ETV Bharat / bharat

Maheshtala PS : থানায় নিয়ে গিয়ে ব্যক্তিকে মারধরের অভিযোগ, আদালতে পরিবার - পুলিশের উদ্ধত আচরণ

মশেহতলা থানার এসআই'য়ের মারে জখম এক ব্যক্তি ৷ পরিবারের দাবি, এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর অন্তত চার জায়গায় হাড় ভেঙে গিয়েছে । ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে আহতের পরিবার ৷

Maheshtala PS
ফের অমানবিক পুলিশ, এবার কাঠগড়ায় মহেশতলা থানা
author img

By

Published : Nov 10, 2021, 3:51 PM IST

Updated : Nov 10, 2021, 6:16 PM IST

মহেশতলা, 10 নভেম্বর : দিনদুয়েক আগেই শহর কলকাতায় সিভিক ভলান্টিয়ারের প্রকাশ্য ‘দাদাগিরি’ দেখা গিয়েছিল ৷ ছিনতাইবাজ সন্দেহে এক যুবকের বুকে পা তুলে দিয়েছিলেন এক সিভিক পুলিশ ৷ ঘটনায় পুলিশের উদ্ধত আচরণে রাশ টানতে নড়েচড়ে বসেছিল খোদ লালবাজার ৷ এবার আবার কাঠগড়ায় রাজ্যের পুলিশ ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

মশেহতলা থানার এসআই'য়ের মারে জখম এক ব্যক্তি ৷ আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে একটি ওষুধের দোকানের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে বচসা, তাতেই হাতাহাতি । তাদের অভিযোগ, মহেশতলা থানার এসআই আবুল মারজান সাদা পোশাকে নুঙ্গি স্টেশন সংলগ্ন একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন । বাইকটিকে রাস্তায় এমনভাবে রেখেছিলেন যাতে অন্যদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল । তারই প্রতিবাদ করেন সুমন্ত বেরা ।

থানায় নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, আদালতে পরিবার

ওই ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে দুজনের মধ্যেই হাতাহাতি শুরু হয় । আহতের পরিবারের দাবি, পরে সুমন্তকে মহেশতলা থানায় তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করেন আবুল মারজান । কালীপূজার পরের দিন সুমন্তবাবুকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে জামিন দিয়ে দেয় এবং চিকিৎসা করানোর পরামর্শ দেয় । মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে তিনি এখনও চিকিৎসাধীন, কাল তাঁর অপারেশন হওয়ার কথা । পরিবারের দাবি, এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর অন্তত চার জায়গায় হাড় ভেঙে গিয়েছে । ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে আহতের পরিবার ৷

মহেশতলা, 10 নভেম্বর : দিনদুয়েক আগেই শহর কলকাতায় সিভিক ভলান্টিয়ারের প্রকাশ্য ‘দাদাগিরি’ দেখা গিয়েছিল ৷ ছিনতাইবাজ সন্দেহে এক যুবকের বুকে পা তুলে দিয়েছিলেন এক সিভিক পুলিশ ৷ ঘটনায় পুলিশের উদ্ধত আচরণে রাশ টানতে নড়েচড়ে বসেছিল খোদ লালবাজার ৷ এবার আবার কাঠগড়ায় রাজ্যের পুলিশ ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

মশেহতলা থানার এসআই'য়ের মারে জখম এক ব্যক্তি ৷ আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে একটি ওষুধের দোকানের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে বচসা, তাতেই হাতাহাতি । তাদের অভিযোগ, মহেশতলা থানার এসআই আবুল মারজান সাদা পোশাকে নুঙ্গি স্টেশন সংলগ্ন একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন । বাইকটিকে রাস্তায় এমনভাবে রেখেছিলেন যাতে অন্যদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল । তারই প্রতিবাদ করেন সুমন্ত বেরা ।

থানায় নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, আদালতে পরিবার

ওই ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে দুজনের মধ্যেই হাতাহাতি শুরু হয় । আহতের পরিবারের দাবি, পরে সুমন্তকে মহেশতলা থানায় তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করেন আবুল মারজান । কালীপূজার পরের দিন সুমন্তবাবুকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে জামিন দিয়ে দেয় এবং চিকিৎসা করানোর পরামর্শ দেয় । মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে তিনি এখনও চিকিৎসাধীন, কাল তাঁর অপারেশন হওয়ার কথা । পরিবারের দাবি, এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর অন্তত চার জায়গায় হাড় ভেঙে গিয়েছে । ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে আহতের পরিবার ৷

Last Updated : Nov 10, 2021, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.