ETV Bharat / bharat

INDIA Coordination Committee Meet: 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক বুধে, আলোচনা হবে আসন সমঝোতা নিয়েও

বুধবার নয়াদিল্লিতে বসছে ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হবে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:49 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: বুধবার নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বসতে চলেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক ৷ গত মাসে মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে গঠিত হয় 18 সদস্যের এই সমন্বয় কমিটি ৷ সিপিএম অবশ্য এই কমিটিতে তাদের তরফে কে থাকবে, তা পরে জানাবে বলেছে ৷ সংবাদসংস্থা জানিয়েছে, এই বৈঠকে বিরোধী দলগুলি আসন ভাগাভাগি ও লোকসভার ভোটের আগে থেকেই কীভাবে প্রচার শুরু করা যায় সেই বিষয়ে আলোচনা করবে ৷ তবে ইডি তলব করায়, তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকালের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ৷

2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধীরা যত বেশি সম্ভব আসনে একের বিরুদ্ধে একজোট প্রার্থী দিতে চাইছে ৷ বিষয়টি নিয়ে বিরোধী জোটের 28টি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ নিজস্ব ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থে এক্ষেত্রে আসন ভাগাভাগির ফরমুলায় পৌঁছতে চাইছে বিরোধী দলগুলি ৷ তবে এই আসনরফার ক্ষেত্রে কোন মাপকাঠি ধরে এগোনো হবে, তা এখনও ঠিক হয়নি ৷ হতে পারে দলগুলি সাস্প্রতিক নির্বাচনের ফলফলের উপর নির্ভর করে এই আসন ভাগাভাগিতে যেতে পারে ৷ এই বিষয়টি বুধবারের বৈঠকে ঠিক হতে পারে ৷

আরও পড়ুন: উপনির্বাচনের ফলেই প্রমাণিত বিজেপির বিকল্প 'ইন্ডিয়া', প্রতিক্রিয়া কংগ্রেসের

এই বৈঠকের আগে কমিটির অন্যতম সদস্য আপ সাংসদ রাঘব চাড্ডা জানিয়েছেন, প্রচার পরিকল্পনা, মানুষের কাছে পৌঁছনো, যৌথ জনসভা, বাড়ি বাড়ি প্রচারের বিষয়ে কথা হবে বৈঠকে ৷ রাঘব চাড্ডা আরও জানিয়েছেন, জোটের সব দলকেই মতভেদ ও নিজ স্বার্থ বিসর্জন দিয়েই জোটকে এগিয়ে রাকার লক্ষ্যে কাজ করতে হবে ৷ তবে এই আসন ভাগাভাগির বিষয়ে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লির মতো রাজ্যগুলির ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে ৷ তবে মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহারের মতো রাজ্যে এই আসন রফায় কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে ৷ যেহেতু এখানে ইতিমধ্যেই আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট আছে ৷

(পিটিআই)

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: বুধবার নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বসতে চলেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক ৷ গত মাসে মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে গঠিত হয় 18 সদস্যের এই সমন্বয় কমিটি ৷ সিপিএম অবশ্য এই কমিটিতে তাদের তরফে কে থাকবে, তা পরে জানাবে বলেছে ৷ সংবাদসংস্থা জানিয়েছে, এই বৈঠকে বিরোধী দলগুলি আসন ভাগাভাগি ও লোকসভার ভোটের আগে থেকেই কীভাবে প্রচার শুরু করা যায় সেই বিষয়ে আলোচনা করবে ৷ তবে ইডি তলব করায়, তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকালের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ৷

2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধীরা যত বেশি সম্ভব আসনে একের বিরুদ্ধে একজোট প্রার্থী দিতে চাইছে ৷ বিষয়টি নিয়ে বিরোধী জোটের 28টি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ নিজস্ব ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থে এক্ষেত্রে আসন ভাগাভাগির ফরমুলায় পৌঁছতে চাইছে বিরোধী দলগুলি ৷ তবে এই আসনরফার ক্ষেত্রে কোন মাপকাঠি ধরে এগোনো হবে, তা এখনও ঠিক হয়নি ৷ হতে পারে দলগুলি সাস্প্রতিক নির্বাচনের ফলফলের উপর নির্ভর করে এই আসন ভাগাভাগিতে যেতে পারে ৷ এই বিষয়টি বুধবারের বৈঠকে ঠিক হতে পারে ৷

আরও পড়ুন: উপনির্বাচনের ফলেই প্রমাণিত বিজেপির বিকল্প 'ইন্ডিয়া', প্রতিক্রিয়া কংগ্রেসের

এই বৈঠকের আগে কমিটির অন্যতম সদস্য আপ সাংসদ রাঘব চাড্ডা জানিয়েছেন, প্রচার পরিকল্পনা, মানুষের কাছে পৌঁছনো, যৌথ জনসভা, বাড়ি বাড়ি প্রচারের বিষয়ে কথা হবে বৈঠকে ৷ রাঘব চাড্ডা আরও জানিয়েছেন, জোটের সব দলকেই মতভেদ ও নিজ স্বার্থ বিসর্জন দিয়েই জোটকে এগিয়ে রাকার লক্ষ্যে কাজ করতে হবে ৷ তবে এই আসন ভাগাভাগির বিষয়ে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লির মতো রাজ্যগুলির ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে ৷ তবে মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহারের মতো রাজ্যে এই আসন রফায় কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে ৷ যেহেতু এখানে ইতিমধ্যেই আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট আছে ৷

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.