ETV Bharat / bharat

কতদূর ‘কোভ্য়াক্সিন’ ? শনিবার হায়দরাবাদে মোদি

24 নভেম্বর দেশের সব রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কোরোনার প্রতিষেধক বণ্টন প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকে ঠিক কবে কোরোনার প্রতিষেধক পাওয়া যাবে, তা বলতে পারেননি নরেন্দ্র মোদি ৷ তবে, টিকা বণ্টনের নকশা রাজ্য়গুলিকে তৈরি করে ফেলতে পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ সেই বৈঠকের পরেই, এবার হায়দরাবাদে ভারত বায়োটেকের অফিসে কোভ্য়াক্সিনের অগ্রগতি দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷

pm-to-visit-hyderabad-on-nov-28-to-check-on-covaxin-progress
কতদূর ‘কোভ্য়াক্সিন’ তৈরির কাজ? জানতে শনিবার হায়দরাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 26, 2020, 8:40 PM IST

Updated : Nov 27, 2020, 10:49 AM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর : কতটা এগিয়েছে ভারত বায়োটেকের তৈরি কোরোনার প্রতিষেধক ‘কোভ্য়াক্সিন’ তৈরির কাজ ? তাই দেখতে এবার হায়দরাবাদে ভারত বায়োটেক সংস্থার দপ্তরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 28 নভেম্বর শনিবার তিনি হায়দরাবাদ আসছেন বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ কেন্দ্রের ড্রাগ লাইসেন্স সংস্থা ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজ়ির সঙ্গে যৌথভাবে কোভ্য়াক্সিন তৈরি করছে ভারত বায়োটেক ৷

ভারত বায়োটেকের তৈরি কোরোনা এই প্রতিষেধক কোভ্য়াক্সিন তৃতীয় পর্যায়ের গবেষণার মধ্য়ে রয়েছে ৷ গত মাসের সংস্থার তরফে জানানো হয়েছিল, তাঁদের কোরোনার এই প্রতিষেধকের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রয়োগ সফল হয়েছে এবং সেই প্রয়োগের অন্তর্বর্তী বিশ্লেষণও সাফল্য় পেয়েছে ৷ যারপরেই সংস্থার তরফে ঘোষণা করা হয়, খুব শীঘ্রই তারা 26 হাজার স্বেচ্ছাসেবকের উপর কোভ্য়াক্সিনের তৃতীয় পর্যায়ের প্রয়োগ করবেন ৷

গত সেপ্টেম্বরে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, তারা কোরোনা ভাইরাসের নাজ়াল ড্রপ ভ্য়াকসিন আনার জন্য় ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন ইন সেন্ট লুইসের সঙ্গে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ায় রয়েছেন ৷ যার নাম দেওয়া হবে ‘চিম্প-অ্য়াডিনোভাইরাস’ ৷ এ নিয়ে সংস্থার চেয়ারম্য়ান তথা ম্য়ানেজ়িং ডিরেক্টর কৃষ্ণা এল্লা জানিয়েছিলেন, তাঁরা আরো একটি কোরোনার প্রতিষেধকের উপর গবেষণা করছেন ৷

হায়দরাবাদ, 26 নভেম্বর : কতটা এগিয়েছে ভারত বায়োটেকের তৈরি কোরোনার প্রতিষেধক ‘কোভ্য়াক্সিন’ তৈরির কাজ ? তাই দেখতে এবার হায়দরাবাদে ভারত বায়োটেক সংস্থার দপ্তরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 28 নভেম্বর শনিবার তিনি হায়দরাবাদ আসছেন বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ কেন্দ্রের ড্রাগ লাইসেন্স সংস্থা ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজ়ির সঙ্গে যৌথভাবে কোভ্য়াক্সিন তৈরি করছে ভারত বায়োটেক ৷

ভারত বায়োটেকের তৈরি কোরোনা এই প্রতিষেধক কোভ্য়াক্সিন তৃতীয় পর্যায়ের গবেষণার মধ্য়ে রয়েছে ৷ গত মাসের সংস্থার তরফে জানানো হয়েছিল, তাঁদের কোরোনার এই প্রতিষেধকের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রয়োগ সফল হয়েছে এবং সেই প্রয়োগের অন্তর্বর্তী বিশ্লেষণও সাফল্য় পেয়েছে ৷ যারপরেই সংস্থার তরফে ঘোষণা করা হয়, খুব শীঘ্রই তারা 26 হাজার স্বেচ্ছাসেবকের উপর কোভ্য়াক্সিনের তৃতীয় পর্যায়ের প্রয়োগ করবেন ৷

গত সেপ্টেম্বরে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, তারা কোরোনা ভাইরাসের নাজ়াল ড্রপ ভ্য়াকসিন আনার জন্য় ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন ইন সেন্ট লুইসের সঙ্গে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ায় রয়েছেন ৷ যার নাম দেওয়া হবে ‘চিম্প-অ্য়াডিনোভাইরাস’ ৷ এ নিয়ে সংস্থার চেয়ারম্য়ান তথা ম্য়ানেজ়িং ডিরেক্টর কৃষ্ণা এল্লা জানিয়েছিলেন, তাঁরা আরো একটি কোরোনার প্রতিষেধকের উপর গবেষণা করছেন ৷

Last Updated : Nov 27, 2020, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.