ETV Bharat / bharat

Nighttime Post-Mortem: খুন, ধর্ষণ বাদে এবার থেকে সূর্যাস্তের পরেও ময়নাতদন্ত, সায় দিল কেন্দ্র - Hospitals

খুন, আত্মহত্যা, ধর্ষণ এবং রহস্যজনক পরিস্থিতিতে পচাগলা দেহ উদ্ধারের ঘটনা সামনে এলে, সে ক্ষেত্রে রাতের বেলা ময়নাতদন্ত না করারই নির্দেশ রয়েছে । তবে জরুরি পরিস্থিতিতে যদি আইনি নির্দেশ আসে, সে ক্ষেত্রে রাতের বেলাতেও ময়নাতদন্ত করা যাবে ।

post-mortem-can-now-be-performed-after-sunset-says-centre
প্রতীকী চিত্র ।
author img

By

Published : Nov 15, 2021, 9:22 PM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: স্বাস্থ্য পরিষেবাকে মসৃণ করে তুলতে এবার সূর্যাস্তের পরেও ময়নাতদন্তে সায় দিল কেন্দ্রীয় সরকার । সোমবার থেকেই দেশের সমস্ত হাসপাতালের জন্য এই নিয়ম চালু হল । এতে মৃতের পরিবারের হয়রানি যেমন কমবে, তেমনই অঙ্গদান এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও সময়সীমা পেরিয়ে যাওয়ার ঝুঁকি কমবে বলে আশাবাদী সরকার । তবে খুন, আত্মহত্যা এবং ধর্ষণের ফলে মৃত্যুকে, আইনি জটিলতার কারণে, এর বাইরে রাখা হয়েছে ।

জরুরি পরিস্থিতিতে রাতের বেলাও ময়নাতদন্ত করে থাকে কিছু প্রতিষ্ঠান । কিন্তু সাধারণত সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হয় না হাসপাতাল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে । তা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরকারের কাছে সুপারিশ জমা পড়ছিল বিভিন্ন মহল থেকে । সূর্যাস্তের পরেও ময়নাতদন্তের জন্য অনুমোদনের আর্জি আসছিল । সোমবার শেষমেশ তাতে সায় দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।

আরও পড়ুন: Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রযুক্তি কমিটি এ নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা চালায় । কোথায় কোথায় সমস্যা দেখা দিতে পারে, বিশদে তা নিয়ে আলোচনা হয় । তাতে দেখা যায়, দেশে বেশ কিছু স্বাস্থ্যসংস্থায় জরুরি পরিস্থিতিতে রাতের বেলাতেও ময়নাতদন্ত হয় । তার জন্য উন্নত প্রযুক্তি, আলোর ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রাতের বেলা ময়নাতদন্ত সম্পন্ন করার লোকও রয়েছেন । তাতেই সূর্যাস্তের পর ময়নাতদন্তে ছাড় দেওয়ায় সায় মেলে ।

তবে সূর্যাস্তের পর ময়নাতদন্তের ক্ষেত্রে অঙ্গদান, অঙ্গপ্রতিস্থাপনকে সবার আগে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র । তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না, তা সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে নিশ্চিত করতে হবে । হাসপাতালে থাকতে হবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা , যাতে সন্দেহজনক কাজকর্মের অভিযোগে আইনি জটিলতা তৈরি হলে, পরিস্থিতি সামাল দেওয়া যায় ।

আরও পড়ুন: Narendra Modi : দেশের প্রথম আইএসও সার্টিফায়েড স্টেশনের উদ্বোধনে মোদি

তবে খুন, আত্মহত্যা, ধর্ষণ এবং রহস্যজনক পরিস্থিতিতে পচাগলা দেহ উদ্ধারের ঘটনা সামনে এলে, সে ক্ষেত্রে রাতের বেলা ময়নাতদন্ত না-করারই নির্দেশ রয়েছে । জরুরি পরিস্থিতিতে যদি আইনি নির্দেশ আসে, সে ক্ষেত্রে রাতের বেলাতেও ময়নাতদন্ত করা যাবে । দেশের সমস্ত, মন্ত্রক, দফতর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র ।

নয়াদিল্লি, 15 নভেম্বর: স্বাস্থ্য পরিষেবাকে মসৃণ করে তুলতে এবার সূর্যাস্তের পরেও ময়নাতদন্তে সায় দিল কেন্দ্রীয় সরকার । সোমবার থেকেই দেশের সমস্ত হাসপাতালের জন্য এই নিয়ম চালু হল । এতে মৃতের পরিবারের হয়রানি যেমন কমবে, তেমনই অঙ্গদান এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও সময়সীমা পেরিয়ে যাওয়ার ঝুঁকি কমবে বলে আশাবাদী সরকার । তবে খুন, আত্মহত্যা এবং ধর্ষণের ফলে মৃত্যুকে, আইনি জটিলতার কারণে, এর বাইরে রাখা হয়েছে ।

জরুরি পরিস্থিতিতে রাতের বেলাও ময়নাতদন্ত করে থাকে কিছু প্রতিষ্ঠান । কিন্তু সাধারণত সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হয় না হাসপাতাল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে । তা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরকারের কাছে সুপারিশ জমা পড়ছিল বিভিন্ন মহল থেকে । সূর্যাস্তের পরেও ময়নাতদন্তের জন্য অনুমোদনের আর্জি আসছিল । সোমবার শেষমেশ তাতে সায় দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।

আরও পড়ুন: Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রযুক্তি কমিটি এ নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা চালায় । কোথায় কোথায় সমস্যা দেখা দিতে পারে, বিশদে তা নিয়ে আলোচনা হয় । তাতে দেখা যায়, দেশে বেশ কিছু স্বাস্থ্যসংস্থায় জরুরি পরিস্থিতিতে রাতের বেলাতেও ময়নাতদন্ত হয় । তার জন্য উন্নত প্রযুক্তি, আলোর ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রাতের বেলা ময়নাতদন্ত সম্পন্ন করার লোকও রয়েছেন । তাতেই সূর্যাস্তের পর ময়নাতদন্তে ছাড় দেওয়ায় সায় মেলে ।

তবে সূর্যাস্তের পর ময়নাতদন্তের ক্ষেত্রে অঙ্গদান, অঙ্গপ্রতিস্থাপনকে সবার আগে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র । তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না, তা সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে নিশ্চিত করতে হবে । হাসপাতালে থাকতে হবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা , যাতে সন্দেহজনক কাজকর্মের অভিযোগে আইনি জটিলতা তৈরি হলে, পরিস্থিতি সামাল দেওয়া যায় ।

আরও পড়ুন: Narendra Modi : দেশের প্রথম আইএসও সার্টিফায়েড স্টেশনের উদ্বোধনে মোদি

তবে খুন, আত্মহত্যা, ধর্ষণ এবং রহস্যজনক পরিস্থিতিতে পচাগলা দেহ উদ্ধারের ঘটনা সামনে এলে, সে ক্ষেত্রে রাতের বেলা ময়নাতদন্ত না-করারই নির্দেশ রয়েছে । জরুরি পরিস্থিতিতে যদি আইনি নির্দেশ আসে, সে ক্ষেত্রে রাতের বেলাতেও ময়নাতদন্ত করা যাবে । দেশের সমস্ত, মন্ত্রক, দফতর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.