ETV Bharat / bharat

PM Narendra Modi: 'ভারত' বিতর্ক এড়িয়ে মন্ত্রীদের সনাতন ধর্ম বিবাদে সরব হওয়ার নির্দেশ মোদির

বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জি20 সম্মেলনের আবহে কী করণীয়, আর কী নয় তা নিয়ে মন্ত্রীদের নির্দেশ দেন তিনি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:40 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের বিরোধিতা করতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে 'ভারত' বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজায় না-জড়াতে মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি ৷ ভারত যে এই দেশের প্রাচীন নাম, তাও মন্ত্রিসভার সদস্যদের মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই জি20 সম্মেলনকে মাথায় রেখে মন্ত্রীরা কী করবেন, আর কী করবেন না সেই বিষয়ে পরামর্শ দেন মোদি ৷

প্রধানমন্ত্রী তাঁর সন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন এই জি20 সম্মেলনের সময় দিল্লিতেই থাকতে এবং তাঁদের যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করতে ৷ বিদেশি অতিথি, অভ্যাগত ও রাষ্ট্রনেতাদের যাতে কোনও সমস্যা না-হয় সেই দিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ এদিন মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ভারত-আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ৷

সম্প্রতি কেন্দ্রের তরফে জি20 এর নৈশভোজের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'প্রেসিডেন্ট অফ ভারত' ও আসিয়ান সম্মেলনের নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছে ৷ এরপরেই দেশের নাম বদলের বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ 'ইন্ডিয়া'র বদলে এই 'ভারত' নাম উল্লেখ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও বিতর্ক ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন এই বিতর্ক থেকে দূরে থাকতে ৷ কেন্দ্রের একটি সূত্রে দাবি, যেহেতু সংবিধানেই 'ইন্ডিয়া'র পাশাপাশি 'ভারত' নামটিও রয়েছে তাই এই নিয়ে বিতর্কের কিছু থাকতে পারে বলে মনে করছে না সরকার ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনে বসছে বিশেষ অধিবেশন !

তামিলনাড়ুর মন্ত্রী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন সম্প্রতি সনাতম ধর্ম নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর প্রধানমন্ত্রী এদিন জানান, যেসব দল ও নেতা এই ধরনের মন্তব্য করে ভেদাভেদ তৈরি করতে চাইছেন তাদের জনগণের সামনে তুলে ধরতে হবে ৷ বিষয়টি নিয়ে কড়া বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এদিন প্রায় একঘণ্টা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷

(সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের বিরোধিতা করতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে 'ভারত' বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজায় না-জড়াতে মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি ৷ ভারত যে এই দেশের প্রাচীন নাম, তাও মন্ত্রিসভার সদস্যদের মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই জি20 সম্মেলনকে মাথায় রেখে মন্ত্রীরা কী করবেন, আর কী করবেন না সেই বিষয়ে পরামর্শ দেন মোদি ৷

প্রধানমন্ত্রী তাঁর সন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন এই জি20 সম্মেলনের সময় দিল্লিতেই থাকতে এবং তাঁদের যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করতে ৷ বিদেশি অতিথি, অভ্যাগত ও রাষ্ট্রনেতাদের যাতে কোনও সমস্যা না-হয় সেই দিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ এদিন মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ভারত-আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ৷

সম্প্রতি কেন্দ্রের তরফে জি20 এর নৈশভোজের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'প্রেসিডেন্ট অফ ভারত' ও আসিয়ান সম্মেলনের নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছে ৷ এরপরেই দেশের নাম বদলের বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ 'ইন্ডিয়া'র বদলে এই 'ভারত' নাম উল্লেখ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও বিতর্ক ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন এই বিতর্ক থেকে দূরে থাকতে ৷ কেন্দ্রের একটি সূত্রে দাবি, যেহেতু সংবিধানেই 'ইন্ডিয়া'র পাশাপাশি 'ভারত' নামটিও রয়েছে তাই এই নিয়ে বিতর্কের কিছু থাকতে পারে বলে মনে করছে না সরকার ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনে বসছে বিশেষ অধিবেশন !

তামিলনাড়ুর মন্ত্রী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন সম্প্রতি সনাতম ধর্ম নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর প্রধানমন্ত্রী এদিন জানান, যেসব দল ও নেতা এই ধরনের মন্তব্য করে ভেদাভেদ তৈরি করতে চাইছেন তাদের জনগণের সামনে তুলে ধরতে হবে ৷ বিষয়টি নিয়ে কড়া বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এদিন প্রায় একঘণ্টা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷

(সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.