শ্রীনগর, 29 অক্টোবর: ক্রিকেট খেলাকালীন পুলশি আধিকারিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা ৷ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ গুরুতর আহত অবস্থায় ইন্সপেক্টর মসরুর আলি ওয়ানিকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷
পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুলিশ আধিকারিক মসরুর আলি ওয়ানি শ্রীনগর পুলিশ লাইনে, ইন্সপেক্টর পদে কর্মরত ৷ রবিবার তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন ৷ ছুটি থাকায় আজ সকালে কাছের মাঠে গিয়েছিলেন ক্রিকেট খেলতে ৷ সেখানে ম্যাচের মাঝেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা ৷ গুলিতে জখম পুলিশ আধিকারিককে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনার পরপরই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তাবাহিনী হামলাকারী জঙ্গিদের খোঁজে পুরো এলাকাটি ঘিরে ফেলেছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলায় একটি পিস্তল ব্যবহার করা হয়েছে ৷
কাশ্মীর জোন পুলিশের সোশাল মিডিয়া পোস্ট অনুযায়ী, ‘‘জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইন্সপেক্টর মসরুর আলি ৷ শ্রীনগরের ইদগাহের কাছে এই ঘটনাটি ঘটেছে ৷ চিকিৎসার জন্য তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করানো হয় ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই জঙ্গি হামলায় পিস্তল ব্যবহার করা হয়েছিল ৷ মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে ফেলা হয়েছে ৷’’
-
#Terrorists fired upon & injured Inspector Masroor Ahmad near Eidgah, Srinagar. He was immediately shifted to hospital for treatment. Preliminary #investigation reveals that a pistol was used in this #terror crime. Area cordoned off, case registered.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Terrorists fired upon & injured Inspector Masroor Ahmad near Eidgah, Srinagar. He was immediately shifted to hospital for treatment. Preliminary #investigation reveals that a pistol was used in this #terror crime. Area cordoned off, case registered.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 29, 2023#Terrorists fired upon & injured Inspector Masroor Ahmad near Eidgah, Srinagar. He was immediately shifted to hospital for treatment. Preliminary #investigation reveals that a pistol was used in this #terror crime. Area cordoned off, case registered.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 29, 2023
আরও পড়ুন: কোকারনাগে লস্কর কমান্ডার উজাইর খান-সহ দুই জঙ্গি নিহত, জানালেন কাশ্মীরের পুলিশ কর্তা
উল্লেখ্য, গতকালই জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং বলেছিলেন, এ বছর উপত্যকায় হাতেগোনা কয়েকটি হিংসার ঘটনা ঘটেছে ৷ আর তার 24 ঘণ্টার মধ্যে পুলিশ আধিকারিকের উপর এই হামলার ঘটনা ঘটল ৷ তবে, উপত্যকার 10 জন যুবক সম্প্রতি জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে বলে খবর পেয়েছে পুলিশ ৷ যা চিন্তায় রাখছে প্রশাসনকে ৷