নয়াদিল্লি, 24 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দ্বারকা সাবসিটির সেক্টর 10-এর রামলীলা গ্রাউন্ডে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেবেন ৷ রামলীলা কমিটির আহ্বায়ক রাজেশ গেহলত এই তথ্য জানিয়েছেন । এর আগে 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে রাবণ দহন করেছিলেন । মঙ্গলবার বিকেল 5টায় দ্বারকায় প্রধানমন্ত্রী আসবেন বলে জানা গিয়েছে ।
দ্বারকা সেক্টর 10-এ আয়োজিত 11তম গ্র্যান্ড রামলীলায় প্রধানমন্ত্রী আসতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল ৷ কিন্তু এই বিষয়ে নিশ্চিতভাবে কেউই কিছু জানাতে পারছিল না ৷ অবশেষে সোমবার রাতের দিকে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি জানা যায় ৷
গত 15 অক্টোবর থেকে রামলীলা শুরু হয় ৷ বজরং দলের দিল্লি শাখা ও বিশ্ব হিন্দু পরিষদ শৌর্য জাগরণ যাত্রা বের করেছিল । এতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েক হাজার কর্মী অংশ নেন । এদিন রাবণ দহন অনুষ্ঠানে 10 হাজার লোকের বসার জায়গা রয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে বহু মানুষ দূর-দূরান্ত থেকে সেখানে হাজির হবেন বলে জানা গিয়েছে ।
এক মাসের মধ্যে দ্বারকায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর: সাম্প্রতিক সময়ে দ্বারকা এলাকায় এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় সফর । এর আগে তিনি এখানে একটি বড় কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে সেখানে এসেছিলেন । সেই দিনই তিনি দ্বারকা সেক্টর 23-এর নবনির্মিত মেট্রো স্টেশনেরও উদ্বোধন করেন ৷
প্রধানমন্ত্রীর উপস্থিতির খবর সামনে আসার পর থেকে ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ সকাল থেকেই নিরাপত্তা বৃদ্ধির ছবি প্রকাশ্যে আসতে শুরু করে ৷ পুলিশি নজরদারির পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিও অনুষ্ঠানস্থলে নজরদারি শুরু করেছে ৷
আরও পড়ুন: হায়দরাবাদে 'বেঙ্গলি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালিবাড়ি' তে রীতি মেনে দুর্গাপুজো