ETV Bharat / bharat

Narendra Modi : আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে ওয়াশিংটন যাত্রা মোদির - United Nations General Assembly

আজ, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদির ওয়াশিংটন যাওয়ার পথে আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করা হয়নি ৷ তবে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা ৷

pm-narendra-modis-flight-to-us-avoid-afghanistan-but-used-pakistan-airspace
Narendra Modi : আফগানিস্তানকে এড়িয়ে ওয়াশিংটন যাত্রা মোদির, আকাশসীমা ব্যবহারে অনুমতি পাকিস্তানের
author img

By

Published : Sep 22, 2021, 8:08 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : আফগানিস্তানের (Afghanistan) আকাশসীমার উপর দিয়ে বাণিজ্যিক উড়ানে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ তাই আমেরিকা (United States of America) যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে রওনা দেন ৷ প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে এবার আফগানিস্তানের আকাশসীমা বাদ দেওয়া হয়েছে ৷ বদলে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের (Pakistan) আকাশসীমা ৷ সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, 2019 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ৷ ওই বছর জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান ভারতে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছিল না ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে ৷ তবে এবার তারা অনুমতি দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22-25 সেপ্টেম্বর আমেরিকায় থাকবেন ৷ 24 সেপ্টেম্বর তাঁর বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে ৷ এছাড়া তিনি বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গেও ৷ পরদিন তিনি বক্তৃতা করবেন রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনে ৷

তাছাড়া এই তিনদিনের মধ্যে কোয়াডের (QUAD) বৈঠকেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), জাপান (Japan) ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তৈরি এই চর্তুদেশীয় জোটের বৈঠকে সদস্যরা ৷ এই প্রথম সশরীরে উপস্থিত থাকবেন ৷ সেখানে মোদি ছাড়াও থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ৷ এর আগে মার্চে কোয়াডের নেতারা ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নরেন্দ্র মোদি জানিয়েছেন ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করার আগে জানান, এবারের সফরে তিনি রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনেও (United Nations General Assembly) বক্তৃতা দেবেন ৷ সেখানে কোভিড-19 মহামারি (Covid-19 Pandemic), সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন ৷

এবার রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ অধিবেশনে অনেক কিছুই প্রথমবার ঘটবে ৷ রাষ্ট্রসংঘে এই প্রথম উপস্থিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাছাড়া রাষ্ট্রসংঘের সভাপতি আব্দুল্লা শাহিদের এটা প্রথম অধিবেশন ৷ এছাড়া করোনা মহামারি আসার পর এই প্রথম সদস্যরা সশরীরে রাষ্ট্রসংঘের অধিবেশনে হাজির হচ্ছেন ৷

আরও পড়ুন : SAARC : তালিবান প্রতিনিধিত্ব চায় পাকিস্তান, বিরোধিতায় বাতিল নিউ ইয়র্কে সার্ক সম্মেলন

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : আফগানিস্তানের (Afghanistan) আকাশসীমার উপর দিয়ে বাণিজ্যিক উড়ানে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ তাই আমেরিকা (United States of America) যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে রওনা দেন ৷ প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে এবার আফগানিস্তানের আকাশসীমা বাদ দেওয়া হয়েছে ৷ বদলে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের (Pakistan) আকাশসীমা ৷ সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, 2019 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ৷ ওই বছর জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান ভারতে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছিল না ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে ৷ তবে এবার তারা অনুমতি দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22-25 সেপ্টেম্বর আমেরিকায় থাকবেন ৷ 24 সেপ্টেম্বর তাঁর বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে ৷ এছাড়া তিনি বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গেও ৷ পরদিন তিনি বক্তৃতা করবেন রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনে ৷

তাছাড়া এই তিনদিনের মধ্যে কোয়াডের (QUAD) বৈঠকেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), জাপান (Japan) ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তৈরি এই চর্তুদেশীয় জোটের বৈঠকে সদস্যরা ৷ এই প্রথম সশরীরে উপস্থিত থাকবেন ৷ সেখানে মোদি ছাড়াও থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ৷ এর আগে মার্চে কোয়াডের নেতারা ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নরেন্দ্র মোদি জানিয়েছেন ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করার আগে জানান, এবারের সফরে তিনি রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনেও (United Nations General Assembly) বক্তৃতা দেবেন ৷ সেখানে কোভিড-19 মহামারি (Covid-19 Pandemic), সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন ৷

এবার রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ অধিবেশনে অনেক কিছুই প্রথমবার ঘটবে ৷ রাষ্ট্রসংঘে এই প্রথম উপস্থিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাছাড়া রাষ্ট্রসংঘের সভাপতি আব্দুল্লা শাহিদের এটা প্রথম অধিবেশন ৷ এছাড়া করোনা মহামারি আসার পর এই প্রথম সদস্যরা সশরীরে রাষ্ট্রসংঘের অধিবেশনে হাজির হচ্ছেন ৷

আরও পড়ুন : SAARC : তালিবান প্রতিনিধিত্ব চায় পাকিস্তান, বিরোধিতায় বাতিল নিউ ইয়র্কে সার্ক সম্মেলন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.