ETV Bharat / bharat

Sexual Assault: বন্ধুর জন্মদিনে কিশোরীর উপর যৌন নির্যাতন ! গ্রেফতার 3 নাবালক-সহ 6

তিন নাবালক (Three Minor Boy)-সহ মোট ছ'জনকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মিলিতভাবে 16 বছরের এক কিশোরীর উপর যৌন নির্যাতন (Sexual Assault) চালানোর অভিযোগ উঠেছে ৷ মুম্বইয়ের (Mumbai) লোয়ার পরেল এলাকার ঘটনা ৷

police arrest six including Three Minor Boy for a Sexual Assault case of a 16 year old girl in Mumbai
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Dec 24, 2022, 8:29 PM IST

মুম্বই, 24 ডিসেম্বর: ফের একবার নাবালিকার উপর যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ উঠল ৷ এবারের ঘটনাস্থল মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স মাত্র 16 বছর ৷ তার থেকেও যেটা চিন্তার বিষয়, তা হল কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনই নাবালক (Three Minor Boy) ! সব মিলিয়ে মোট ছ'জনের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ৷ শনিবার পুলিশের তরফ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে শহরের লোয়ার পরেল এলাকায় ৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার ওই কিশোরীর বন্ধু !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত তিন প্রাপ্তবয়স্ককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ একইসঙ্গে, অভিযুক্ত তিন নাবালককেও পাকড়াও করেছে তারা ৷ শুক্রবার ওই ছয় অভিযুক্তকে ধরা হয় ৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত প্রধান শিক্ষক

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, স্থানীয় এক চৌলে ওই কিশোরীর এক বন্ধু থাকে ৷ ঘটনার দিন তার জন্মদিন ছিল ৷ কিশোরী তার আর এক বন্ধুর সঙ্গে প্রথম বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ৷ বাকি পাঁচ অভিযুক্তও সেখানে এসেছিল ৷ তারা ওই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল ৷ সেই রাতেই হঠাৎ কিশোরীর চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশে খবর দেন ৷ এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় এন এম জোশি মার্গ থানার পুলিশ ৷ সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷ অভিযুক্তদেরও সেখান থেকেই পাকড়াও করা হয় ৷

পরে ওই কিশোরী সংশ্লিষ্ট ছ'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে পুলিশ ৷ ধৃতদের সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ফৌজদারি ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয় ৷

অভিযুক্তদের মধ্যে তিন নাবালককে ইতিমধ্যেই ডোংরি এলাকার একটি সরকারি হোমে পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করানোর পাশাপাশি তার বয়ান রেকর্ডও করা হয়েছে ৷ সেইসঙ্গে, অভিযোকারিণী এবং নাবালক তিন অভিযুক্তের অভিভাবকদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ কোন পরিস্থিতিতে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে এই তদন্তে মনোবিদদের সাহায্য নেওয়া হবে ৷

মুম্বই, 24 ডিসেম্বর: ফের একবার নাবালিকার উপর যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ উঠল ৷ এবারের ঘটনাস্থল মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স মাত্র 16 বছর ৷ তার থেকেও যেটা চিন্তার বিষয়, তা হল কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনই নাবালক (Three Minor Boy) ! সব মিলিয়ে মোট ছ'জনের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ৷ শনিবার পুলিশের তরফ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে শহরের লোয়ার পরেল এলাকায় ৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার ওই কিশোরীর বন্ধু !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত তিন প্রাপ্তবয়স্ককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ একইসঙ্গে, অভিযুক্ত তিন নাবালককেও পাকড়াও করেছে তারা ৷ শুক্রবার ওই ছয় অভিযুক্তকে ধরা হয় ৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত প্রধান শিক্ষক

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, স্থানীয় এক চৌলে ওই কিশোরীর এক বন্ধু থাকে ৷ ঘটনার দিন তার জন্মদিন ছিল ৷ কিশোরী তার আর এক বন্ধুর সঙ্গে প্রথম বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ৷ বাকি পাঁচ অভিযুক্তও সেখানে এসেছিল ৷ তারা ওই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল ৷ সেই রাতেই হঠাৎ কিশোরীর চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশে খবর দেন ৷ এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় এন এম জোশি মার্গ থানার পুলিশ ৷ সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷ অভিযুক্তদেরও সেখান থেকেই পাকড়াও করা হয় ৷

পরে ওই কিশোরী সংশ্লিষ্ট ছ'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে পুলিশ ৷ ধৃতদের সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ফৌজদারি ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয় ৷

অভিযুক্তদের মধ্যে তিন নাবালককে ইতিমধ্যেই ডোংরি এলাকার একটি সরকারি হোমে পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করানোর পাশাপাশি তার বয়ান রেকর্ডও করা হয়েছে ৷ সেইসঙ্গে, অভিযোকারিণী এবং নাবালক তিন অভিযুক্তের অভিভাবকদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ কোন পরিস্থিতিতে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে এই তদন্তে মনোবিদদের সাহায্য নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.