ETV Bharat / bharat

দেশে অক্সিজেনের ভাঁড়ার নিয়ে খোঁজ প্রধানমন্ত্রীর, উৎপাদন ও আমদানির নির্দেশ - corona

করোনা আবহে অক্সিজেনের বাড়তি চাহিদা মেটাতে তৎপর কেন্দ্র ৷ ইতিমধ্যেই বিদেশ থেকে 50 হাজার মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ৷ গোটা বিষয়টির খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং ৷ একইসঙ্গে, দেশের বিভিন্ন উৎপাদনকেন্দ্রেও সর্বোচ্চ হারে অক্সিজেন উৎপাদনের নির্দেশ দিয়েছেন তিনি ৷

PM Reviews Medical Oxygen Stocks As India Looks To Import Amid Shortage
দেশে অক্সিজেনের ভাঁড়ার নিয়ে খোঁজ প্রধানমন্ত্রীর, উৎপাদন ও আমদানির নির্দেশ
author img

By

Published : Apr 16, 2021, 7:45 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : করোনা মহামারির আবহে হাসপাতালগুলিতে বাড়ছে অক্সিজেনের চাহিদা ৷ এই জোগান মেটাতে কতটা প্রস্তুত কেন্দ্রীয় সরকার ? বিদেশ থেকে অক্সিজেন আমদানি করার কাজই বা কীভাবে এগোচ্ছে ? তারই খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ প্রধানমন্ত্রী তাঁদের অক্সিজেনের উৎপাদন যতটা সম্ভব বাড়ানোর পরামর্শ দেন ৷ তাঁর নির্দেশ, প্রত্য়েকটি সংস্থাকে সর্বোচ্চ হারে অক্সিজেন উৎপাদন করতে হবে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবারের পর শুক্রবারও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গিয়েছে গোটা দেশে ৷ যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা এবং রাজস্থানের অবস্থা সবথেকে সঙ্গীন ৷ দ্রুত পরিস্থিতি বাগে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে প্রশাসন ৷

আরও পড়ুন : বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর জোরালো প্রমাণ রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারখানায় অক্সিজেনের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে বিদেশ থেকেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার প্রকাশ করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা ক্রমশ বাড়ছে ৷ এই চাহিদার কথা মাথায় রেখেই 50 হাজার মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ৷ ইতিমধ্যেই বিষয়টি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ আরও অন্যান্য কোন কোন দেশ থেকে অক্সিজেন আমদানি করা যায়, তা ভেবে দেখা হচ্ছে ৷’’

নয়াদিল্লি, 16 এপ্রিল : করোনা মহামারির আবহে হাসপাতালগুলিতে বাড়ছে অক্সিজেনের চাহিদা ৷ এই জোগান মেটাতে কতটা প্রস্তুত কেন্দ্রীয় সরকার ? বিদেশ থেকে অক্সিজেন আমদানি করার কাজই বা কীভাবে এগোচ্ছে ? তারই খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ প্রধানমন্ত্রী তাঁদের অক্সিজেনের উৎপাদন যতটা সম্ভব বাড়ানোর পরামর্শ দেন ৷ তাঁর নির্দেশ, প্রত্য়েকটি সংস্থাকে সর্বোচ্চ হারে অক্সিজেন উৎপাদন করতে হবে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবারের পর শুক্রবারও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গিয়েছে গোটা দেশে ৷ যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা এবং রাজস্থানের অবস্থা সবথেকে সঙ্গীন ৷ দ্রুত পরিস্থিতি বাগে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে প্রশাসন ৷

আরও পড়ুন : বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর জোরালো প্রমাণ রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারখানায় অক্সিজেনের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে বিদেশ থেকেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার প্রকাশ করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা ক্রমশ বাড়ছে ৷ এই চাহিদার কথা মাথায় রেখেই 50 হাজার মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ৷ ইতিমধ্যেই বিষয়টি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ আরও অন্যান্য কোন কোন দেশ থেকে অক্সিজেন আমদানি করা যায়, তা ভেবে দেখা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.