ETV Bharat / bharat

করোনা প্রাণ কাড়ল মোদির কাকিমার - ahmedabad civil hospital

মঙ্গলবার করোনায় মৃত্যু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা নর্মদা বেন মোদির (80) ৷ এদিন আমেদাবাদের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে দশদিন আগে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হল ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন এদিনই তাঁর মৃত্যু হয় ৷

করোনায় নরেন্দ্র মোদির কাকিমা মৃত্যু ৷
করোনায় নরেন্দ্র মোদির কাকিমা মৃত্যু ৷
author img

By

Published : Apr 27, 2021, 8:26 PM IST

Updated : Apr 27, 2021, 10:50 PM IST

আমেদাবাদ, 27 এপ্রিল: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা ৷ মঙ্গলবার আমেদাবাদের সিভিল হাসপাতালে মারা গেলেন নর্মদা বেন মোদি (80) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, আমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে থাকতেন তিনি ৷ করোনা আক্রান্ত হয়ে গত দশদিন ধরে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নর্দমা বেন মোদি ৷ মঙ্গলবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ দিন দশেক আগে তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন হাসপাতালেই তিনি মারা যান ৷

নর্মদা বেনের স্বামী অর্থাৎ নরেন্দ্র মোদির বাবা দামোদরদাস মোদির ভাই জগজীবনদাস মোদি বহুদিন আগেই প্রয়াত হয়েছেন, জানান প্রহ্লাদ ৷

আরও পড়ুন: দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ

আমেদাবাদ, 27 এপ্রিল: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা ৷ মঙ্গলবার আমেদাবাদের সিভিল হাসপাতালে মারা গেলেন নর্মদা বেন মোদি (80) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, আমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে থাকতেন তিনি ৷ করোনা আক্রান্ত হয়ে গত দশদিন ধরে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নর্দমা বেন মোদি ৷ মঙ্গলবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ দিন দশেক আগে তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন হাসপাতালেই তিনি মারা যান ৷

নর্মদা বেনের স্বামী অর্থাৎ নরেন্দ্র মোদির বাবা দামোদরদাস মোদির ভাই জগজীবনদাস মোদি বহুদিন আগেই প্রয়াত হয়েছেন, জানান প্রহ্লাদ ৷

আরও পড়ুন: দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ

Last Updated : Apr 27, 2021, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.