ETV Bharat / bharat

সংসদে হামলায় অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং টেস্ট করানোর নির্দেশ আদালতের - Lok Sabha Security breach

Parliament Security Breach Case: সংসদ নিরাপত্তায় গাফিলতি সংক্রান্ত মামলায় অভিযুক্তদের এবার পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং পরীক্ষা করা হবে । শুক্রবার এই নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ৷

Parliament Security Breach Case
Parliament Security Breach Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 5:25 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট সংসদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত মামলায় অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে । শুক্রবার একই সঙ্গে সব অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজত আরও আটদিন বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত ।

এ দিন সমস্ত অভিযুক্তকে হাজির করার সময় দিল্লি পুলিশ জানিয়েছে যে বিশেষজ্ঞদের মতে, তাঁদের সকলের মনস্তাত্ত্বিক পরীক্ষা করা দরকার । দুই অভিযুক্ত মনোরঞ্জন ও সাগরের জন্যও নারকো পরীক্ষা করতে হবে । এরপর আদালত বলে, পুলিশ অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো টেস্ট ও ব্রেন ম্যাপিংয়ের জন্যও আবেদন করেছে । তাই এই বিষয়ে লিগাল এইড কর্তৃপক্ষের আইনজীবীকে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে বলা হয় ।

এরপর মামলার অভিযুক্ত সাগর শর্মা ও মনোরঞ্জন পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং টেস্ট করাতে রাজি হন । যেখানে, ললিত ঝা, মহেশ কুমাওয়াত ও আনমোল পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মত হয়েছেন । পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিতে অস্বীকার করেন নীলম আজাদ ।

এর আগে গত 28 ডিসেম্বর অভিযুক্তদের আদালতে পেশ করা হয় ৷ সেই সময় দিল্লি পুলিশ বলেছিল যে অভিযুক্তদের থেকে জানা জরুরি যে তারা পলিগ্রাফ পরীক্ষায় রাজি কি না ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ ইউএপিএ-র 16এ ধারায় এই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

প্রসঙ্গত, গত 13 ডিসেম্বর লোকসভার ভিজিটর গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপ দিয়েছিলেন দুই অভিযুক্ত । কিছুক্ষণ পর এক অভিযুক্ত সাংসদদের বসার ডেস্কের উপরে হাঁটতে হাঁটতে জুতো থেকে কিছু বের করলেই হঠাৎ হলুদ ধোঁয়া বের হতে থাকে । এই ঘটনার পর সংসদে তোলপাড় শুরু হয় । হট্টগোল ও ধোঁয়ার মধ্যে কয়েকজন সাংসদ এই যুবকদের ধরে মারধরও করেন । কিছুক্ষণ পর সংসদের নিরাপত্তাকর্মীরা ওই দুই যুবককে ধরে ফেলে । সংসদের বাইরে দুই ব্যক্তিকেও ধরা পড়ে যারা স্লোগান দিচ্ছিল ও হলুদ ধোঁয়া বের করছিল ।

আরও পড়ুন:

  1. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  2. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  3. সংসদে তাণ্ডব চালানো মনোরঞ্জনের ঘরে তালা ঝোলাল পুলিশ, জিজ্ঞাসাবাদের মুখে বাবা-মা

নয়াদিল্লি, 5 জানুয়ারি: দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট সংসদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত মামলায় অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে । শুক্রবার একই সঙ্গে সব অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজত আরও আটদিন বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত ।

এ দিন সমস্ত অভিযুক্তকে হাজির করার সময় দিল্লি পুলিশ জানিয়েছে যে বিশেষজ্ঞদের মতে, তাঁদের সকলের মনস্তাত্ত্বিক পরীক্ষা করা দরকার । দুই অভিযুক্ত মনোরঞ্জন ও সাগরের জন্যও নারকো পরীক্ষা করতে হবে । এরপর আদালত বলে, পুলিশ অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো টেস্ট ও ব্রেন ম্যাপিংয়ের জন্যও আবেদন করেছে । তাই এই বিষয়ে লিগাল এইড কর্তৃপক্ষের আইনজীবীকে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে বলা হয় ।

এরপর মামলার অভিযুক্ত সাগর শর্মা ও মনোরঞ্জন পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং টেস্ট করাতে রাজি হন । যেখানে, ললিত ঝা, মহেশ কুমাওয়াত ও আনমোল পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মত হয়েছেন । পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিতে অস্বীকার করেন নীলম আজাদ ।

এর আগে গত 28 ডিসেম্বর অভিযুক্তদের আদালতে পেশ করা হয় ৷ সেই সময় দিল্লি পুলিশ বলেছিল যে অভিযুক্তদের থেকে জানা জরুরি যে তারা পলিগ্রাফ পরীক্ষায় রাজি কি না ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ ইউএপিএ-র 16এ ধারায় এই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

প্রসঙ্গত, গত 13 ডিসেম্বর লোকসভার ভিজিটর গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপ দিয়েছিলেন দুই অভিযুক্ত । কিছুক্ষণ পর এক অভিযুক্ত সাংসদদের বসার ডেস্কের উপরে হাঁটতে হাঁটতে জুতো থেকে কিছু বের করলেই হঠাৎ হলুদ ধোঁয়া বের হতে থাকে । এই ঘটনার পর সংসদে তোলপাড় শুরু হয় । হট্টগোল ও ধোঁয়ার মধ্যে কয়েকজন সাংসদ এই যুবকদের ধরে মারধরও করেন । কিছুক্ষণ পর সংসদের নিরাপত্তাকর্মীরা ওই দুই যুবককে ধরে ফেলে । সংসদের বাইরে দুই ব্যক্তিকেও ধরা পড়ে যারা স্লোগান দিচ্ছিল ও হলুদ ধোঁয়া বের করছিল ।

আরও পড়ুন:

  1. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  2. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  3. সংসদে তাণ্ডব চালানো মনোরঞ্জনের ঘরে তালা ঝোলাল পুলিশ, জিজ্ঞাসাবাদের মুখে বাবা-মা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.