ETV Bharat / bharat

Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

পর্ন কাণ্ডে ধৃত রাজ কুন্দ্রা এবং রিয়ান থোরপের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত ৷ শনিবার বম্বে হাইকোর্টে তাঁদের আবেদন খারিজ হয়ে যায় ৷ উল্টে আদালতের পর্যবেক্ষণ, রাজ এবং রিয়ানকে পুলিশ হেফাজতে পাঠিয়ে কোনও ভুল করেনি নিম্ন আদালত ৷ উল্লেখ্য, গত 27 জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থোরপেকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷

Pornography case: Bombay High Court dismisses bail application of Raj Kundra and Ryan Thorpe
Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে
author img

By

Published : Aug 7, 2021, 12:43 PM IST

মুম্বই, 7 অগস্ট : পর্ন কাণ্ডে ধৃত রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং রিয়ান থোরপের (Ryan Thorpe) অবিলম্বে মুক্তির আবেদন খারিজ করে দিল আদালত ৷ নিম্ন আদালতের নির্দেশে আপাতত দুই অভিযুক্তই পুলিশ হেফাজতে রয়েছেন ৷ সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হন রাজ ও রিয়ান ৷ কিন্তু শনিবারের শুনানিতে তাঁদের জামিনের সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি ৷ ফলে এখনই বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছেন না রাজ ও রিয়ান ৷ এদিন বম্বে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিম্ন আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার যে নির্দেশ দিয়েছে, তাতে ভুল কিছু নেই ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

প্রসঙ্গত, গত 27 জুলাই শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থোরপেকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ তারও আগে, গত 19 জুলাই পর্ন কাণ্ডে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ একই ঘটনায় আরও 11 জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

এরপর পুলিশের হেফাজত থেকে মুক্তি পেতে বম্বে হাইকোর্টে আবেদন জানান রাজ ও রিয়ান ৷ গত 2 অগস্ট মামলার শুনানি থাকলেও বিচারপতি রায়দান স্থগিত রাখেন ৷ শুনানি চলাকালীন মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতকে জানান, রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তাঁরা 68 টি পর্ন ভিডিয়ো পেয়েছেন ৷ ওই আধিকারিক আদালতে দাঁড়িয়ে বলেন, ‘‘রাজ্য় কুন্দ্রার ল্যাপটপ থেকে হটশটস অ্য়াপের (Hotshots app) বিস্তারিত বিবরণ-সহ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন (PPT) পাওয়া গিয়েছে ৷ ওই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে অ্যাপের বিষয়বস্তু, আর্থিক তথ্যাবলী, বিপনন কৌশল-সহ যাবতীয় তথ্য রয়েছে ৷’’

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এখানেই শেষ নয় ৷ রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তারা নীল ছবির স্ক্রিপ্টও উদ্ধার করেছে ৷ তার মধ্যে যৌন বিষয়বস্তুও রয়েছে ৷ এমনকী, রাজ কুন্দ্রা তাঁর ল্যাপটপ থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টাও করেছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্তকারীরা ৷ পুলিশের তরফ থেকে পেশ করা এইসব তথ্য শুনের আদালতের মনে হয়েছে, রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে নিম্ন আদালত কোনও ভুল করেনি ৷ প্রসঙ্গত, এর আগে গত 5 অগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টেও রাজ ও রিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

মুম্বই, 7 অগস্ট : পর্ন কাণ্ডে ধৃত রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং রিয়ান থোরপের (Ryan Thorpe) অবিলম্বে মুক্তির আবেদন খারিজ করে দিল আদালত ৷ নিম্ন আদালতের নির্দেশে আপাতত দুই অভিযুক্তই পুলিশ হেফাজতে রয়েছেন ৷ সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হন রাজ ও রিয়ান ৷ কিন্তু শনিবারের শুনানিতে তাঁদের জামিনের সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি ৷ ফলে এখনই বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছেন না রাজ ও রিয়ান ৷ এদিন বম্বে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিম্ন আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার যে নির্দেশ দিয়েছে, তাতে ভুল কিছু নেই ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

প্রসঙ্গত, গত 27 জুলাই শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থোরপেকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ তারও আগে, গত 19 জুলাই পর্ন কাণ্ডে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ একই ঘটনায় আরও 11 জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

এরপর পুলিশের হেফাজত থেকে মুক্তি পেতে বম্বে হাইকোর্টে আবেদন জানান রাজ ও রিয়ান ৷ গত 2 অগস্ট মামলার শুনানি থাকলেও বিচারপতি রায়দান স্থগিত রাখেন ৷ শুনানি চলাকালীন মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতকে জানান, রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তাঁরা 68 টি পর্ন ভিডিয়ো পেয়েছেন ৷ ওই আধিকারিক আদালতে দাঁড়িয়ে বলেন, ‘‘রাজ্য় কুন্দ্রার ল্যাপটপ থেকে হটশটস অ্য়াপের (Hotshots app) বিস্তারিত বিবরণ-সহ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন (PPT) পাওয়া গিয়েছে ৷ ওই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে অ্যাপের বিষয়বস্তু, আর্থিক তথ্যাবলী, বিপনন কৌশল-সহ যাবতীয় তথ্য রয়েছে ৷’’

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এখানেই শেষ নয় ৷ রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তারা নীল ছবির স্ক্রিপ্টও উদ্ধার করেছে ৷ তার মধ্যে যৌন বিষয়বস্তুও রয়েছে ৷ এমনকী, রাজ কুন্দ্রা তাঁর ল্যাপটপ থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টাও করেছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্তকারীরা ৷ পুলিশের তরফ থেকে পেশ করা এইসব তথ্য শুনের আদালতের মনে হয়েছে, রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে নিম্ন আদালত কোনও ভুল করেনি ৷ প্রসঙ্গত, এর আগে গত 5 অগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টেও রাজ ও রিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.