ETV Bharat / bharat

Mid-Day Meal Kitchen Inauguration: 1 লক্ষ স্কুল-পড়ুয়ার রান্না, আজ বারাণসীতে মিড-ডে মিল কিচেন উদ্বোধন প্রধানমন্ত্রীর

উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে বারাণসীতে উত্তর ভারতের সবচেয়ে বড় আয়তনের রান্নাঘর 'অক্ষয় পাত্র মিড ডে মিল কিচেন'-এর উদ্বোধন করবেন তিনি ৷ সবচেয়ে কম হলেও 25 হাজার বাচ্চার জন্য নানা ধরনের রান্না করা যাবে সেখানে (Mid-Day Meal Kitchen Inauguration) ৷

Akshay Patra Mid Day Meal Kitchen
বারাণসীতে অক্ষয় পাত্র মিড ডে মিল কিচেন
author img

By

Published : Jul 7, 2022, 1:54 PM IST

বারাণসী, 7 জুলাই: কয়েক হাজার স্কুল-পড়ুয়ার জন্য রান্না করা যাবে ৷ এমনই একটি বিশাল মিড-ডে মিল কিচেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এটি উত্তর ভারতে সবচেয়ে বড় ৷ এর নাম 'অক্ষয় পাত্র মিড ডে মিল কিচেন' (Akshay Patra Mid Day Meal Kitchen) ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই রান্নাঘরে আধুনিক ও উন্নত মানের সরঞ্জাম রয়েছে ৷ কমপক্ষে 25 হাজার স্কুল পড়ুয়ার জন্য খাবার বানানো যাবে এই বিশাল রান্নার ঘরে ৷ নরেন্দ্র মোদি নিজেও টুইট করে জানিয়েছেন একথা ৷ অক্ষয়পাত্র কিচেনের উদ্বোধন ছাড়া আজ উত্তরপ্রদেশ সফরে 1 হাজার 800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন (PM to inaugurate Akshay Patra Mid Day Meal Kitchen in Varanasi) ৷

এই দারুণ ভবনটি বারাণসীর আরদালি বাজার এলাকায় ৷ বিভিন্ন ধরনের রান্না তৈরির জন্য আধুনিক সব মেশিন রয়েছে সেখানে ৷ এর মধ্যে চাল-ডাল, সবজির তরকারি, চাপাটিও রয়েছে এবং বিপুল পরিমাণে ৷ কমপক্ষে 25 হাজার তো বটেই এমনকী 1 লক্ষ বাচ্চার জন্য রান্নাও সম্ভব এখানে ৷ বারাণসী জেলার 143টি প্রাথমিক স্কুলের বাচ্চারা এই হাই-টেক রান্নাঘরে তৈরি সুস্বাদু খাবার-দাবার খাওয়ার সুযোগ পাবেন ৷

  • Leaving for Varanasi to attend various programmes. Always a delight to be among the people of Kashi. At around 2 PM will inaugurate the Akshaya Patra Mid Day Meal Kitchen which will have a cooking capacity of 1 lakh. Many students will benefit from this. https://t.co/66TV490izX

    — Narendra Modi (@narendramodi) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সরকারের প্রশংসা না করায় নিষিদ্ধ হন কিশোর কুমার ! জরুরি অবস্থা নিয়ে বললেন মোদি

শুধু আজ দুপুরের 2অপেক্ষা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই মিড-ডে মিল কিচেনে শুরু হবে রান্না ৷ এখানে 20জন বাচ্চার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷ রান্নার পাশাপাশি বহু লোক নিয়োগ করা হয়েছে এই বিশাল আয়তনের কিচেনঘরটি পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা এবং খাবার পরিবেশনের জন্য ৷

বারাণসী, 7 জুলাই: কয়েক হাজার স্কুল-পড়ুয়ার জন্য রান্না করা যাবে ৷ এমনই একটি বিশাল মিড-ডে মিল কিচেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এটি উত্তর ভারতে সবচেয়ে বড় ৷ এর নাম 'অক্ষয় পাত্র মিড ডে মিল কিচেন' (Akshay Patra Mid Day Meal Kitchen) ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই রান্নাঘরে আধুনিক ও উন্নত মানের সরঞ্জাম রয়েছে ৷ কমপক্ষে 25 হাজার স্কুল পড়ুয়ার জন্য খাবার বানানো যাবে এই বিশাল রান্নার ঘরে ৷ নরেন্দ্র মোদি নিজেও টুইট করে জানিয়েছেন একথা ৷ অক্ষয়পাত্র কিচেনের উদ্বোধন ছাড়া আজ উত্তরপ্রদেশ সফরে 1 হাজার 800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন (PM to inaugurate Akshay Patra Mid Day Meal Kitchen in Varanasi) ৷

এই দারুণ ভবনটি বারাণসীর আরদালি বাজার এলাকায় ৷ বিভিন্ন ধরনের রান্না তৈরির জন্য আধুনিক সব মেশিন রয়েছে সেখানে ৷ এর মধ্যে চাল-ডাল, সবজির তরকারি, চাপাটিও রয়েছে এবং বিপুল পরিমাণে ৷ কমপক্ষে 25 হাজার তো বটেই এমনকী 1 লক্ষ বাচ্চার জন্য রান্নাও সম্ভব এখানে ৷ বারাণসী জেলার 143টি প্রাথমিক স্কুলের বাচ্চারা এই হাই-টেক রান্নাঘরে তৈরি সুস্বাদু খাবার-দাবার খাওয়ার সুযোগ পাবেন ৷

  • Leaving for Varanasi to attend various programmes. Always a delight to be among the people of Kashi. At around 2 PM will inaugurate the Akshaya Patra Mid Day Meal Kitchen which will have a cooking capacity of 1 lakh. Many students will benefit from this. https://t.co/66TV490izX

    — Narendra Modi (@narendramodi) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সরকারের প্রশংসা না করায় নিষিদ্ধ হন কিশোর কুমার ! জরুরি অবস্থা নিয়ে বললেন মোদি

শুধু আজ দুপুরের 2অপেক্ষা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই মিড-ডে মিল কিচেনে শুরু হবে রান্না ৷ এখানে 20জন বাচ্চার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷ রান্নার পাশাপাশি বহু লোক নিয়োগ করা হয়েছে এই বিশাল আয়তনের কিচেনঘরটি পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা এবং খাবার পরিবেশনের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.