ETV Bharat / bharat

Pune Shocker: স্ত্রী ও ভাইপোকে গুলি করে আত্মঘাতী পুলিশ কর্তা, কারণ নিয়ে সংশয়

author img

By

Published : Jul 24, 2023, 12:21 PM IST

ACP Allegedly Shot Dead His Wife and Nephew: গুলি করে আত্মঘাতী এসিপি ৷ তবে তার আগে স্ত্রী ও ভাইপোকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ৷

Police officer allegedly shot dead wife
গুলি করে আত্মহত্যা এসিপির

পুনে, 24 জুলাই: প্রথমে স্ত্রী ও ভাইপোকে গুলি করে হত্যা ! তারপর সেই বন্দুক দিয়েই নিজেকে গুলি করে আত্মঘাতী পুনের পুলিশ আধিকারিক ৷ শহরের বানের এলাকায় নিজের বাড়িতে সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটান অমরাবতীর অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার ভরত গায়কোয়াড়। 57 বছর বয়সি ওই পুলিশ আধিকারিকের গুলিতে স্ত্রী মণি গায়কওয়াড় ও ভাইপো দীপক গায়কওয়াড়ের মৃত্যু হয়েছে ৷ মণির বয়স 44 বছর ৷ দীপকের বয়স 35 বছর ৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ৷

পুলিশি তদন্তে অনুমান, এসিপি প্রথমে তাঁর স্ত্রীর মাথায় গুলি করেন । গুলির শব্দ শুনে তাঁর ছেলে এবং ভাইপো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন ৷ তাঁরা দরজা খুলতেই ভরত তাঁর ভাইপোকে গুলি করেন ৷ গুলি গিয়ে তাঁর বুকে লাগে । এরপর ভরত নিজের মাথায় গুলি করেন । ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ৷ তবে ভরত ছেলেকে কোনওরকম আঘাত করেননি ৷ ইতিমধ্যেই ছেলের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ তবে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন পুলিশ আধিকারিকের ছেলে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে কনস্টেবলকে গুলি করে খুন আততায়ীদের

কী কারণে পুলিশ কর্তা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ভরত কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে । মানসিক অবসাদ নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যে এসিপি এবং তাঁর স্ত্রী ও ভাইপোর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুনে, 24 জুলাই: প্রথমে স্ত্রী ও ভাইপোকে গুলি করে হত্যা ! তারপর সেই বন্দুক দিয়েই নিজেকে গুলি করে আত্মঘাতী পুনের পুলিশ আধিকারিক ৷ শহরের বানের এলাকায় নিজের বাড়িতে সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটান অমরাবতীর অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার ভরত গায়কোয়াড়। 57 বছর বয়সি ওই পুলিশ আধিকারিকের গুলিতে স্ত্রী মণি গায়কওয়াড় ও ভাইপো দীপক গায়কওয়াড়ের মৃত্যু হয়েছে ৷ মণির বয়স 44 বছর ৷ দীপকের বয়স 35 বছর ৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ৷

পুলিশি তদন্তে অনুমান, এসিপি প্রথমে তাঁর স্ত্রীর মাথায় গুলি করেন । গুলির শব্দ শুনে তাঁর ছেলে এবং ভাইপো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন ৷ তাঁরা দরজা খুলতেই ভরত তাঁর ভাইপোকে গুলি করেন ৷ গুলি গিয়ে তাঁর বুকে লাগে । এরপর ভরত নিজের মাথায় গুলি করেন । ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ৷ তবে ভরত ছেলেকে কোনওরকম আঘাত করেননি ৷ ইতিমধ্যেই ছেলের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ তবে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন পুলিশ আধিকারিকের ছেলে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে কনস্টেবলকে গুলি করে খুন আততায়ীদের

কী কারণে পুলিশ কর্তা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ভরত কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে । মানসিক অবসাদ নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যে এসিপি এবং তাঁর স্ত্রী ও ভাইপোর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.