বেঙ্গালুরু, 30 নভেম্বর: মোবাইলে মহিলাদের হাজার হাজার নগ্ন ছবি ৷ বয়ফ্রেন্ডের মোবাইলে প্রায় 13 হাজার এমন ছবি দেখতে পেলেন এক তরুণী ৷ সেই নগ্ন ছবিগুলি তাঁর এবং তাঁর সহকর্মীদের ৷ তরুণীর বয়স 22 বছর ৷ স্বভাবতই এমন ঘটনায় হতবাক হয়ে যান তরুণী ৷ তিনি সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷
ওই তরুণী বেল্লান্দুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ৷ গত 4 মাস ধরে তিনি 25 বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ৷ সেও ওই প্রাইভেট কোম্পানিতেই চাকরি করেন ৷ সম্প্রতি বয়ফ্রেন্ডের ফোনটি তরুণীর নিয়ে নেন ৷ তাতে তাঁর ও বয়ফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিয়ো আছে ৷ সেগুলি ডিলিট করাই তাঁর উদ্দেশ্য ছিল ৷ আর বয়ফ্রেন্ড এই সম্বন্ধে কিছুই জানত না ৷
এই সময়েই তরুণী বয়ফ্রেন্ডের মোবাইলের গ্যালারি দেখে তাজ্জব হয়ে যান ৷ সেখানে তরুণীর নগ্ন ছবি তো রয়েছেই, তাছাড়া অন্য বহু মহিলার নগ্ন ছবিও রয়েছে ৷ আর সেই সংখ্যা একশো কি দু'শো নয়, প্রায় 13 হাজার ! এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তরুণী ৷
এর পাশাপাশি কোম্পানির আইনি বিভাগেও বিষয়টি জানান ৷ সেই অনুযায়ী 23 নভেম্বর কোম্পানির এক প্রতিনিধি স্থানীয় সাইবার ক্রাইম স্টেশনে অভিযোগ দায়ের করেন ৷ পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ৷ পুলিশের সন্দেহ, বহু মহিলার ছবিগুলি এডিট করা ৷ তবে কোম্পানির তরফে পরিষ্কার জানানো হয়েছে, ওই যুবক মহিলাদের ছবি বিকৃত করার কাজে কোম্পানির কোনও মেশিন ব্যবহার করেনি ৷ ওই অভিযুক্ত যুবককে জেরা করছে পুলিশ ৷
আরও পড়ুন: