ETV Bharat / bharat

Political Clash: ছটপুজোর আগে সূর্য মন্দিরে রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক - জামশেদপুর

ছটপুজোর (Chhath Puja 2022) আগে অশান্তি ৷ জামশেদপুরের (Jamshedpur) এটি সূর্য মন্দির চত্বরে বিবাদে জড়ালেন নির্দল বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতার অনুগামীরা (Political Clash in Temple Premises) ৷

Political Clash in a Temple Premises of Jamshedpur just before Chhath Puja 2022
Political Clash: ছটপুজোর আগে সূর্য মন্দিরে রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক
author img

By

Published : Oct 29, 2022, 6:06 PM IST

জামশেদপুর (ঝাড়খণ্ড), 29 অক্টোবর: ছটপুজোর (Chhath Puja 2022) আগে মন্দির চত্বরেই বিবাদে জড়ালেন নির্দল বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতার অনুগামীরা (Political Clash in Temple Premises) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে (Jamshedpur) ৷ এই ঘটনায় দুই গোষ্ঠীর অনেকে আহতও হয়েছেন ৷ সংঘর্ষের পর দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঞ্চ ও মণ্ডপ নির্মাণ করা নিয়েই বিবাদের সূত্রপাত ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সমর্থকরা সূর্য মন্দির চত্বরে একটি মঞ্চ তৈরি করছিলেন ৷ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা হয়েছিল ৷ অন্যদিকে, নির্দল বিধায়ক সরযূ রাইয়ের সমর্থকরা ছটপুজোর সামগ্রী এবং প্রসাদ বিতরণের জন্য মণ্ডপ তৈরি করছিলেন ৷ কোন গোষ্ঠী কোথায় মণ্ডপ ও মঞ্চ তৈরি করবে, তা নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ৷ পরে তা হাতাহাতি থেকে সংঘর্ষে গড়ায় ৷ এই ঘটনায় সরযূ রাইয়ের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর দলের জেলা সভাপতি সুবোধ শ্রীবাস্তব আহত হন ৷ একইসঙ্গে, অপর গোষ্ঠীরও বেশ কয়েকজন জখম হন ৷

আরও পড়ুন: প্রতিবেশী হিন্দু ভক্তদের জন্য নীলকণ্ঠের দালান, বারাণসীতে সম্প্রীতির বার্তা নূরের

সংঘর্ষের পর দু'পক্ষই স্থানীয় থানায় পৌঁছে যায় ৷ দীর্ঘক্ষণ সেখানেই ঘাঁটি গেড়ে থাকে তারা ৷ অভিযোগ, পালটা অভিযোগ দায়ের করা হয় ৷ এর ভিত্তিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসেন পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৷ তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, তিনি প্রশাসনের অনুমতি নিয়েই অনুগামীদের অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন ৷ যদিও নির্দল বিধায়ক সরযু রাইয়ের বক্তব্য হল, এখানে প্রশাসনের সরাসরি অনুষ্ঠান করা উচিত ছিল ৷ সব মিলিয়ে ছটপুজোর ঠিক আগে এমন ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ যদিও সাধারণ মানুষ চাইছেন, বিভেদ ভুলে ছটপুজোর আনন্দে সামিল হোক দুই পক্ষ ৷ উৎসবের সময় কোনওরকম রাজনৈতিক কোন্দল চাইছেন না তাঁরা ৷

জামশেদপুর (ঝাড়খণ্ড), 29 অক্টোবর: ছটপুজোর (Chhath Puja 2022) আগে মন্দির চত্বরেই বিবাদে জড়ালেন নির্দল বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতার অনুগামীরা (Political Clash in Temple Premises) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে (Jamshedpur) ৷ এই ঘটনায় দুই গোষ্ঠীর অনেকে আহতও হয়েছেন ৷ সংঘর্ষের পর দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঞ্চ ও মণ্ডপ নির্মাণ করা নিয়েই বিবাদের সূত্রপাত ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সমর্থকরা সূর্য মন্দির চত্বরে একটি মঞ্চ তৈরি করছিলেন ৷ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা হয়েছিল ৷ অন্যদিকে, নির্দল বিধায়ক সরযূ রাইয়ের সমর্থকরা ছটপুজোর সামগ্রী এবং প্রসাদ বিতরণের জন্য মণ্ডপ তৈরি করছিলেন ৷ কোন গোষ্ঠী কোথায় মণ্ডপ ও মঞ্চ তৈরি করবে, তা নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ৷ পরে তা হাতাহাতি থেকে সংঘর্ষে গড়ায় ৷ এই ঘটনায় সরযূ রাইয়ের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর দলের জেলা সভাপতি সুবোধ শ্রীবাস্তব আহত হন ৷ একইসঙ্গে, অপর গোষ্ঠীরও বেশ কয়েকজন জখম হন ৷

আরও পড়ুন: প্রতিবেশী হিন্দু ভক্তদের জন্য নীলকণ্ঠের দালান, বারাণসীতে সম্প্রীতির বার্তা নূরের

সংঘর্ষের পর দু'পক্ষই স্থানীয় থানায় পৌঁছে যায় ৷ দীর্ঘক্ষণ সেখানেই ঘাঁটি গেড়ে থাকে তারা ৷ অভিযোগ, পালটা অভিযোগ দায়ের করা হয় ৷ এর ভিত্তিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসেন পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৷ তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, তিনি প্রশাসনের অনুমতি নিয়েই অনুগামীদের অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন ৷ যদিও নির্দল বিধায়ক সরযু রাইয়ের বক্তব্য হল, এখানে প্রশাসনের সরাসরি অনুষ্ঠান করা উচিত ছিল ৷ সব মিলিয়ে ছটপুজোর ঠিক আগে এমন ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ যদিও সাধারণ মানুষ চাইছেন, বিভেদ ভুলে ছটপুজোর আনন্দে সামিল হোক দুই পক্ষ ৷ উৎসবের সময় কোনওরকম রাজনৈতিক কোন্দল চাইছেন না তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.