওপর ভাল হোক বা খারাপ সর্বদাই চর্চার হিটলিস্টে থেকেছে এই ধারাবাহিকটি ৷ তবে এবার শেষ হতে চলেছে 'শ্রীময়ী'-র পথ চলা ৷ চ্যানেলের তরফে সঠিক খবর সেটের প্রতিনিধিদের কাছে না-পৌঁছলেও ঘটনা যে সত্যি তা নিজেই জানিয়েছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ৷ স্বাভবিকভাবেই মন খারাপ গোটা দলের । মন খারাপ তাঁদেরও, যাঁদের যাত্রা শুরু হয়েছিল মাত্র সপ্তাহ দুই আগে । শ্রীময়ী সেনগুপ্তর বড় জা ও তার মেয়ে জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা (Poushmita Goswami and Sohini Banerjee shares their experience about Sreemoyee)।

সম্প্রতি তিনটি নতুন চরিত্রের আগমন ঘটেছে এই ধারাবাহিকে । অনিন্দ্য সেনগুপ্তর ভাই, ভাইয়ের বউ এবং তাদের মেয়ে এসে হাজির হয়েছে আনন্দ নিকেতনে । এই তিনজন পর্দায় অবতীর্ন এক লাফে টিআরপি বেড়ে গিয়েছিল 1 পয়েন্ট । তবে, বিদায় ঘণ্টা বেজেছে ধারাবাহিকের । মধুরেণ সমাপয়েৎ হতে চলেছে গল্প । পরমা অর্থাৎ পৌষমিতা গোস্বামী ইটিভি ভারত-কে জানান, "খুব কম দিনের জন্য কাজ করার সুযোগ পেলাম । এত ভাল একটা টিম, খুব মিস করব । দর্শক জানেন আমি শ্রীময়ীর ছোট জা পরমা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছি । খুব যুক্তিপূর্ণ একটা চরিত্র । খুব ভাল সময় কাটাই আমরা একসঙ্গে । সত্যিই মিস করব । আমাদের ট্র‍্যাক আসার পর টিআরপি'ও খানিকটা বেড়েছিল । এটাও একটা বড় পাওয়া কিংবা সন্তুষ্টি যা-ই বল না কেন । ইন্দ্রাণীদি, ঊষসীদি-সহ অন্যান্য সিনিয়র এবং দক্ষ অভিনেতাদের কাজ করার অভিজ্ঞতা ভোলার নয় । সুতরাং শ্রীময়ীকে মিস তো করবই ।"

কী বললেন 'শ্রীময়ী' ধারাবাহিকের দুই নতুন চরিত্র

আরও পড়ুন: জুন আন্টির খেলা শেষ, বন্ধ হচ্ছে 'শ্রীময়ী'

গল্পের আরেক নতুন মুখ সাক্ষী সেনগুপ্ত অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায় জানান, "কদিন আগেই কাজটা শুরু করেছিলাম । তারপরেই শুনছি শেষ হতে চলেছে শ্রীময়ী । মনটা বড় খারাপ । এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করলাম, কোনওদিন ভুলব না 'শ্রীময়ী'র অভিজ্ঞতা । দর্শক এই ক'দিনেই আমাকে যে ভালবাসা দিয়েছেন তাতে আমি ধন্য মনে করি নিজেকে।"

'শ্রীময়ী'র জায়গায় এবার ড্রয়িং রুমের নতুন সঙ্গী হতে আসছে 'গাঁটছড়া'। তিন নায়ক ও তিন নায়িকাকে নিয়ে স্নিগ্ধা বসুর প্রযোজনা সংস্থার তরফে আসছে এই নতুন ধারাবাহিক ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.