কলকাতা, 11 ডিসেম্বর: টিভির পর্দা থেকে নেটপাড়া, রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল 'শ্রীময়ী' বাংলা ধারাবাহিকটি । একদিকে যেমন তা হয়ে উঠতে পেরেছিল ড্রয়িং রুমের চর্চার বিষয়, তেমনি আবার অন্যদিকে নেটপাড়ার নানা মিমেও আকছাড় ব্যবহৃত হয়েছে ধারাবাহিকের নানান দৃশ্য ৷ মোটের ওপর ভাল হোক বা খারাপ সর্বদাই চর্চার হিটলিস্টে থেকেছে এই ধারাবাহিকটি ৷ তবে এবার শেষ হতে চলেছে 'শ্রীময়ী'-র পথ চলা ৷ চ্যানেলের তরফে সঠিক খবর সেটের প্রতিনিধিদের কাছে না-পৌঁছলেও ঘটনা যে সত্যি তা নিজেই জানিয়েছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ৷ স্বাভবিকভাবেই মন খারাপ গোটা দলের । মন খারাপ তাঁদেরও, যাঁদের যাত্রা শুরু হয়েছিল মাত্র সপ্তাহ দুই আগে । শ্রীময়ী সেনগুপ্তর বড় জা ও তার মেয়ে জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা (Poushmita Goswami and Sohini Banerjee shares their experience about Sreemoyee)।
সম্প্রতি তিনটি নতুন চরিত্রের আগমন ঘটেছে এই ধারাবাহিকে । অনিন্দ্য সেনগুপ্তর ভাই, ভাইয়ের বউ এবং তাদের মেয়ে এসে হাজির হয়েছে আনন্দ নিকেতনে । এই তিনজন পর্দায় অবতীর্ন এক লাফে টিআরপি বেড়ে গিয়েছিল 1 পয়েন্ট । তবে, বিদায় ঘণ্টা বেজেছে ধারাবাহিকের । মধুরেণ সমাপয়েৎ হতে চলেছে গল্প । পরমা অর্থাৎ পৌষমিতা গোস্বামী ইটিভি ভারত-কে জানান, "খুব কম দিনের জন্য কাজ করার সুযোগ পেলাম । এত ভাল একটা টিম, খুব মিস করব । দর্শক জানেন আমি শ্রীময়ীর ছোট জা পরমা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছি । খুব যুক্তিপূর্ণ একটা চরিত্র । খুব ভাল সময় কাটাই আমরা একসঙ্গে । সত্যিই মিস করব । আমাদের ট্র্যাক আসার পর টিআরপি'ও খানিকটা বেড়েছিল । এটাও একটা বড় পাওয়া কিংবা সন্তুষ্টি যা-ই বল না কেন । ইন্দ্রাণীদি, ঊষসীদি-সহ অন্যান্য সিনিয়র এবং দক্ষ অভিনেতাদের কাজ করার অভিজ্ঞতা ভোলার নয় । সুতরাং শ্রীময়ীকে মিস তো করবই ।"
আরও পড়ুন: জুন আন্টির খেলা শেষ, বন্ধ হচ্ছে 'শ্রীময়ী'
গল্পের আরেক নতুন মুখ সাক্ষী সেনগুপ্ত অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায় জানান, "কদিন আগেই কাজটা শুরু করেছিলাম । তারপরেই শুনছি শেষ হতে চলেছে শ্রীময়ী । মনটা বড় খারাপ । এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করলাম, কোনওদিন ভুলব না 'শ্রীময়ী'র অভিজ্ঞতা । দর্শক এই ক'দিনেই আমাকে যে ভালবাসা দিয়েছেন তাতে আমি ধন্য মনে করি নিজেকে।"
'শ্রীময়ী'র জায়গায় এবার ড্রয়িং রুমের নতুন সঙ্গী হতে আসছে 'গাঁটছড়া'। তিন নায়ক ও তিন নায়িকাকে নিয়ে স্নিগ্ধা বসুর প্রযোজনা সংস্থার তরফে আসছে এই নতুন ধারাবাহিক ।