ETV Bharat / bharat

Notice to Pondicherry University VC: অবসরের তিন বছর পরও দিল্লি ভার্সিটির আবাসন ছাড়েননি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

author img

By

Published : Feb 19, 2023, 2:53 PM IST

অবসরের তিন বছর পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সরকারি আবাসন ছাড়েননি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের (Pondicherry University VC) উপাচার্য গুরমিত সিং (Notice to Pondicherry University VC)৷ এমনকী তাঁর বকেয়া রয়েছে 23 লক্ষ টাকা ৷

Delhi University ETV Bharat
দিল্লি বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার তিন বছর পরেও সেখানকার সরকারি আবাসনের দখল ছাড়েননি গুরমিত সিং (Notice to Pondicherry University VC)৷ যিনি বর্তমানে পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ শুধু তাই নয়, সরকারি নথি বলছে যে, তাঁর থেকে 23 লক্ষ টাকা পায় দিল্লি বিশ্ববিদ্যালয় ৷

আবাসান না ছাড়ার কারণ: আবাসন না ছাড়ার কারণ প্রাথমিক ভাবে কোভিডের জন্য হওয়া লকডাউন ছিল বলে দাবি গুরমিত সিং-এর ৷ তবে পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বকেয়া ভুল গণনার পাশাপাশি মেয়াদ শেষের আগে হাতে কম সময় থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অন্যায্য আচরণ করেছে এবং তাঁর অবসরের সময় প্রাপ্ত অর্থের 50 লক্ষ টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন গুরমিত সিং ।

গুরমিত সিং-কে নোটিশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের: এ বিষয়ে গত সপ্তাহে সিংকে সর্বশেষ নোটিশ পাঠিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ তাঁকে উত্তর ক্যাম্পাসের ক্যাভালরি লাইনের 'টাইপ 5′ বাংলোটি খালি করতে বলা হয় ৷ নইলে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার মতো নানা পদক্ষেপ বিশ্ববিদ্যালয় করবে বলে জানানো হয়েছে ৷ এই নিয়ে তাঁকে একই বিষয়ে নবম নোটিশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: 'বিশ্বভারতীর উপাচার্য তো মোদির বাড়ির চাকর', কটাক্ষ উদয়নের

তারা বিক্ষপ্তিতে জানিয়েছে, "আপনি বিশ্ববিদ্যালয়ের বাসস্থান খালি করেননি এবং আপনি ক্ষতিপূরণ বাবদ স্বাভাবিক লাইসেন্স ফির 50 গুণ হারে চার্জ ও জলের চার্জের বকেয়া শোধ করেননি । ভারত সরকারের নিয়ম অবসরের পরে ছয় মাসের বেশি থাকার অনুমতি দেয় না ৷ এ ছাড়াও আপনি 2 বছর এবং 9 মাসেরও বেশি সময় ধরে দণ্ডনীয় ভাড়া পরিশোধ না করেও বেশি সময় ধরে অবস্থান করেছেন । এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে ৷" দিল্লি বিশ্ববিদ্যালয় দাবি করেছে যে, উপাচার্যের 23.70 লক্ষ টাকা জরিমানা ভাড়া এবং জলের চার্জ বকেয়া রয়েছে ৷

পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সরকার আবাসন নেন গুরমিত সিং: করোশন কেমিস্ট্রি এবং ন্যানোফিল্ম ডিপোজিশনের স্বনামধন্য বিশেষজ্ঞ গুরমিত সিং ৷ 2017 সালে তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন । গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করা হয়েছিল । তিনি তামিলনাড়ুর গান্ধিগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন । তিনি 2019 সালের অক্টোবরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন এবং 2020 সালের এপ্রিলের মধ্যে তাঁর সরকারি বাসস্থান খালি করার কথা ছিল । তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়েও সরকারি আবাসন নিয়েছেন বলে জানিয়েছেন গুরমিত সিং ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার তিন বছর পরেও সেখানকার সরকারি আবাসনের দখল ছাড়েননি গুরমিত সিং (Notice to Pondicherry University VC)৷ যিনি বর্তমানে পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ শুধু তাই নয়, সরকারি নথি বলছে যে, তাঁর থেকে 23 লক্ষ টাকা পায় দিল্লি বিশ্ববিদ্যালয় ৷

আবাসান না ছাড়ার কারণ: আবাসন না ছাড়ার কারণ প্রাথমিক ভাবে কোভিডের জন্য হওয়া লকডাউন ছিল বলে দাবি গুরমিত সিং-এর ৷ তবে পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বকেয়া ভুল গণনার পাশাপাশি মেয়াদ শেষের আগে হাতে কম সময় থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অন্যায্য আচরণ করেছে এবং তাঁর অবসরের সময় প্রাপ্ত অর্থের 50 লক্ষ টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন গুরমিত সিং ।

গুরমিত সিং-কে নোটিশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের: এ বিষয়ে গত সপ্তাহে সিংকে সর্বশেষ নোটিশ পাঠিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ তাঁকে উত্তর ক্যাম্পাসের ক্যাভালরি লাইনের 'টাইপ 5′ বাংলোটি খালি করতে বলা হয় ৷ নইলে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার মতো নানা পদক্ষেপ বিশ্ববিদ্যালয় করবে বলে জানানো হয়েছে ৷ এই নিয়ে তাঁকে একই বিষয়ে নবম নোটিশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: 'বিশ্বভারতীর উপাচার্য তো মোদির বাড়ির চাকর', কটাক্ষ উদয়নের

তারা বিক্ষপ্তিতে জানিয়েছে, "আপনি বিশ্ববিদ্যালয়ের বাসস্থান খালি করেননি এবং আপনি ক্ষতিপূরণ বাবদ স্বাভাবিক লাইসেন্স ফির 50 গুণ হারে চার্জ ও জলের চার্জের বকেয়া শোধ করেননি । ভারত সরকারের নিয়ম অবসরের পরে ছয় মাসের বেশি থাকার অনুমতি দেয় না ৷ এ ছাড়াও আপনি 2 বছর এবং 9 মাসেরও বেশি সময় ধরে দণ্ডনীয় ভাড়া পরিশোধ না করেও বেশি সময় ধরে অবস্থান করেছেন । এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে ৷" দিল্লি বিশ্ববিদ্যালয় দাবি করেছে যে, উপাচার্যের 23.70 লক্ষ টাকা জরিমানা ভাড়া এবং জলের চার্জ বকেয়া রয়েছে ৷

পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সরকার আবাসন নেন গুরমিত সিং: করোশন কেমিস্ট্রি এবং ন্যানোফিল্ম ডিপোজিশনের স্বনামধন্য বিশেষজ্ঞ গুরমিত সিং ৷ 2017 সালে তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন । গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করা হয়েছিল । তিনি তামিলনাড়ুর গান্ধিগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন । তিনি 2019 সালের অক্টোবরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন এবং 2020 সালের এপ্রিলের মধ্যে তাঁর সরকারি বাসস্থান খালি করার কথা ছিল । তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়েও সরকারি আবাসন নিয়েছেন বলে জানিয়েছেন গুরমিত সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.