ETV Bharat / bharat

শ্রীনগরে জঙ্গির গুলিতে নিহত পুলিশ ইন্সপেক্টর - শ্রীনগর

ওই পুলিশ আধিকারিককে নিশানা করে দু-জন অজ্ঞাত পরিচয় জঙ্গি আচমকাই গুলি চালায় ৷ সোমবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটে ৷

police inspector shot dead by 2 unidentified terrorist in Srinagar
police inspector shot dead by 2 unidentified terrorist in Srinagar
author img

By

Published : Jun 23, 2021, 5:38 AM IST

শ্রীনগর, 23 জুন: শ্রীনগরে জঙ্গির গুলিতে নিহত পুলিশ ইন্সপেক্টর ৷ জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের মেগানওয়াজি নওগাঁয় একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিককে নিশানা করে দু-জন অজ্ঞাত পরিচয় জঙ্গি আচমকাই গুলি চালায় ৷ সোমবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ ওই সময় পুলিশ কর্মী পারভেজ আহমেদ প্রার্থনা করতে মসজিদে যাচ্ছিলেন ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে জঙ্গিরা পারভেজকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ৷ পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় ইন্সপেক্টরের ৷

আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সহ 3 জঙ্গি

জম্ম-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে ৷ অজ্ঞাত পরিচয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে ৷

শ্রীনগর, 23 জুন: শ্রীনগরে জঙ্গির গুলিতে নিহত পুলিশ ইন্সপেক্টর ৷ জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের মেগানওয়াজি নওগাঁয় একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিককে নিশানা করে দু-জন অজ্ঞাত পরিচয় জঙ্গি আচমকাই গুলি চালায় ৷ সোমবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ ওই সময় পুলিশ কর্মী পারভেজ আহমেদ প্রার্থনা করতে মসজিদে যাচ্ছিলেন ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে জঙ্গিরা পারভেজকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ৷ পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় ইন্সপেক্টরের ৷

আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সহ 3 জঙ্গি

জম্ম-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে ৷ অজ্ঞাত পরিচয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.